বরিশাল জেলা সুইমিংপুল
বরিশাল জেলা সুইমিংপুল ২০০০ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১] এটি বরিশাল শহরের চাঁদমারী এলাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সীমার মধ্যে উত্তরপাশে অবস্থিত।[২] এটি জেলা ও বরিশাল বিভাগের একমাত্র সুইমিংপুল।[৩][৪] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[৫] এবং স্থানীয় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৬]
বরিশাল জেলা সুইমিংপুল | |
---|---|
২২°৪১′১৫″ উত্তর ৯০°২২′০২″ পূর্ব / ২২.৬৮৭৫৪৫° উত্তর ৯০.৩৬৭২৪২° পূর্ব | |
ঠিকানা | শাহিদ আলি রোড, চাঁদমারী, বরিশাল |
খোলা | ১১ এপ্রিল, ২০০০ |
পরিচালনায় | বরিশাল জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
স্থাপত্য | এন হক অ্যান্ড সন্স |
খরচ | ৳ ৩.৭৫ কোটি |
নির্মাণ ইতিহাস
সম্পাদনা১৯৯৭ সালের ১ জুন বরিশাল স্টেডিয়ামের সীমার মাঝে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এন হক অ্যান্ড সন্স পুলের নির্মাণ শুরু করে। একই বছর অক্টোবরে কাজ শেষ হয়।[৭] ২০০০ সালের ১১ এপ্রিল এটি সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়। প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হয়।[২][৪] ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে পুলটি ব্যবহার করা হয়নি[১][৩][৮] ২০২২ সালের জানুয়ারিতে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজে সুইমিংপুল সংস্কার অন্তর্ভূক্ত করা হয়। এটির জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়।[৯]
কাঠামো
সম্পাদনাএটি খোলা আকাশের নীচে উন্মুক্ত সুইমিংপুল। পানি ধারণ ক্ষমতা ৪ লাখ ৩২ হাজার গ্যালন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ অপু, অপূর্ব (২০২২-০১-১০)। "২৬ বছর ধরে অচল বরিশালের 'সুইমিং পুল'"। সময় টিভি। ২০২২-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ↑ ক খ উদ্দিন, এম জসীম (২০২০-১১-৩০)। "বরিশালে সন্ধ্যা হলেই সুইমিংপুলে চলে মাদকসেবন"। প্রথম আলো। ২০২৩-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ ক খ "দক্ষিণাঞ্চলের একমাত্র সুইমিং পুল এখন ভূতের বাড়ি"। দৈনিক যুগান্তর। ২০২১-০৯-২০। ২০২২-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।
- ↑ ক খ রায়হান, জহির (২০২১-০৯-১০)। "দুই যুগেও সচল হয়নি বরিশালের সুইমিংপুলটি"। বার্তা২৪। ২০২১-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ টিটু, সালেহ (২০১৯-০৮-২৪)। "নির্মাণব্যয়সহ খরচ ৪ কোটি, উদ্বোধনের ৮ বছরেও ব্যবহার অনুপযোগী"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-৩০।
- ↑ আলম, মাসুদ (২০২২-০৯-১৮)। "বিপুল ব্যয়ের সুইমিংপুল বেহাল"। প্রথম আলো। ২০২৩-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২০।
- ↑ উদ্দীন, এম জসীম (২০২২-০৯-০৪)। "আন্তর্জাতিক রূপ পাচ্ছে শহীদ সেরনিয়াবাত স্টেডিয়াম"। প্রথম আলো। ২০২২-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৯।