উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়

সৌদি আরবের একটি সরকারি বিশ্ববিদ্যালয়

টেমপ্লেট:আহলুস সুন্নাহ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (UQU) (আরবি: جامعة أم القرى‎‎ Jāmiʿat ʾUmm Al-Qurā) সৌদিআরব এর ইসলামিক সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় নামকরণ এর আগে ১৯৪৯ সালে শরীয়া (ইসলামিক আইন) কলেজ হিসাবে পরিচালিত হয়। ১৯৮১ সালে একে বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা হয় এবং নামকরণ করা হয় উম্মুল কুরা। [১]

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
Umm Al-Qura University
جامعة أم القرى
Jāmiʿah ʾUmm Al-Qurā
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়.png
নীতিবাক্যশিক্ষার মর্যাদা, স্থানের মহত্ব।
ধরনসরকারি
স্থাপিত১৯৪৯ (কলেজ), ১৯৮১ (বিশ্ববিদ্যালয়)
বাজেটরিয়াল৩.৫ বিলিয়ন
রেক্টরড.মিইদ্দী আলু মিযহিব।
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫,০০০
স্নাতক১০০,০০০+
স্নাতকোত্তর১০,০০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনআবিদিয়া (মক্কা), আজিজিয়া (মক্কা), আল জাহির (মক্কা), আল-লিস, আল-কুনফুজা,জুম্মুম।
ওয়েবসাইটwww.uqu.edu.sa

শুরুর দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে ইসলামী আইন এবং আরবি ভাষা অধ্যয়নের ডিগ্রি প্রদান করত।এখন প্রযুক্তি ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ইসলামিক ইকোনমিকস, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিসিন, এডুকেশন, আর্কিটেকচার, অ্যাপ্লাইড, সোশ্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মতো বিভিন্ন বিষয়ে আরও কোর্স করা হয়ে থাকে। ২০১৫ সালে, বার্ষিক বাজেট ছিল ৩ বিলিয়ন রিয়াল।

ইতিহাসসম্পাদনা

এটি বাদসাহ আবদুল আজিজ ইবনে সৌদ প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময় মক্কাতে এটিই ছিলো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮১ সালে এটিকে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করে।

অনুষদসম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক কলেজ রয়েছে কলেজ এর অধীনে একাধিক অনুষদ রয়েছে।

দাওয়া অ্যন্ড উসুলে দ্বীন অনুষদসম্পাদনা

  • আকিদাহ বিভাগ
  • দাওয়া এবং উসুলে দ্বীন বিভাগ
  • কিতাব এবং সুন্নাহ বিভাগ
  • ক্বিরাত বিভাগ

আরবি ভাষা অনুষদসম্পাদনা

  • আরবি ভাষা এবং ব্যাকরন বিভাগ
  • বক্তিতা এবং সমালোচনা বিভাগ
  • আরবি সাহিত্য বিভাগ
  • ভাষা ও ইসলামি সংস্কৃত বিভাগ

ব্যবসা অনুষদসম্পাদনা

  • ব্যবসা বিভাগ
  • ব্যাবস্থাপনা বিভাগ
  • তথ্য ব্যাবস্থাপনা বিভাগ
  • ব্যবসা ব্যাবস্থাপনা বিভাগ

এডুকেশন অনুষদসম্পাদনা

  • ইসলামিক শিক্ষা বিভাগ
  • চারুকলা ও টিচিং মেথড বিভাগ
  • ফিলোসপি বিভাগ
  • কলা শিক্ষা বিভাগ
  • শারীরিক শিক্ষা বিভাগ
  • নার্সিং বিভাগ
  • শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা বিভাগ

ফলিত রসায়ন অনুষদসম্পাদনা

  • পদার্থ বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিভাগ
  • জীববিজ্ঞান বিভাগ

সামাজিক বিজ্ঞান অনুষদসম্পাদনা

  • ভূগোল বিভাগ
  • ইংরেজি ভাষা বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • তথ্য বিজ্ঞান বিভাগ
  • ইসলামি মিডিয়া বিভাগ

প্রকৌশলী এবং ইসলামিক স্থাপত্য অনুষদসম্পাদনা

  • ইসলামিক স্থাপত্য বিভাগ
  • তড়িৎ প্রকৌশলী বিভাগ
  • যন্ত্র প্রকৌশলী বিভাগ
  • সিভিল প্রকৌশলী বিভাগ
  • কম্পিউটার প্রকৌশলী বিভাগ

দন্তচিকিৎসা অনুষদসম্পাদনা

মেডিসিন অনুষদসম্পাদনা

কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিসটেম অনুষদসম্পাদনা

ফার্মেসী অনুষদসম্পাদনা

ফলিত মেডিকেল বিজ্ঞান অনুষদসম্পাদনা

অধিভুক্তসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "About » Umm Al-Qura University"। ২০০৯-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।