বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট দল ২০০১ সাল থেকে অদ্যাবধি একে-অপরের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে আসছে। দল দুইটি ১৩ জুন, ২০২২ তারিখ পর্যন্ত মোট ২৪টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়। তন্মধ্যে বাংলাদেশ ১টি টেস্টেই জয়লাভ করতে সক্ষম হয় ও ৫টি টেস্টে ড্র করেছে। বাদবাকী ১৮টি খেলাতেই শ্রীলঙ্কা দল জয়ী হয়।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
দলসমূহবাংলাদেশ বাংলাদেশ
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
প্রথম সাক্ষাৎ৬-১০ সেপ্টেম্বর, ২০০১; সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠ, কলম্বো
সর্বশেষ সাক্ষাৎ২৩-২৭ মে, ২০২২; শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
পরিসংখ্যান
মোট সাক্ষাৎ২৪
সর্বাধিক জয়শ্রীলঙ্কা (১৮-১-৫)
বৃহত্তম জয়শ্রীলঙ্কা: ইনিংস ও ২৪৮ রানে বিজয়ী; ২৭-৩০ জানুয়ারি, ২০১৪; শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
বাংলাদেশ: ৪ উইকেটে বিজয়ী; ১৫–১৯ মার্চ ২০১৭; পি সারাভানামুত্তু স্টেডিয়াম, কলম্বো

সংক্ষিপ্ত ফলাফল সম্পাদনা

সর্বমোট বাংলাদেশের জয় শ্রীলঙ্কার জয় ড্র
বাংলাদেশে অনুষ্ঠিত ১০
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ১৪ ১১
সর্বমোট ২৪ ১৮

টেস্টের তালিকা সম্পাদনা

১৬ জুলাই, ২০১৪ইং তারিখ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের তালিকা নিম্নরূপ:[১]

ক্রমিক নং তারিখ বিজয়ী দল ফলাফল স্থান ম্যান অব দ্য ম্যাচ
৬-৮ সেপ্টেম্বর, ২০০১   শ্রীলঙ্কা ইনিংস ও ১৩৭ রানে বিজয়ী সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠ, কলম্বো মোহাম্মদ আশরাফুলমুত্তিয়া মুরালিধরন
২১-২৩ জুলাই, ২০০২   শ্রীলঙ্কা ইনিংস ও ১৯৬ রানে বিজয়ী পি সারাভানামুত্তু স্টেডিয়াম, কলম্বো মুত্তিয়া মুরালিধরন
২৮-৩১ জুলাই, ২০০২   শ্রীলঙ্কা ২৮৮ রানে বিজয়ী সিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো মাইকেল ভ্যানডর্ট
১২-১৪ সেপ্টেম্বর, ২০০৫   শ্রীলঙ্কা ইনিংস ও ৯৬ রানে বিজয়ী রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো মুত্তিয়া মুরালিধরন
২০-২২ সেপ্টেম্বর, ২০০৫   শ্রীলঙ্কা ইনিংস ও ৬৯ রানে বিজয়ী পি সারাভানামুত্তু স্টেডিয়াম, কলম্বো থিলান সামারাবীরা
২৮ ফেব্রুয়ারি-৩ মার্চ, ২০০৬   শ্রীলঙ্কা ৮ উইকেটে বিজয়ী চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম মোহাম্মদ আশরাফুল
৮-১১ মার্চ, ২০০৬   শ্রীলঙ্কা ১০ উইকেটে বিজয়ী শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া উপুল থারাঙ্গা
২৫-২৮ জুন, ২০০৭   শ্রীলঙ্কা ইনিংস ও ২৩৪ রানে বিজয়ী সিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো মুত্তিয়া মুরালিধরন
৩-৫ জুলাই, ২০০৭   শ্রীলঙ্কা ইনিংস ও ৯০ রানে বিজয়ী পি সারাভানামুত্তু স্টেডিয়াম, কলম্বো কুমার সাঙ্গাকারা
১০ ১১-১৪ জুলাই, ২০০৭   শ্রীলঙ্কা ইনিংস ও ১৯৩ রানে বিজয়ী আসগারিয়া স্টেডিয়াম, ক্যান্ডি মুত্তিয়া মুরালিধরন
১১ ২৬-৩১ ডিসেম্বর, ২০০৮   শ্রীলঙ্কা ১০৭ রানে বিজয়ী শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর সাকিব আল হাসান
১২ ৩-৭ জানুয়ারি, ২০০৯   শ্রীলঙ্কা ৪৬৫ রানে বিজয়ী চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম তিলকরত্নে দিলশান
১৩ ৮-১২ মার্চ, ২০১৩ - ড্র গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল মুশফিকুর রহিম
১৪ ১৬-১৯ মার্চ, ২০১৩   শ্রীলঙ্কা ৭ উইকেটে বিজয়ী রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো রঙ্গনা হেরাথ
১৫ ২৭-৩০ জানুয়ারি, ২০১৪   শ্রীলঙ্কা ইনিংস ও ২৪৮ রানে বিজয়ী শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর মাহেলা জয়াবর্ধনে
১৬ ৪-৮ ফেব্রুয়ারি, ২০১৪ - ড্র জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম কুমার সাঙ্গাকারা
১৭ ৭–১১ মার্চ ২০১৭   শ্রীলঙ্কা ২৫৯ রানে বিজয়ী গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল কুশল মেন্ডিস
১৮ ১৫–১৯ মার্চ ২০১৭   বাংলাদেশ ৪ উইকেটে বিজয়ী পি সারাভানামুত্তু স্টেডিয়াম, কলম্বো তামিম ইকবাল
১৯ ৩১ জানুয়ারি–৪ ফেব্রুয়ারি ২০১৮ - ড্র জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম মমিনুল হক
২০ ৮–১২ ফেব্রুয়ারি ২০১৮   শ্রীলঙ্কা ২১৫ রানে বিজয়ী শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর রোশেন সিলভা
২১ ২১–২৫ এপ্রিল ২০২১ - ড্র পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি দিমুথ করুনারত্নে
২২ ২৯ এপ্রিল–৩ মে ২০২১   শ্রীলঙ্কা ২০৯ রানে জয়ী পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি প্রবীন জয়াবিক্রমা
২৩ ১৫–১৯ মে ২০২২ - ড্র জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম অ্যাঞ্জেলো ম্যাথিউস
২৪ ২৩–২৭ মে ২০২২   শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর অসিতা ফার্নান্দো

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:বাংলাদেশের টেস্ট হেড-টু-হেড রেকর্ড