২০২২–২৩ সন্তোষ ট্রফি

২০২২–২৩ সন্তোষ ট্রফি হল ভারতের রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলির মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ প্রতিযোগিতা সন্তোষ ট্রফির ৭৬তম আসর।

২০২২–২৩ সন্তোষ ট্রফি
সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
দেশ ভারত
তারিখ
  • প্রথম পর্ব: ২৩ ডিসেম্বর ২০২২ – ৩১ জানুয়ারি ২০২৩
  • চূড়ান্ত পর্ব: ১০ – ২০ ফেব্রুয়ারি ২০২৩
মাঠ ভারত [প্রথম (বিভিন্ন রাজ্যে) ও অন্তিম পর্ব (ওড়িশা)]
 সৌদি আরব (নক-আউট পর্ব)
দল৩৬
চ্যাম্পিয়নকর্ণাটক (৫ম শিরোপা)
রানার্স-আপমেঘালয়
ম্যাচ খেলেছে১২৪
গোল সংখ্যা৪৩০ (ম্যাচ প্রতি ৩.৪৭টি)
শীর্ষ গোলদাতানরহরি শ্রেষ্ঠা (পশ্চিমবঙ্গ)
নিজো গিলবার্ট (কেরালা)
(৯ গোল)
শীর্ষ গোলদাতানরহরি শ্রেষ্ঠা (পশ্চিমবঙ্গ)
নিজো গিলবার্ট (কেরালা)
(৯ গোল)
সেরা খেলোয়াড়রবিন যাদব (কর্ণাটক)
সেরা গোলরক্ষকরজত পাল লিংডোহ (মেঘালয়)

এই মরসুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আঞ্চলিক বাছাইপর্ব পদ্ধতি পরিত্যাগ করে ৩৬টি দলকে ৬টি দলের ৬টি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব আয়োজন করেছিল।[১][২][৩] এআইএফএফ সৌদি আরব ফুটবল ফেডারেশন-এর সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করে ও ঠিক হয় যে নক-আউট পর্বের খেলাগুলি সৌদি আরবের মাঠে অনুষ্ঠিত হবে।[৪]

প্রথম পর্ব সম্পাদনা

বাছাইকৃত ৬টি গ্রুপের শ্রেষ্ঠ ৯টি দল অর্থাৎ প্রতিটি গ্রুপের ৬টি গ্রুপ চ্যাম্পিয়ন ও ৩টি শ্রেষ্ঠ গ্রুপ রানার্স-আপ দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছিল। এছাড়া চূড়ান্ত পর্বে রেলওয়ে, সার্ভিসেস ও চূড়ান্ত পর্বের আয়োজক দল (ড্র দেখুন) সরাসরি সুযোগ পেয়েছিল।[৫] নিম্নে (H) দ্বারা নির্দিষ্ট গ্রুপের আয়োজক দলকে চিহ্নিত করা হয়েছে।

গ্রুপ ১ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন DL KA GJ UT TR LA
দিল্লি (H) ১৪ +১৩ ১৩ চূড়ান্ত পর্ব ৪–০ ২–১
কর্ণাটক ২১ +১৬ ১২ ০–১ ১০–০
গুজরাট ১২ ১০ +২ ১–৫ ৩–১
উত্তরাখণ্ড ১০ −৪ ১–৩ ১–০
ত্রিপুরা ১৮ −১৬ ০–০ ০–৬
লাদাখ ১৬ −১১ ০–৭ ২–৩ ০–২ ২–২ ১–২
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ২ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন KL MZ JK BR RJ AP
কেরালা (H) ২৪ +২২ ১৫ চূড়ান্ত পর্ব ৩–০ ৫–০
মিজোরাম ১৪ +৬ ১২ ১–৫ ৪–০
জম্মু ও কাশ্মীর ২–৩ ০–০
বিহার ১০ −৪ ১–৪ ১–৩ ০–২ ৩–০ ১–১
রাজস্থান ১৪ −১৩ ০–৭ ১–০
অন্ধ্রপ্রদেশ ১৪ −১১ ০–৩ ২–৪
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ৩ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন GA NL AS UP AR TN
গোয়া +৫ ১১ চূড়ান্ত পর্ব ০–০ ২–১
নাগাল্যান্ড +৪ ১১ ৩–১ ১–০
অসম (H) ১২ +৬ ০–১ ৪–১
উত্তরপ্রদেশ ২–২ ০–১ ০–২ ২–০ ২–১
অরুণাচল প্রদেশ ১০ −৫ ১–১ ২–১
তামিলনাড়ু ১৩ −১০ ০–৩ ১–৫
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ৪ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন WB MH HR CT MP DH
পশ্চিমবঙ্গ ১৭ +১৬ ১৫ চূড়ান্ত পর্ব ২–০ ৫–০
মহারাষ্ট্র (H) ১৩ +১০ ১২ ১–২ ৩–১
হরিয়ানা +১ ০–৩ ২–১
ছত্তিশগড় −২ ০–১ ১–২
মধ্যপ্রদেশ ১৩ −৮ ০–৪ ২–২
দাদরা ও নগর হাভেলি/
দমন ও দিউ
১৭ −১৭ ০–৫ ০–৪ ০–৪ ০–২ ০–২
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ৫ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ML OR SK TG PY AN
মেঘালয় ১৭ +১৫ ১১ চূড়ান্ত পর্ব ২–২ ০–০ ১–০
ওড়িশা (H) ১৭ +১৪ ১০ ৩–০ ৫–০ ৭–০
সিকিম +৩ ১০ ৩–০ ২–১
তেলেঙ্গানা ১১ +৬ ১–০ ৫–১
পন্ডিচেরি ১৮ −১৫ ০–৫ ১–১
আন্দামান ও নিকোবর ২৫ −২৩ ০–৯ ১–৩ ০–৫
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ৬ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন PB MN CH JH LD HP
পাঞ্জাব ১১ +১০ ১৩ চূড়ান্ত পর্ব ১–১ ৫–০
মণিপুর (H) ১৬ +১০ ১২ ০–১ ৫–১
চণ্ডীগড় ১০ +৪ ১–৩ ৫–০
ঝাড়খণ্ড ১১ −৫ ০–১ ১–০
লাক্ষাদ্বীপ ১৩ −৬ ০–৩ ১–৩ ১–৩ ৪–২ ১–২
হিমাচল প্রদেশ ১৮ −১৩ ২–৫ ২–১
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির অবস্থান সম্পাদনা

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
কর্ণাটক ২১ +১৬ ১২ চূড়ান্ত পর্ব
মণিপুর ১৬ +১০ ১২
মহারাষ্ট্র ১৩ +১০ ১২
মিজোরাম ১৪ +৬ ১২
নাগাল্যান্ড +৪ ১১
ওড়িশা[ক] ১৭ +১৪ ১০ চূড়ান্ত পর্ব
  1. চূড়ান্ত পর্বের আয়োজক হবার সুবাদে ওড়িশা সরাসরি চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়।

ড্র সম্পাদনা

সন্তোষ ট্রফির ৭৬তম সংস্করণের জন্য আনুষ্ঠানিক ড্র ১৯ জানুয়ারী ২০২৩-এ এআইএফএফ সদর দফতর ফুটবল হাউস, নয়াদিল্লিতে এআইএফএফের মহাসচিব ডঃ শাজি প্রভাকরণের সহায়তার সাথে অনুষ্ঠিত হয়েছিল।[৬]

রেলওয়ে, সার্ভিসেস, চুড়ান্ত পর্বের আয়োজক দল ওড়িশা এবং প্রথম পর্ব থেকে উত্তীর্ণ ৯টি অর্থাৎ মোট ১২টি দলকে ৬টি দলের দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ওড়িশার ভুবনেশ্বর শহরকে অন্তিম পর্বের আয়োজক নির্ধারণ করা হয়।[৭][৮]

অন্তিম পর্ব সম্পাদনা

মাঠ সম্পাদনা

ভুবনেশ্বর শহরের তিনটি মাঠে ম্যাচগুলি আয়োজন করা হয়:

  • ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন ৭ম ব্যাটেলিয়ন গ্রাউন্ড
  • কলিঙ্গ স্টেডিয়াম
  • ক্যাপিটাল ফুটবল এরিনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন PB KA KL MH OD GA
পাঞ্জাব ১২ +৪ ১১ সেমি-ফাইনাল ৪–৩ ৩–১
কর্ণাটক ১০ +৩ ২–২ ২–২ ২–০
কেরালা +১ ১–১ ০–১ ৪–৪
মহারাষ্ট্র ১৩ ১২ +১ ৩–৩ ১–১
ওড়িশা (H) +১ ১–২ ০–১
গোয়া ১৪ −১০ ২–৩ ০–২ ১–৪
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন SV ML RL MN DL WB
সার্ভিসেস ১২ +১০ ১৩ সেমি-ফাইনাল ৪–০ ১–১
মেঘালয় +৪ ১০ ০–২ ১–০ ৫–১
রেলওয়ে −৫ ০–০ ১–০
মণিপুর ০–৩ ৪–১
দিল্লি −৩ ০–১ ২–০ ২–২
পশ্চিমবঙ্গ ১১ −৬ ১–২ ১–২ ১–৪
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি

নক-আউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  সেমি-ফাইনাল ফাইনাল
১ মার্চ ২০২৩
 পাঞ্জাব  ১  
 মেঘালয়    
 
৪ মার্চ ২০২৩
     মেঘালয়  ২
   কর্ণাটক  
তৃতীয় স্থান নির্ধারণী
১ মার্চ ২০২৩ ৪ মার্চ ২০২৩
 কর্ণাটক    পাঞ্জাব  ০
 সার্ভিসেস  ১    সার্ভিসেস  

সেমি-ফাইনাল সম্পাদনা

পাঞ্জাব১–২মেঘালয়
দীপক কুমার   ১৬' প্রতিবেদন
  • ফিগো সিনদাই   ৩৭'
  • স্টিভেনসন সোক্তুং   ৯০+১'

সার্ভিসেস১–৩কর্ণাটক
বিকাশ থাপা   ৪০' প্রতিবেদন
  • রবিন যাদব   ৪৩'
  • অঙ্কিত পি   ৪৫'
  • এম সুনীল কুমার   ৭৭'

তৃতীয় স্থান নির্ধারণী সম্পাদনা

ফাইনাল সম্পাদনা

মেঘালয়২–৩কর্ণাটক
  • ব্রোলিংটন ওর্লার্পিহ   ৯' (পে.)
  • স্টিভেনসন শোক্তুং   ৬০'
  • এম সুনীল কুমার   ২'
  • বিকি ওরাম   ১৯'
  • রবিন যাদব   ৪৪'
  • ম্যাচসেরা: রবিন যাদব (কর্ণাটক)
  • কর্ণাটক ৫৪ বছর পর পুনরায় সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।
 
 
 
 
 
মেঘালয়
 
 
 
 
 
কর্ণাটক

পরিসংখ্যান সম্পাদনা

সর্বোচ্চ গোলদাতা সম্পাদনা

অব. খেলোয়াড় দল গোল
নরহরি শ্রেষ্ঠা পশ্চিমবঙ্গ
নিজো গিলবার্ট কেরালা
রবিন যাদব কর্ণাটক
আরিফ শেখ মহারাষ্ট্র
অজয় সিং দিল্লি
সূত্র:এআইএফএফ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Santosh Trophy"। ২১ অক্টোবর ২০২২। 
  2. "76th Hero Sr Men's NFC for Santosh Trophy, Hero Sr Women's NFC to be conducted in new formats"AIFF। সংগ্রহের তারিখ ২০২২-১১-১২ 
  3. "Three venues for 76th National Football Championship for Hero Santosh Trophy 2022-23 group stage decided"AIFF। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫ 
  4. "AIFF, Saudi Arabia Football Federation sign historic MoU"AIFF। ২৪ সেপ্টেম্বর ২০২২। 
  5. "Assam finalised for Group III matches (group stage) for Hero Santosh Trophy 2022-23"AIFF। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৮ 
  6. "Defending champions Kerala and hosts Odisha in the same group for final rounds of Hero Santosh Trophy"AIFF। ১৯ জানুয়ারি ২০২৩। 
  7. "Santosh Trophy: Kerala share group with hosts Odisha for final rounds"Khel Now। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৩ 
  8. "Traditional powerhouses, unlikely upstarts and generous hosts set to clash in 76th Hero Santosh Trophy"AIFF। ২ ফেব্রুয়ারি ২০২৩।