২০২৩–২৪ সন্তোষ ট্রফি

২০২৩–২৪ সন্তোষ ট্রফি হল সন্তোষ ট্রফির ৭৭তম আসর, ভারতের রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সিনিয়র পুরুষ ফুটবল দলের জন্য প্রধান প্রতিযোগিতা।

২০২৩–২৪ সন্তোষ ট্রফি
সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
দেশ ভারত
তারিখ
  • গ্রুপ পর্ব: ৮ অক্টোবর ২০২৩ – ২৪ অক্টোবর ২০২৩
  • চূড়ান্ত পর্ব: ২১ ফেব্রুয়ারি ২০২৪ – ২ মার্চ ২০২৪
  • নকআউট পর্ব: ৪ – ৯ মার্চ ২০২৪
মাঠ
দল৩৮
চ্যাম্পিয়নসার্ভিসেস
রানার্স-আপগোয়া
ম্যাচ খেলেছে১২২
গোল সংখ্যা৩৯০ (ম্যাচ প্রতি ৩.২টি)
শীর্ষ গোলদাতাফিজাম সানাথোই মিতেই (মণিপুর)
(১১টি গোল)
শীর্ষ গোলদাতাফিজাম সানাথোই মিতেই (মণিপুর)
(১১টি গোল)
সেরা খেলোয়াড়সমীর মুর্মু (সার্ভিসেস)
সেরা গোলরক্ষকসাইদ বিন আবদুল কাদির (সার্ভিসেস)
ফেয়ার প্লে পুরস্কারঝাড়খণ্ড

এই সংস্করণ থেকে টুর্নামেন্টটি ফিফা সন্তোষ ট্রফি নামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[১] কিন্তু ভেন্যু নির্বাচনের কারণে এবং পরবর্তী মৌসুম থেকে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় ফিফা সরে দাঁড়ায়।[২]

ভেন্যুসমূহ সম্পাদনা

গ্রুপ শহর স্টেডিয়াম ধারণক্ষমতা
গ্রুপ এ বেনোলিম এসএজি বেনোলিম ফুটবল গ্রাউন্ড
গ্রুপ বি বাঙা পিটি মেহঙ্গা সিং স্টেডিয়াম ১,৫০০
গ্রুপ সি নয়ডা বিজয় সিং পথিক স্টেডিয়াম ৮,০০০
বেনেট বিশ্ববিদ্যালয় মাঠ
গ্রুপ ডি কোকরাঝাড় সাই এসটিসি ১০,০০০
কেডিএসএ গ্রাউন্ড
গ্রুপ ই ফাগুওয়ারা শ্রী হরগোবিন্দ স্টেডিয়াম ২,০০০
অমৃতসর জিএনডিইউ স্পোর্টস কমপ্লেক্স
গ্রুপ এফ কোলাপুর ছত্রপতি শাহু স্টেডিয়াম ১৮,০০০
চূড়ান্ত পর্ব ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়াম ১৫,০০০
নকআউট পর্ব

প্রথম পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন GA KL GU JK CH
গোয়া (H) +৩ ১০ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১–১ ২–১
কেরালা ১২ +১০ ০–১ ৬–১
গুজরাট +২ ০–৩ ৪–০
জম্মু ও কাশ্মীর ১০ −৬ ১–২ ১–০
ছত্তিশগড় −৯ ০–১ ০–৩
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন DL PB OD WB LD HR
দিল্লি +৫ ১৩ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ০–০ ৩–১
পাঞ্জাব (H) +৭ ০–১ ৪–০ ২–০
ওড়িশা +৫ ০–১ ১–০ ০–২
পশ্চিমবঙ্গ +৪ ০–৩ ০–০
লাদাখ ১৭ −১৫ ০–৫ ০–৫
হরিয়ানা −৬ ০–১ ০–২ ০–১
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ সি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MN UP TN NL MP JH
মণিপুর ২১ +১৭ ১৫ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৬–২ ৬–২ ৩–০
উত্তরপ্রদেশ (H) ১২ +৩ ১২ ২–০ ৪–১
তামিলনাড়ু ১৩ +৮ ০–১ ১–১ ৪–০
নাগাল্যান্ড ১৩ +৪ ৩–০ ১–২
মধ্যপ্রদেশ ১৬ −১৫ ০–৫ ০–০
ঝাড়খণ্ড ১৯ −১৭ ১–২ ১–৮ ০–৬
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ডি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন AS RW CH HP RJ BR
আসাম (H) ২০ +২০ ১৫ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২–০ ৭–০
রেলওয়ে ১৩ +১১ ১২ ০–১ ২–০ ৬–০ ১–০
চণ্ডীগড় +১ ০–২ ২–১ ২–০
হিমাচল প্রদেশ ১৬ −১০ ১–৪ ১–০
রাজস্থান ১৭ −১১ ০–৫ ৩–৩
বিহার ১২ −১১ ০–৫ ০–২ ১–৩
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ই সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন SE MZ UT PY SK DD
সার্ভিসেস ২১ +১৮ ১৫ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪–১ ৬–০ ৩–০
মিজোরাম ১৪ +১২ ১২ ১–২ ৬–০ ৫–০
উত্তরাখণ্ড ১১ +৫ ০–১ ৭–১ ১–০
পন্ডিচেরি ২১ −১৭ ২–১ ২–১ ১–১
সিকিম −৫ ০–১ ২–১
দাদরা ও নগর হাভেলি এবং
দমন ও দিউ
১৬ −১৩ ১–৬ ০–২
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি

গ্রুপ এফ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MA TG LK TR AN AP
মহারাষ্ট্র (H) ২৪ +২৩ ১৫ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৩–০ ৪–০ ৬–০
তেলেঙ্গানা +৫ ০–০ ৭–০ ০–০
লাক্ষাদ্বীপ +১ ২–২ ১–০
ত্রিপুরা −২ ১–৩ ০–১
আন্দামান ও নিকোবর ১৬ −১৩ ০–৮ ০–০ ৩–০
অন্ধ্রপ্রদেশ ১৪ −১৪ ০–৪ ০–১
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

দ্বিতীয় স্থানাধিকারী দলসমূহের র‌্যাঙ্কিং সম্পাদনা

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ডি রেলওয়ে ১২ +১০ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
কেরালা ১২ +১০
মিজোরাম +৭
সি উত্তরপ্রদেশ ১০ +২
এফ তেলেঙ্গানা +৫
বি পাঞ্জাব +৫

চূড়ান্ত পর্বের ড্র সম্পাদনা

সন্তোষ ট্রফি ২০২৩-২৪ ফাইনাল রাউন্ডের ৭৭তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র ৩০ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার নয়াদিল্লির ফুটবল হাউসে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্ট হবে অরুণাচল প্রদেশে। এ গ্রুপে ছিল স্বাগতিক অরুণাচল প্রদেশ ফুটবল দল।[৩]

চূড়ান্ত পর্ব সম্পাদনা

  • কর্ণাটক সরাসরি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিলো।
  • মেঘালয় গত সংস্করণের রানার্স-আপ হিসাবে সরাসরি চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিলো।
  • স্বাগতিক হিসেবে অরুণাচল প্রদেশ সরাসরি চুড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিলো।

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন SE GA KL AS MG AP
সার্ভিসেস +৬ ১২ কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ ১–২ ১–১
গোয়া ১০ +৩ ২–০ ০–০ ০–০ ৩–৩
কেরালা +২ ১–১ ২–০
আসাম −১ ০–২ ১–৩
মেঘালয় −২ ০–১ ০–০ ১–২
অরুণাচল প্রদেশ (H) ১৩ −৮ ০–৪ ০–২ ০–২ ২–২
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MN MZ DL RW MA KA
মণিপুর ১০ +৬ ১৩ কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ ৪–১ ১–১
মিজোরাম ১৩ ১০ +৩ ৫–১ ৪–০
দিল্লি ১০ ১০ ১–২ ৪–০ ১–১
রেলওয়ে ১০ −৬ ২–১ ১–০
মহারাষ্ট্র ১০ +১ ১–২ ৩–১ ২–৩
কর্ণাটক −৪ ০–১ ২–২ ১–৩
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলসংখ্যা; ৬) লটারি

নকআউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৪ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
 
সার্ভিসেস
 
৭ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
রেলওয়ে
 
সার্ভিসেস
 
৫ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
মিজোরাম
 
মিজোরাম (পে.)০(৭)
 
৯ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
কেরালা০(৬)
 
সার্ভিসেস
 
৫ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
গোয়া
 
মণিপুর
 
৭ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
আসাম
 
মণিপুর
 
৪ মার্চ ২০২৪ – ইউপিয়া
 
গোয়া
 
গোয়া
 
 
দিল্লি
 

কোয়ার্টার-ফাইনাল সম্পাদনা

সার্ভিসেস২–০রেলওয়ে
  • শাফিল পিপি   ৯' (পে.)
  • সমীর মুর্মু   ৪৫+১'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩০০
রেফারি: অজয় কৃষ্ণান
ম্যাচসেরা: সমীর মুর্মু (সার্ভিসেস)
গোয়া২–১দিল্লি
  • জোবার্ন কার্ডোজো   ২০'
  • লয়েড কার্ডোজো   ২৯'
প্রতিবেদন সাহিল কুমার   ৮'
দর্শক সংখ্যা: ১,৬০০
রেফারি: এম সুগন্ধর
ম্যাচসেরা: জোবার্ন কার্ডোজো (গোয়া)
মণিপুর৭–১আসাম
  • ফিজাম সানাথোই মিতেই   ৪'
  • ওয়াংখেইমায়ুম সদানন্দ সিং   ১১'১৬'৭০'
  • নগাংবম পাচা সিং   ১৯'
  • মৈবাম ডেনি সিং   ৮২'
  • নগাথেম ইমারসন মেইতেই   ৮৮'
প্রতিবেদন জয়দীপ গগৈ   ৬৪'
দর্শক সংখ্যা: ২,৫০০
রেফারি: লক্ষ
ম্যাচসেরা: ফিজাম সানাথোই মিতাই (মণিপুর)
মিজোরাম০–০ (অ.স.প.)কেরালা
প্রতিবেদন
পেনাল্টি
  • মালসাওমজুয়ালা  
  • মালসাওমফেলা  
  • লালমুনমাউইয়া  
  • লালরেমতলুয়াঙ্গা  
  • লালরিনছানা  
  • লালরেমরুয়াটা  
  • লালবিয়াকথাঙ্গা  
৭–৬
  •   সঞ্জু জি.
  •   অর্জুন ভি.
  •   মোহাম্মদ সেলিম
  •   রিসোয়ানালি ই.
  •   শরৎ প্রশান্ত
  •   জিথিন জি.
  •   সুজিত ভিআর
দর্শক সংখ্যা: ২,১০০
রেফারি: কিশোর গঙ্গারাম চৌধুরী
ম্যাচসেরা: লালথাঙ্কিমা (মিজোরাম)

সেমি-ফাইনাল সম্পাদনা

সার্ভিসেস২–১মিজোরাম
  • রাহুল রামকৃষ্ণন   ২১'
  • বিকাশ থাপা   ৮৩'
প্রতিবেদন
  • মালসাওমফেলা   ৯০+৩'
দর্শক সংখ্যা: ২,৯৯৯
রেফারি: এম সুগন্ধর
ম্যাচসেরা: সাইদ বিন আবদুল কাদির (সার্ভিসেস)
মণিপুর১–২ (অ.স.প.)গোয়া
  • নগবাম পচা সিং   ১৮'
প্রতিবেদন
  • নেসিও মারিস্টো ফার্নান্দেজ   ৯০+৬'১১৬'
দর্শক সংখ্যা: ৭,১০০
রেফারি: জেহরুল ইসলাম
ম্যাচসেরা: নেসিও মারিস্টো ফার্নান্দেজ (গোয়া)

ফাইনাল সম্পাদনা

সার্ভিসেস১–০গোয়া
শাফিল পিপি   ৬৮' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১৫,০০০
রেফারি: লক্ষ
ম্যাচসেরা: সাইদ বিন আবদুল কাদির (সার্ভিসেস)

পরিসংখ্যান সম্পাদনা

ক্রম. খেলোয়াড় দল গোল(সমূহ)
ফিজাম সানাথোই মিতেই মণিপুর ১১
সমীর মুর্মু সার্ভিসেস ১০
দীপু মির্ধা আসাম
লালখাউপুইমাইয়া মিজোরাম
অদ্বৈত অশোক শিন্ডে মহারাষ্ট্র
উৎস: এআইএফএফ

পুরস্কার সম্পাদনা

পুরস্কার খেলোয়াড় দল
চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা ফিজাম সানাথোই মিতেই (১১টি গোল) মণিপুর
চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক সাইদ বিন আবদুল কাদির (সার্ভিসেস)
হিরো অব দ্য চ্যাম্পিয়নশিপ সমীর মুর্মু (সার্ভিসেস)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ঝাড়খণ্ড

সম্প্রচার স্বত্ব সম্পাদনা

অঞ্চল/দেশ সম্প্রচারক(সমূহ) তথ্যসূত্র
  ভারত ইউটিউব অরুণাচল প্রদেশ ফুটবল
ফিফা+ [৪]
  বিশ্ব

তথ্যসূত্র সম্পাদনা

  1. "AIFF Executive Committee meeting: FIFA President to attend Santosh Trophy final"AIFF। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৩ 
  2. "Arunachal jitters delink Fifa from Santosh Trophy, decision puts AIFF in a spot of bother"The Telegraph। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 
  3. "Draw revealed for 77th Santosh Trophy Final Round in Arunachal Pradesh"AIFF। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩ 
  4. "Santosh Trophy to be streamed live globally on FIFA+ for free"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২২