অন্ধ্রপ্রদেশ ফুটবল দল
অন্ধ্রপ্রদেশ ফুটবল দল ভারতের অঙ্গ রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি রাজ্য স্তরের ফুটবল দল। এই দল সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল লিগে অংশ নেয়।
পূর্ণ নাম | অন্ধ্রপ্রদেশ ফুটবল দল |
---|---|
মাঠ | বিভিন্ন |
মালিক | অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন |
প্রধান কোচ | সন্তোষ কিরণ |
লিগ | সন্তোষ ট্রফি |
২০২২–২৩ | গ্রুপ পর্ব |
ইতিহাস
সম্পাদনাতিনি ২বার সন্তোষ ট্রফির ফাইনালে উপস্থিত হয়েছেন এবং ১বার ট্রফি জিতেছেন। ১৯৫৯ সালের আগে, দলটি অন্ধ্র ফুটবল দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। হায়দ্রাবাদ ফুটবল অ্যাসোসিয়েশন এবং অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে একীভূত হয়ে সম্মিলিত দল গঠন করে।[১] [২]
তারা ৬৯তম সন্তোষ ট্রফির (২০১৫) চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।[৩]
সাফল্য
সম্পাদনারাজ্য
সম্পাদনা- অন্ধ্রপ্রদেশ
- সন্তোষ ট্রফি [৪]
- বিজয়ী (১): ১৯৬৫-৬৬
- রানার্স-আপ (১): ১৯৬৩-৬৪
- বিসি রায় ট্রফি
- বিজয়ী (২): ১৯৬৫-৬৬, ১৯৭৫-৭৬
- রানার্স-আপ (৬): ১৯৬৪-৬৫, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৭৮-৭৯, ১৯৯২-৯৩
- মীর ইকবাল হুসেইন ট্রফি
- রানার্স-আপ (১): ১৯৯৪-৯৫
অন্যান্য
সম্পাদনা- অন্ধ্রপ্রদেশ
- স্যাট নাগজি ফুটবল টুর্নামেন্ট
- রানার্স-আপ (৪): ১৯৬২, ১৯৬৭, ১৯৭৬, ১৯৭৭
তথ্যসূত্র
সম্পাদনা