প্রবেশদ্বার:বরিশাল

বরিশাল প্রবেশদ্বার

বরিশাল
বরিশাল শহর
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। 'প্রাচ্যের ভেনিস' নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত এবং এটি বরিশাল বিভাগের সদর দপ্তর ও প্রধান শহর। এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।



নির্বাচিত নিবন্ধ
২০১৬-এর ডিসেম্বরে পাখির চোখে স্টেডিয়াম

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম (পূর্ব ও প্রচলিত নাম: বরিশাল স্টেডিয়াম) ১৯৬৬ সালে নির্মিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি বরিশাল শহরের চাঁদমারী এলাকায় অবস্থিত এটির পূর্বে কীর্তনখোলা নদীর তীর ও পশ্চিমে বান্দ সড়ক রয়েছে। স্টেডিয়ামের কমপ্লেক্সের মধ্যে উত্তরপাশে বরিশাল জেলা সুইমিংপুলও অন্তর্ভূক্ত আছে। ১৯৬৬ সালে নির্মাণের পর ১৯৭০, ২০০৬ ও ২০২২ সালে স্টেডিয়ামটির অবকাঠামো উন্নয়ন করা হয়। এটি বরিশাল বিভাগের ছয়টি স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে পুরনো। এটির বর্তমান দর্শক ধারণ ক্ষমতা ৩৫,০০০। বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে। এখানে সাধারণত জেলা ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন হয়। এটির বর্তমান ২৯.১৫ আয়তন একর। ক্রীড়াস্থাপনাটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ব্যক্তিত্ব

আবুল কাশেম ফজলুল হক (২৬ অক্টোবর ১৮৭৩ - ২৭ এপ্রিল ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ কৱেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা (বাংলার বাঘ) এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী(১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।(বাকি অংশ পড়ুন...)

নির্বাচিত চিত্র
বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)
বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)
কৃতিত্ব: Lonely Explorer

বঙ্গবন্ধু উদ্যান (যা বেলস পার্ক নামেও পরিচিত) বাংলাদেশের দক্ষিণের শহর বরিশালে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন এলাকা। এই উদ্যানটি বরিশালের সুন্দর এলাকাগুলির মধ্যে একটি, যাতে একটি খেলার মাঠ, হাঁটার পথ, হেলিপ্যাড, প্রচুর গাছ এবং পাশে একটি হ্রদ রয়েছে। বর্তমানে উদ্যানটির মালিকানা গণপূর্ত বিভাগের, তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।


আপনি জানেন কি...

১২ই নভেম্বর, ১৯৭০ সালের ভোলা সাইক্লোন

  • ...১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্নিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্নিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি।[২] এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়।?
  • ...দৈনিক ইত্তেফাক-র প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া?


আপনি যা করতে পারেন
   

ওয়েব রিসোর্স
সরকারি


পর্যটক গাইড
  • উইকিভ্রমণ থেকে বরিশাল ভ্রমণ নির্দেশিকা পড়ুন।

প্রাসঙ্গিক বিষয়সমূহ


সম্পর্কিত প্রবেশদ্বার
বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম রাজশাহী

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে বরিশাল
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে বরিশাল
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে বরিশাল
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে বরিশাল
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে বরিশাল
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে বরিশাল
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে বরিশাল
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে বরিশাল
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে বরিশাল
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন