তাইফ
তাইফ (আরবিঃالطائف Ta'if) হলো সৌদি আরবের মক্কা প্রদেশের সারাওয়াত পর্বতমালার ১৮৭৯ মিঃ(৬১৩৫ ফুট) গড় উচ্চতাবিশিষ্ট খাড়াইয়ের উপর অবস্থিত একটি শহর।এটি একটি বেসরকারি গ্রীষ্মকালিন রাজধানী এবং এতে বসবাসকারি লোকসংখ্যার পরিমাণ ১২ লক্ষ।এই শহরটি একটি কৃষি এলাকা।কৃষিকাজের মধ্যে উল্লেখযোগ্য হলো ,আঙ্গুর,ডালিম,ডুমুর,গোলাপ,এবং মধুর চাষাবাদ।
তাইফ الطائف | |
---|---|
শহর | |
![]() তাইফ আকাশসীমা | |
ডাকনাম: গোলাপের শহর | |
সৌদি আরবে অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৬′ উত্তর ৪০°২১′ পূর্ব / ২১.৪৩৩° উত্তর ৪০.৩৫০° পূর্বস্থানাঙ্ক: ২১°২৬′ উত্তর ৪০°২১′ পূর্ব / ২১.৪৩৩° উত্তর ৪০.৩৫০° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | মক্কা |
প্রতিষ্ঠা | খ্রীষ্টপূর্ব ৬ শতাব্দী |
সৌদি আরবে যোগদান | ১৯২৪ |
সরকার | |
• শহর মেয়র | সাদ বিন মিগবেল আলমায়মোনি |
• প্রাদেশিক গভর্নর | খালিদ বিন ফয়সাল আল সৌদ |
আয়তন | |
• মোট | ৩২১ বর্গকিমি (১২৪ বর্গমাইল) |
উচ্চতা | ১,৮৭৯ মিটার (৬,১৬৫ ফুট) |
জনসংখ্যা (২০১০-২০১১) | |
• মোট | ১২,৮১,৬১৩ |
• জনঘনত্ব | ১,৬২৩/বর্গকিমি (৪,২৩৮/বর্গমাইল) |
তাইফ শহরের আদমশুমারি | |
সময় অঞ্চল | আরবীয় প্রমাণ সময় (ইউটিসি+3) |
পোস্টাল কোড | (৫ অঙ্ক) |
এলাকা কোড | +৯৬৬-২ |
ওয়েবসাইট | http://www.taifcity.gov.sa |