বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বা বরিশালের মেয়র বা বসিক মেয়র হলেন বাংলাদেশের বরিশাল বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। বরিশাল মহানগর পরিচালনার জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকে।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র | |
---|---|
![]() | |
বরিশাল সিটি কর্পোরেশন | |
সম্বোধনরীতি | মাননীয় মেয়র |
অবস্থা | নগর প্রধান |
সংক্ষেপে | বসিক মেয়র |
যার কাছে জবাবদিহি করে | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
আসন | নগর ভবন, বরিশাল |
মনোনয়নদাতা | সরাসরি ভোটে নির্বাচিত |
নিয়োগকর্তা | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
মেয়াদকাল | ৫ বছর |
গঠন | ২৫ জুলাই ২০০২ |
ডেপুটি | প্যানেল মেয়র |
বেতন | বার্ষিক ৳ ১০,২০,০০০ |
২০০২ সালের ২৫ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন আইন এর দ্বারা বরিশাল পৌরসভাকে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়।
মেয়রদের তালিকাসম্পাদনা
ক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি | দল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | আহসান হাবিব কামাল | মনোনীত মেয়র | ২৫ জুলাই ২০০২ | ১৪ এপ্রিল ২০০৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
২ | মজিবুর রহমান সারওয়ার | মেয়র | ২৪ এপ্রিল ২০০৩ | ২১ এপ্রিল ২০০৭ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
৩ | আওলাদ হোসেন দিলু | ভারপ্রাপ্ত মেয়র | ২২ জুলাই ২০০৭ | ১১ সেপ্টেম্বর ২০০৮ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
৪ | শওকত হোসেন হিরণ | মেয়র | ১১ সেপ্টেম্বর ২০০৮ | ১৫ জুন ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
আলতাফ মাহমুদ সিকদার | ভারপ্রাপ্ত মেয়র | ১৫ জুন ২০১৩ | ৮ অক্টোবর ২০১৩ | ||||
৫ | আহসান হাবিব কামাল | মেয়র | ৮ অক্টোবর ২০১৩ | ৪ অক্টোবর ২০১৮ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [১] | |
৬ | সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ | মেয়র | ২৩ অক্টেবর ২০১৮ | অধ্যাবধি | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বরিশালের মেয়র হিসেবে দায়িত্ব নিলেন কামাল"। আমাদের বরিশাল। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮।
- ↑ "প্রধান প্রতিবেদন মেয়র সাদিকের কারিশমায় বদলে যেতে শুরু করেছে নগর ভবন"। দৈনিক মতবাদ। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০।