সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি: All India Football Federation; এছাড়াও সংক্ষেপে এআইএফএফ নামে পরিচিত) হচ্ছে ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[২] এই সংস্থাটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত।
এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ২৩ জুন ১৯৩৭[১] |
সদর দপ্তর | নতুন দিল্লি, ভারত |
ফিফা অধিভুক্তি | ১৯৪৮[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি ভারতের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইন্ডিয়ান সুপার লীগ, আই-লিগ এবং ভারতীয় নারী লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রফুল প্যাটেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কুশল দাস।
ইতিহাসসম্পাদনা
১৯৯৬ সালে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল লীগ নামে প্রথম একটি জাতীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। পরবর্তীতে ২০০৭ সালে জাতীয় ফুটবল লীগকে পেশাদার ফুটবল লীগ হিসেবে প্রতিষ্ঠিত করে আই-লিগ নামে পরিবর্তন করে।
পুরস্কারসম্পাদনা
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে, এফআইসিসিআই কর্তৃক শ্রেষ্ঠ জাতীয় ক্রীড়া সংগঠন পুরস্কার অর্জন করেছে।[৩]
কর্মকর্তাসম্পাদনা
- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | প্রফুল প্যাটেল |
সহ-সভাপতি | সুভাষ চোপড়া |
সুব্রত দত্ত | |
লার্সিং সোয়ান | |
মনবেন্দ্র সিং | |
সাধারণ সম্পাদক | কুশল দাস |
কোষাধ্যক্ষ | জে. এ. ঠাকুর |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | নিলাঞ্জান দত্ত |
প্রযুক্তিগত পরিচালক | আইসাক দরু |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ইগর স্তিমাচ |
জাতীয় দলের কোচ (নারী) | মেমোল রকি |
রেফারি সমন্বয়কারী | রবি জয়রম |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "BBC SPORT | Football | World Football | What's holding back Indian football?"। BBC News। ২০০৪-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৭।
- ↑ "FICCI announces the Winners of India Sports Awards for 2014"। IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)
- এএফসি-এ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)