২০১৩–১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
(২০১৩-১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে পুনর্নির্দেশিত)
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৫ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ থেকে ১৪ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩টি টেস্ট ম্যাচ ও ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মোকাবেলা করে।[১]
২০১৩-১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ৫ ফেব্রুয়ারি ২০১৪ – ১৪ মার্চ ২০১৪ | ||
অধিনায়ক | গ্রেইম স্মিথ (টেস্ট) | মাইকেল ক্লার্ক (টেস্ট) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ডেভিড ওয়ার্নার (৫৪৩) | এবি ডি ভিলিয়ার্স (৩৪১) | |
সর্বাধিক উইকেট | মিচেল জনসন (২২) | ডেল স্টেইন (১২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ডেভিড ওয়ার্নার | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (৮২) | অ্যারন ফিঞ্চ (৪৪) | |
সর্বাধিক উইকেট |
ইমরান তাহির জেপি ডুমিনি ওয়েন পারনেল (২) |
গ্লেন ম্যাক্সওয়েল ব্র্যাড হগ (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) |
দলের সদস্য
সম্পাদনাটেস্ট | টি২০আই | ||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা[২] | অস্ট্রেলিয়া[৩] | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া |
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১২-১৬ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে অ্যালেক্স ডুলানের টেস্ট অভিষেক ঘটে।
২য় টেস্ট
সম্পাদনা২০-২৪ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে কুইন্টন ডি ককের টেস্ট অভিষেক ঘটে।
৩য় টেস্ট
সম্পাদনা১-৫ মার্চ, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২য় দিন বৃষ্টি নামে।
- এ টেস্টটি গ্রেইম স্মিথের খেলোয়াড়ী জীবনের সর্বশেষ টেস্ট।
পরিসংখ্যান
সম্পাদনা- ব্যাটিং
- সর্বাধিক রান[৪]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
ডেভিড ওয়ার্নার | ৩ | ৫৪৩ | ৯০.৫০ | ১৪৫ |
এবি ডি ভিলিয়ার্স | ৩ | ৩৪১ | ৫৬.৮৩ | ১১৬ |
স্টিভ স্মিথ | ৩ | ২৬৯ | ৬৭.২৫ | ১০০ |
হাশিম আমলা | ৩ | ২৫৮ | ৫১.৬০ | ১২৭* |
জেপি ডুমিনি | ৩ | ২২৩ | ৪৪.৬০ | ১২৩ |
- বোলিং
- সর্বাধিক উইকেট[৫]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
মিচেল জনসন | ৩ | ২২ | ৩৮২ | ১৭.৩৬ | ৭/৬৮ |
ডেল স্টেইন | ৩ | ১২ | ৩১৭ | ২৬.৪২ | ৪/৫৫ |
রায়ান হ্যারিস | ৩ | ১০ | ৩১৮ | ৩১.৮০ | ৪/৩২ |
নাথান লিওন | ৩ | ৮ | ৩১২ | ৩৯.০০ | ৫/১৩০ |
মরনে মরকেল | ৩ | ৭ | ২৬২ | ৩৭.৪৩ | ৪/৭৩ |
অর্জনসমূহ
সম্পাদনা- দক্ষিণ আফ্রিকা
- হাশিম আমলা ১ম টেস্টের ২য় ইনিংসে ৬,০০০ রান অতিক্রম করেন।
- ১ম টেস্টে ২৮১ রানের ব্যবধানে পরাজয় গত ১৯ টেস্টের মধ্যে প্রথম।[৬]
- এবি ডি ভিলিয়ার্স ২য় টেস্টের ১ম ইনিংসে ব্যক্তিগত ৫১ রানের সময় নিজ বিশ্বরেকর্ডকে আরও সম্প্রসারণ করে নিয়ে যান, যিনি ধারাবাহিকভাবে ১২ টেস্টে কমপক্ষে অর্ধ-শতক করেছেন। এ ইনিংসে তিনি ১৯শ টেস্ট সেঞ্চুরি করেন।[৭]
- এবি ডি ভিলিয়ার্স ২য় টেস্টের ১ম ইনিংসে ৭,০০০ রান অতিক্রম করেন।
- জেপি ডুমিনি ২য় টেস্টের ১ম ইনিংসে তার ৩য় টেস্ট সেঞ্চুরি করেন।
- জেপি ডুমিনি ২য় টেস্টের ১ম ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
- হাশিম আমলা ২য় টেস্টের ২য় ইনিংসে তার ২১শ টেস্ট সেঞ্চুরি করেন।
- জেপি ডুমিনি ৩য় টেস্টের ১ম ইনিংসে তার সেরা বোলিং (৪/৭৩) করেন।[৮]
- অস্ট্রেলিয়া
- শন মার্শ ১ম টেস্টের ১ম ইনিংসে তার ২য় টেস্ট সেঞ্চুরি করেন।
- স্টিভ স্মিথ ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৪র্থ টেস্ট সেঞ্চুরি করেন।
- ডেভিড ওয়ার্নার ১ম টেস্টের ২য় ইনিংসে তার ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেন।
- ডেভিড ওয়ার্নার ১ম টেস্টের ২য় ইনিংসে ২,০০০ রান অতিক্রম করেন।
- মিচেল জনসন ১ম টেস্টে নিজস্ব সেরা ও ১ম অস্ট্রেলীয় হিসেবে ১৯৯১ সালে ব্রুস রিডের পর ১২ উইকেট লাভ করেন।[৬] এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো ১০ উইকেট লাভ করেছেন। ৭ম অস্ট্রেলীয় বোলাররূপে ২৫০তম উইকেট শিকার করেন।
- ১ম টেস্ট জয় ধারাবাহিকভাবে ৬ষ্ঠ টেস্ট বিজয়।
- ক্রিস রজার্স ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৪র্থ টেস্ট সেঞ্চুরি করেন।
- ডেভিড ওয়ার্নার ৩য় টেস্টের ১ম ইনিংসে তার ৭ম টেস্ট সেঞ্চুরি করেন।
- মাইকেল ক্লার্ক ৩য় টেস্টের ১ম ইনিংসে ১০মবারের মতো ১৫০ বা ততোধিক রান করেন যা তার ব্যক্তিগত ২৭শ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে ১৩শ টেস্ট সেঞ্চুরি করেন।[৮]
- ক্রিস রজার্স ৩য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
- ডেভিড ওয়ার্নার ৩য় টেস্টের ২য় ইনিংসে তার ৮ম টেস্ট সেঞ্চুরি করেন।
টুয়েন্টি২০ আন্তর্জাতিক
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ৭ ওভারে নির্ধারণ করা হয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Australia tour of South Africa, 2013/14"। ESPNcricinfo। ৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "Australia in South Africa Test Series, 2013/14: RSA Squad"। ESPNcricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Tour of South Africa (Australia Squad)"। Cricket Australia। ৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Most wickets in series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ ক খ South Africa v Australia, 1st Test, Centurion, 4th day, Johnson's 12 wickets destroy South Africa, espncricinfo, retrieved: 15 February, 2014
- ↑ "De Villiers hundred drives South Africa"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ ক খ "Rain intervenes after Clarke passes 150"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪।