নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

নামিবিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Namibia Football Association; এছাড়াও সংক্ষেপে এনএফএ নামে পরিচিত) হচ্ছে নামিবিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অবস্থিত।

নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৯০; ৩৪ বছর আগে (1990)[১]
সদর দপ্তরউইন্ডহোক, নামিবিয়া
ফিফা অধিভুক্তি১৯৯২[১]
ক্যাফ অধিভুক্তি
  • ১৯৯০ (সহযোগী সদস্য)[২]
  • ১৯৯২
সভাপতিনামিবিয়া রাঙ্গা হাইকালি
সহ-সভাপতিনামিবিয়া রুডলফ হাইঙ্গুরা
ওয়েবসাইটnfa.org.na

এই সংস্থাটি নামিবিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নামিবিয়া প্রিমিয়ার লীগ, নামিবিয়া নারী সুপার লীগ এবং নামিবিয়া এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রাঙ্গা হাইকালি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফ্রাঁকো কোসমোস।

কর্মকর্তা সম্পাদনা

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি রাঙ্গা হাইকালি
সহ-সভাপতি রুডলফ হাইঙ্গুরা
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ্রাঁকো কোসমোস
কোষাধ্যক্ষ মারিয়াম জিভিকুয়া
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক দান কামাতি
প্রযুক্তিগত পরিচালক জ্যাকলিন শিপাঙ্গা
ফুটসাল সমন্বয়কারী তিতুস কুনামুয়েনে
জাতীয় দলের কোচ (পুরুষ) ববি সামারিয়া
জাতীয় দলের কোচ (নারী) উয়েরিকন্দজেরা কাসাওনা
রেফারি সমন্বয়কারী আবসালম গোসেব

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD

বহিঃসংযোগ সম্পাদনা