দক্ষিণ সুদান জাতীয় ফুটবল দল
দক্ষিণ সুদান জাতীয় ফুটবল দল (ইংরেজি: South Sudan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ সুদানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম দক্ষিণ সুদানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৩] ২০১২ সালের ১০ই জুলাই তারিখে, দক্ষিণ সুদান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; দক্ষিণ সুদানের জুবায় অনুষ্ঠিত দক্ষিণ সুদান এবং উগান্ডার মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।
![]() | |||
ডাকনাম | উজ্জ্বল তারা | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | বেসং আশু | ||
অধিনায়ক | জুমা জেনারো | ||
সর্বাধিক ম্যাচ | জুমা জেনারো (২৮) | ||
শীর্ষ গোলদাতা | জেমস মোগা (৬) | ||
মাঠ | জুবা স্টেডিয়াম | ||
ফিফা কোড | SSD | ||
ওয়েবসাইট | ssfaonline | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৬৭ ![]() | ||
সর্বোচ্চ | ১৩৪ (নভেম্বর ২০১৫) | ||
সর্বনিম্ন | ২০৫ (সেপ্টেম্বর ২০১৩) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৭৮ ![]() | ||
সর্বোচ্চ | ১৭১ (২০১৬) | ||
সর্বনিম্ন | ১৮৮ (নভেম্বর ২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (জুবা, দক্ষিণ সুদান; ১০ জুলাই ২০১২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (জুবা, দক্ষিণ সুদান; ২৮ মার্চ ২০১৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (মাপুতো, মোজাম্বিক; ১৮ মে ২০১৪) |
৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জুবা স্টেডিয়ামে উজ্জ্বল তারা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় দক্ষিণ সুদানের রাজধানী জুবায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বেসং আশু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল ওয়াদির গোলরক্ষক জুমা জেনারো।
দক্ষিণ সুদান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও দক্ষিণ সুদান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
দোমিনিক আবুই, জুমা জেনারো, জাকারিয়া বেনাসিও আকোল, জেমস মোগা এবং জোসেফ কুচের মতো খেলোয়াড়গণ দক্ষিণ সুদানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে দক্ষিণ সুদান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩৪তম) অর্জন করে এবং ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে দক্ষিণ সুদানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭১তম (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৬৫ | ভানুয়াতু | ৯৮৬.৪৪ | |
১৬৬ | ১ | বার্বাডোস | ৯৮৪.০৫ |
১৬৭ | ১ | দক্ষিণ সুদান | ৯৮৩.৩৫ |
১৬৮ | ১ | গায়ানা | ৯৮১.৬৯ |
১৬৯ | ১ | ফিজি | ৯৮০.৪৮ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭৬ | ১৮ | গ্রেনাডা | ১১২৭ |
১৭৭ | ৩ | বেলিজ | ১১০৯ |
১৭৮ | ৪ | দক্ষিণ সুদান | ১১০৭ |
১৭৯ | ৭ | ফিলিপাইন | ১০৯২ |
১৮০ | ৩ | সাঁউ তুমি ও প্রিন্সিপি | ১০৮৭ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | সুদানের অংশ ছিল | সুদানের অংশ ছিল | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | |||||||||||||||
২০০২ | |||||||||||||||
২০০৬ | |||||||||||||||
২০১০ | |||||||||||||||
২০১৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ১ | ৫ | ||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ২ | ০ | ১ | ১ | ১ | ৫ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ Okinyo, Collins (৯ মে ২০১২)। "Cecafa welcomes South Sudan"। SuperSport.com। সংগ্রহের তারিখ ৯ মে ২০১২।
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ দক্ষিণ সুদান জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ দক্ষিণ সুদান জাতীয় ফুটবল দল (ইংরেজি)