মিজোরাম ফুটবল দল হল ভারতের অঙ্গ রাজ্য মিজোরামের একটি রাজ্য স্তরের ফুটবল দল। এই দল সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল লিগে অংশ নেয়।[১] ২০১৩-১৪ মৌসুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

মিজোরাম ফুটবল দল
পূর্ণ নামমিজোরাম ফুটবল দল
প্রতিষ্ঠিত১৯৭৩
মাঠরাজীব গান্ধী স্টেডিয়াম
ধারণক্ষমতা২০,০০০
মালিকমিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন
প্রধান কোচস্যামসন রামেংসে
লিগসন্তোষ ট্রফি
২০২২–২৩গ্রুপ পর্ব

২০১৩-১৪ সন্তোষ ট্রফির ফাইনালে ৯ মার্চ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, মিজোরাম রেলওয়েকে ৩–০ গোলে পরাজিত করে ট্রফি জিতেছিল এবং ₹৫ লক্ষ টাকা পুরস্কার জিতেছিল, এবং রানার্স-আপ রেলওয়ে ₹৩ লক্ষ টাকা পেয়েছিল।[২] [৩]

সাফল্য সম্পাদনা

রাজ্য সম্পাদনা

অন্যান্য সম্পাদনা

  • বরদলৈ ট্রফি
    • রানার্স-আপ (২): ১৯৯৪, ১৯৯৭

যুব সম্পাদনা

  • সুব্রত কাপ
    • রানার্স-আপ (১): ২০২৩ (সাব-জুনিয়র; অনূর্ধ্ব-১৪)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mizoram Football Association" 
  2. "Mizoram Thrash Railways 3-0 to Win Santosh Trophy"। ৯ মার্চ ২০১৪। ২৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১০ 
  3. "Clinical Mizoram clinch 68th Santosh Trophy in style"। Samay Live। ১০ মার্চ ২০১৪। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১০ 
  4. "HERO Junior NFC For Dr. B.C.Roy Trophy 2019-20" 

বহিঃসংযোগ সম্পাদনা