নামিবিয়া জাতীয় ফুটবল দল
নামিবিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Namibia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নামিবিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[৩] এই দলটি ১৯৯২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৮৯ সালের ১৬ই মে তারিখে, নামিবিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নামিবিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকা হিসেবে অ্যাঙ্গোলার কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | সাহসী যোদ্ধা | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | ববি সামারিয়া | ||
অধিনায়ক | পেত্রাস শিতেম্বি | ||
সর্বাধিক ম্যাচ | ইয়োহানেস হিন্দজু (৬৯) | ||
শীর্ষ গোলদাতা | রুডলফ বেস্টার (১৩) | ||
মাঠ | নামিবিয়া স্বাধীনতা স্টেডিয়াম | ||
ফিফা কোড | NAM | ||
ওয়েবসাইট | nfa | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৫ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৬৮ (নভেম্বর ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ১৬৭ (জুলাই ২০০৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১০৮ ৬ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ১০০ (সেপ্টেম্বর ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ১৬৫ (জুলাই ২০০৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
দক্ষিণ-পশ্চিম আফ্রিকা ০–১ অ্যাঙ্গোলা (নামিবিয়া; ১৬ মে ১৯৮৯) | |||
বৃহত্তম জয় | |||
নামিবিয়া ৮–২ বেনিন (উইন্ডহোক, নামিবিয়া; ১৫ জুলাই ২০০০) নামিবিয়া ৬–০ বতসোয়ানা (উইন্ডহোক, নামিবিয়া; ২৫ আগস্ট ১৯৯৬) | |||
বৃহত্তম পরাজয় | |||
মিশর ৭–১ নামিবিয়া (কায়রো, মিশর; ৮ নভেম্বর ১৯৯৬) মিশর ৮–২ নামিবিয়া (আলেকজান্দ্রিয়া, মিশর; ১৩ জুলাই ২০০১) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ৩ (১৯৯৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৯৮, ২০০৮, ২০১৯) |
২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নামিবিয়া স্বাধীনতা স্টেডিয়ামে সাহসী যোদ্ধা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ববি সামারিয়া এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তেরেঙ্গানুর মধ্যমাঠের খেলোয়াড় পেত্রাস শিতেম্বি।
নামিবিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে নামিবিয়া এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।
রবার্ট নাওসেব, পেত্রাস শিতেম্বি, রিকার্দো মানেত্তি, রুডলফ বেস্টার এবং উইলকো রিসারের মতো খেলোয়াড়গণ নামিবিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে নামিবিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৮তম) অর্জন করে এবং ২০০৬ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৬৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নামিবিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১০০তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৩ | থাইল্যান্ড | ১১৭৬.৭৫ | |
১১৪ | আজারবাইজান | ১১৭৪.২২ | |
১১৫ | নামিবিয়া | ১১৬৮.৩৮ | |
১১৬ | উত্তর কোরিয়া | ১১৬৮.১২ | |
১১৭ | অ্যাঙ্গোলা | ১১৬৮.০৫ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১০৬ | ৯ | গাম্বিয়া | ১৩৯৯ |
১০৭ | ১১ | লিবিয়া | ১৩৯৭ |
১০৮ | ৬ | নামিবিয়া | ১৩৮৮ |
১০৯ | ২১ | টোগো | ১৩৮৪ |
১১০ | থাইল্যান্ড | ১৩৮১ |
প্রতিযোগিতামূলক তথ্য
সম্পাদনাফিফা বিশ্বকাপ
সম্পাদনাফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ০ | ৪ | ০ | ১২ | ||||||||
১৯৯৮ | ৮ | ২ | ২ | ৪ | ৯ | ১৮ | |||||||||
২০০২ | ১০ | ১ | ৩ | ৬ | ৭ | ২৭ | |||||||||
২০০৬ | ২ | ০ | ১ | ১ | ১ | ৪ | |||||||||
২০১০ | ৬ | ২ | ০ | ৪ | ৭ | ১২ | |||||||||
২০১৪ | ৮ | ৩ | ২ | ৩ | ১০ | ৪ | |||||||||
২০১৮ | ৪ | ১ | ১ | ২ | ৩ | ৫ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৪২ | ৯ | ৯ | ২৪ | ৩৭ | ৮২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ "Namibian football on the rise – ESPN FC"। Soccernet.espn.go.com। ২০১৭-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০২।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ নামিবিয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ এপ্রিল ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ নামিবিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি)