আরব উপদ্বীপ
আরব উপদ্বীপ (আরবি: شبه الجزيرة العربية শিভ আল-জাযিরাত আল-ʻআরাবীয়া অথবা جزيرة العرب জাযিরাত আল-ʻআরাব) আরব নামেও পরিচিত, এটি পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ, যা আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত। এটি এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত এবং এটি অঢেল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপদ্বীপটি বর্তমানের অবস্থায় এসেছে ৫ থেকে ২ কোটি বছর আগে চলা লোহিত সাগরের ফাটলের ফলে। আরব উপদ্বীপের জল সীমান্তের পশ্চিমে রয়েছে লোহিত সাগর, উত্তর-পূর্বে রয়ছে পারস্য উপসাগর ও দক্ষিণ-পূর্বে রয়েছে ভারত মহাসাগর।
আয়তন | ৩.২ মিলিয়ন কি.মি.২ (১.২৫ মিলিয়ন মাইল২) |
---|---|
জনসংখ্যা | ৭৭,৯৮৩,৯৩৬ |
জাতীয়তাসূচক বিশেষণ | আরব |
দেশসমূহ | বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন |
এই উপদ্বীপে অবস্থিত দেশসমূহের মধ্যে রয়েছে সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ও ইয়েমেন।
ভূপ্রকৃতি
সম্পাদনাভূতাত্ত্বিকের মতে,সাহারার কিছু অংশ এবং এশিয়ার যে মরুতট মধ্য পারস্য ও গোবী মরুভূমির ভিতর দিয়ে গেছে তা আরবের অন্তর্গত ছিল। আরব উপদ্বীপটি পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর ও মেসোপটেমীয় নিম্নভূমির দিকে ঢালু হয়ে নেমে গেছে। এ আরব পর্বতমালা উচ্চভূমি,মরুভূমি ও নিন্মভূমি নিয়ে গঠিত। এ আরবের প্রায় এক-তৃতীয়াংশ শুষ্ক বালুকাপূর্ণ ঊষর মরুভূমি। এ মরুভূমি অঞ্চলকে ভূপ্রকৃতির তারতম্যানুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন- আন নুফুদ, আন দাহনা, আন হাররাহ্। ১।আন-নুফুদঃ আন-নুফুদ মরুভূমি সমগ্র উত্তর আরব জুড়ে অবস্থিত। আন-নুফুদ সাদা বা লালচে বালুকাযুক্ত অঞ্চল। আন-নুফুদের প্রাচীন নাম আল হাদিয়া। আন-নুফুদের কিছু অংশ মরূদ্যান হলেও সমস্ত অঞ্চল ঊষর,। আর এ কারণেই শীতে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ায় আন-নুফুদ যাযাবর বেদুইনদের চারণভূমিতে পরিণত হয়। ২।আন- দাহনাঃ আন- দাহনা অর্থ হলো লালভূমি। এ অঞ্চলটি লোহিত বালুকাময় মরুভূমি নিয়ে গঠিত। উত্তরে নুফুদ হতে দক্ষিণে আল রাব আল খালি পর্যন্ত ৬০০ মাইল এলাকা নিয়ে বিস্তৃত। এর পশ্চিম অংশ আল আহ্কাফ নামে পরিচিত।গ্রীষ্মকালে এ অঞ্চলটি শুষ্ক থাকে। ৩। আন-দাহনাঃ আরব উপদ্বীপের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত ঢেউতোলা ও বিদীর্ণ লাভায় ঢাকা বেলে পাথরযুক্ত অঞ্চল হলো আন- দাহনা। অগ্ন্যুৎপাতের জন্য এখানে প্রচুর ফাটল দোখায় যায়।
ইতিহাস
সম্পাদনাইসলামের সূচনা
সম্পাদনাহযরত মোহাম্মদ সঃ
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- High resolution scan of old map of Arabia
- The Coast of Arabia the Red Sea, and Persian Sea of Bassora Past the Straits of Hormuz to India, Gujarat and Cape Comorin from the World Digital Library, depicts a map from 1707.
- Robert Alexander Wahab; Griffithes Wheeler Thatcher; Michael Jan de Goeje (১৯১১)। "Arabia"। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)।
- Travels in Arabia, 1892