বিধানচন্দ্র রায় ট্রফি

জুনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ,[১] বিসি রায় ট্রফি বা বিধানচন্দ্র রায় ট্রফি নামেও পরিচিত, হল একটি ভারতীয় ফুটবল টুর্নামেন্ট, যা ১৯ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) অধীনে ভারতের রাজ্য ফুটবল সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী দল। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্মরণে ট্রফি উপস্থাপনের সহিত টুর্নামেন্টটি ১৯৬২ খ্রিস্টাব্দে এআইএফএফ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২]

জুনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)
অঞ্চলভারত
দলের সংখ্যা৩৬
বর্তমান চ্যাম্পিয়নমিজোরাম (২য় শিরোপা)
সবচেয়ে সফল দলপশ্চিমবঙ্গ
(১৮টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকস্পোর্টসকেপিআই (ইউটিউব)
ওয়েবসাইটদ্য-এআইএফএফ.কম/জুনিয়র-এনএফসি
২০২৩–২৪

ফলাফল সম্পাদনা

নীচে চ্যাম্পিয়নশিপের বিজয়ী এবং রানার্স-আপ দলের তালিকা রয়েছে:[২]

মৌসুম আয়োজক বিজয় ফলাফল রানার্স-আপ
১৯৬২ বার্ণপুর বাংলা ৫–০ উড়িষ্যা
১৯৬৩ এলাহাবাদ দিল্লি এবং মহীশূর (যুগ্ম বিজয়ী) – ২–২
১৯৬৪ আজমীর রাজস্থান ৩–১ আসাম
১৯৬৫ কটক দিল্লি ১–০ অন্ধ্রপ্রদেশ
১৯৬৬ ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ ২-০ মহীশূর
১৯৬৭ কোঝিকোড় বাংলা ১–১, ২–০ মহারাষ্ট্র
১৯৬৮ জবলপুর বাংলা ২–০ অন্ধ্রপ্রদেশ
১৯৬৯ কটক উড়িষ্যা এবং কেরালা (যুগ্ম বিজয়ী)–
০–০
১৯৭০ যোরহাট বাংলা ২-০ আসাম
১৯৭২ কুইলন কেরালা ৪–০ কর্ণাটক
১৯৭৩ কৃষ্ণনগর কেরালা ২–০ অন্ধ্রপ্রদেশ
১৯৭৪ কোয়েম্বাটুর বাংলা ১–০ কেরালা
১৯৭৫ ইম্ফল বাংলা ১–০ কেরালা
১৯৭৬ শ্রীনগর অন্ধ্রপ্রদেশ ১–০ বাংলা
১৯৭৭ কটক বাংলা ১–০ উড়িষ্যা
১৯৭৮ আগরতলা বাংলা ২–১ অন্ধ্রপ্রদেশ
১৯৭৯ কটক কর্ণাটক ১-০ অন্ধ্রপ্রদেশ
১৯৮০ এর্নাকুলাম গোয়া ২–০ কেরালা
১৯৮১ আগরতলা বাংলা এবং রেলওয়ে (যুগ্ম বিজয়ী)–
০–০
১৯৮২ পন্ডিচেরি বাংলা ১–০ কেরালা
১৯৮৩ গোয়া গোয়া ২-০ পাঞ্জাব
১৯৮৪ যোরহাট বাংলা (৪–৩ পে.) গোয়া
১৯৮৫ আগরতলা বাংলা ৩–১ আসাম
১৯৮৬ কোয়েম্বাটুর পাঞ্জাব (৫–৪ পে.) কেরালা
১৯৮৮ ডিব্রুগড় বাংলা ২–০ রেলওয়ে
১৯৮৮ পালঘাট রেলওয়ে ১–০ বাংলা
১৯৮৯ শিলং রেলওয়ে এবং মেঘালয় (যুগ্ম বিজয়ী)–
০–০
১৯৯০ সম্বলপুর বাংলা ২–১ গোয়া
১৯৯২ আইজল কর্ণাটক ০–০ (৫–৩ পে.) মণিপুর
১৯৯৩ জম্মু পাঞ্জাব (৪–২ পে.) অন্ধ্রপ্রদেশ
১৯৯৪-৯৫ শিলং বাংলা ২–০ পাঞ্জাব
১৯৯৫-৯৬ মেদিনীপুর বাংলা ৪–০ মিজোরাম
১৯৯৬-৯৭ মান্ডি বিহার ০–০ (৫–৪ পে.) আসাম
১৯৯৮-৯৯ ইম্ফল মণিপুর ৪-১ সিকিম
১৯৯৯-০০ বেঙ্গালুরু মণিপুর ১–০ (এ.এস.ডি.ই.টি.) বাংলা
২০০০-০১ তিরুবনন্তপুরম বিহার ৩–১ মণিপুর
২০০১-০২ জয়পুর/যোধপুর পাঞ্জাব ১–০ গোয়া
২০০২–০৩ ত্রিশূর কর্ণাটক ১–০ (এ.এস.ডি.ই.টি.) গোয়া
২০০৩-০৪ গিরিডি বাংলা ২–০ কর্ণাটক
২০০৪-০৫ আইজল ঝাড়খণ্ড ২–১ মণিপুর
২০০৫-০৬ বারাণসী ঝাড়খণ্ড ১–১ (৪–২ পে.) গোয়া
২০০৬-০৭ ভিলাই ঝাড়খণ্ড ১–১, ১–০ (অ.স.প.) পশ্চিমবঙ্গ
২০০৭-০৮ গুরগাঁও/ফরিদাবাদ হরিয়ানা ১–০ পশ্চিমবঙ্গ
২০০৮-০৯ ভিলাই ঝাড়খণ্ড ২–১ মণিপুর
২০০৯-১০ কলকাতা চণ্ডীগড় ১–১ (৬–৫ পে.) পশ্চিমবঙ্গ
২০১০-১১ কলকাতা চণ্ডীগড় ১–১ (৬–৫ পে.) পশ্চিমবঙ্গ
২০১৫-১৬ হোশিয়ারপুর পাঞ্জাব ১–১ (৪–২ পে.) মিজোরাম
২০১৬-১৭ ভিলাই পাঞ্জাব ৩–০ মিজোরাম
২০১৭-১৮ হোশিয়ারপুর উত্তরপ্রদেশ ১-০ পশ্চিমবঙ্গ
২০১৮-১৯ কটক মিজোরাম ১-০ পাঞ্জাব
২০১৯-২০ শিলং মিজোরাম ১–১ (৫–৪ পে.) পাঞ্জাব

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hero Junior NFC"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫ 
  2. "List of Winners/Runners-Up of the Dr. B.C. Roy Trophy (Under-19)"। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • "Karnataka regains B.C. Roy Trophy"The Hindu। ১১ জানুয়ারি ২০১০। ১৪ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩ 
  • "Dr. B.C. Roy Trophy from Jan. 18"The Hindu। ১৪ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০০৭ 
  • "Bengal claim title"The Indian Express। ৪ আগস্ট ১৯৯১। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩