শহীদ চান্দু স্টেডিয়াম
শহীদ চান্দু স্টেডিয়াম, এটির পূর্বের নাম ছিল বগুড়া বিভাগীয় স্টেডিয়াম। বগুড়া জেলার উত্তরপশ্চিমস্থ প্রান্তে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় এটির অবস্থান[২]। ১৯৭৩ সালে বগুড়ার মুক্তিযোদ্ধা মাছুদুল আলম খানের (চান্দু) নামানুসারে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামটিকে “শহীদ চান্দু স্টেডিয়াম” নামে নামকরণ করে।
বগুড়া স্টেডিয়াম | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | বগুড়া |
দেশ | বাংলাদেশ |
প্রতিষ্ঠা | ২০০২ |
ধারণক্ষমতা | ১৫,০০০[১] |
স্বত্ত্বাধিকারী | রাজশাহী বিভাগ |
পরিচালক | বাংলাদেশ, রাজশাহী বিভাগ |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
একমাত্র পুরুষ টেস্ট | ৮ মার্চ - ১১ মার্চ ২০০৬: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
প্রথম পুরুষ ওডিআই | ২০ ফেব্রুয়ারি ২০০৬: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
সর্বশেষ পুরুষ ওডিআই | ৫ ডিসেম্বর ২০০৬: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে |
৩০ জুন ২০০৯ অনুযায়ী উৎস: শহীদ চান্দু স্টেডিয়াম, ইএসপিএন ক্রিকইনফো |
এই স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এছাড়া এই স্টেডিয়ামে হওয়া পাঁচটি ওয়ানডের মধ্যে চারটিতেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় পায়। যেটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এরপর জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ।
বর্তমানে অযাচিত কারণে উক্ত শহীদ চান্দু স্টেডিয়ামটিতে প্রায় দীর্ঘ ১১ বছর ধরে আন্তর্জাতিক মানের খেলা বন্ধ থাকলেও বাংলাদেশের বিভিন্ন লীগের খেলা গড়ায় ।
রেকর্ডে বাংলাদেশের প্রথম তিন শতকের রানে পৌঁছায় এর মাঠেই। কেনিয়ার বিপক্ষে ৫০ ওভার পূর্তির শেষ বলে মাশরাফির ছক্কায় ৩০০ রানের স্বাদ গ্রহণ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। উক্ত ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে।
২০১৩ সালে ৩৩তম জাতীয় চ্যাম্পিয়নশিপ-এর ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়[৩]।
ভেন্যু প্রত্যাহার
সম্পাদনা২ মার্চ ২০২৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেওয়া একটি চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে মাঠ হস্তান্তরের কথা জানায় বিসিবি। একইসঙ্গে স্টেডিয়ামে থাকা বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় বদলি করেছে বিসিবি।[৪][৫] বিসিবির এই সিদ্ধান্তর প্রতিবাদে আন্দোলন করছে বগুড়াবাসী।[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "World Stadiums - Stadiums in Bangladesh"। ২০২০-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল স্টেডিয়াম"। Bangla Tribune। ২০১৯-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬।
- ↑ "মাঠ সংকটে নারায়ণগঞ্জ | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হঠাৎ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 'বন্ধ' – DW – 03.03.2023"। dw.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
- ↑ "বগুড়া স্টেডিয়ামে হবে না বিসিবি'র কোনোও ম্যাচ!"। bbarta24.net। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
- ↑ প্রতিনিধি, বগুড়া। "শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহারে প্রতিবাদ, মানববন্ধন"। bdnews24। ২০২৩-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
বাংলাদেশের ক্রীড়া মাঠ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |