কলিঙ্গ স্টেডিয়াম

ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত একটি স্টেডিয়াম

কলিঙ্গ স্টেডিয়াম (ওড়িয়া: କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡ଼ିଅମ) ভুবনেশ্বর, ওড়িশা, ভারতের একটি বহুমুখী আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। আন্তর্জাতিক হকি আয়োজনের উদ্দেশ্যে তৈরী করা হয়। এই মাঠে বিশ্ব হকি লিগ-এর আসর বসেছে।

কলিঙ্গ স্টেডিয়াম
Kalinga Stadium
କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ
মানচিত্র
অবস্থানভুবনেশ্বর, ওড়িশা
মালিকওড়িশা সরকার
ধারণক্ষমতা৩৩,০০০
উপরিভাগকৃত্রিম ঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক
নির্মাণ
কপর্দকহীন মাঠ২০০৮
চালু২০১০
ভাড়াটে
ভারত পুরুষ জাতীয় ফিল্ড হকি দল
ভারত মহিলা জাতীয় ফিল্ড হকি দল
ভারত জাতীয় ফুটবল দল
ভারত জাতীয় মহিলা ফুটবল দল
ওড়িশা হকি দল
ওড়িশা ফুটবল দল
ওড়িশা মহিলা ফুটবল দল
ইন্ডিয়ান এরোস (২০১৮–২০২২)[]
ওড়িশা ফুটবল ক্লাব (২০১৯–বর্তমান)
স্পোর্টস ওড়িশা

প্রেক্ষাপট

সম্পাদনা

ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা হকি প্রতিভাদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিতে এই স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়।

২০১৭ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

সম্পাদনা

ভারত তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করে।

ভারতীয় হকি লীগ

সম্পাদনা

কলিঙ্গ ল্যান্সার্স দলের ঘরের মাঠ এটি।

পারিপার্শিক পরিকাঠামো

সম্পাদনা

হকির পাশাপাশি অ্যাথলেটিক্স , সাঁতার , জিমন্যাস্টিক, ভলিবল ও বাস্কেটবল স্টেডিয়াম এর চারপাশে রয়েছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mukherjee, Soham (১ ফেব্রুয়ারি ২০১৯)। "I-League 2018-19: Katsumi Yusa's brace helps NEROCA do the double over Indian Arrows"www.goal.com। Goal। ১৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩ 
  2. "হকিতে ওডিশার অভূত পরিকাঠামো উন্নয়ন"