জুবা

দক্ষিণ সুদান প্রজাতন্ত্রের রাজধানী

জুবা (ইংরেজি: Juba; /ˈbə/) দক্ষিণ সুদানের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর। এটি দেশটির সেন্ট্রাল ইকুএশেরিয়া নামক একটি প্রদেশেরও রাজধানী। এই শহরটি শ্বেত নীল নদের তীরে অবস্থিত।

জুবা
রাজধানী
উপর থেকে, বাম থেকে ডানে:
জুবার দৃশ্য, জন গারং সমাধি স্কোয়ার, এরিয়াল ভিউ, জাতিসংঘ (ইউটায়ের) বোয়িং ৭৩৭, জুবায় শ্বেত নীল নদ
জুবার পতাকা
পতাকা
জুবা দক্ষিণ সুদান-এ অবস্থিত
জুবা
জুবা
দক্ষিণ সুদানের মানচিত্রে জুবা।
স্থানাঙ্ক: ৪°৫১′ উত্তর ৩১°৩৬′ পূর্ব / ৪.৮৫০° উত্তর ৩১.৬০০° পূর্ব / 4.850; 31.600
দেশ দক্ষিণ সুদান
প্রদেশসেন্ট্রাল ইকুএশেরিয়া
কাউন্টিজুবা কাউন্টি
প্রতিষ্ঠিত১৯২২
সরকার
 • ধরনমেয়র কাউন্সিল সরকার
 • মেয়রমোহাম্মেদ এল হাজ বাবালা
উচ্চতা৫৫০ মিটার (১,৮০০ ফুট)
জনসংখ্যা (২০১১-এর আদমশুমারি)
 • মোট৩,৭২,৪১০
সময় অঞ্চলইএটি (ইউটিসি+২)

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শহরটির জনসংখ্যা তিন লাখ বাহাত্তুর হাজার চারশত দশ।[১]

ইতিহাস সম্পাদনা

ঐতিহাসিক অবস্থান

  Anglo-Egyptian Sudan ১৮৯৯-১৮৫৬
  সুদান ১৯৫৬-২০১১
  দক্ষিণ সুদান ২০১১-বর্তমান

পদটীকা সম্পাদনা

  1. "Estimated Population in 2011" (ইংরেজি ভাষায়)। Wolframalpha.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩