ভারতীয় ফুটবল লিগ পদ্ধতি
ভারতীয় ফুটবল লিগ পদ্ধতি হলো ভারতে ফুটবল ক্লাব প্রতিযোগিতার ব্যবস্থা। পুরুষদের ফুটবল ক্লাব প্রতিযোগিতাগুলির মধ্যে সর্বোচ্চ হল ইন্ডিয়ান সুপার লিগ। আগে আই-লিগ ২০২২ পর্যন্ত সর্বোচ্চ লিগের অধিকারী ছিল। মহিলাদের মধ্যে সর্বোচ্চ হল ভারতীয় মহিলা লিগ। সন্তোষ ট্রফি হল পুরুষদের আন্তঃরাজ্য নকআউট ফুটবল প্রতিযোগিতা। মহিলাদের ক্ষেত্রে এটি সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।
ভারতে ফুটবলের প্রধান সংঘ হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
পুরুষদের ক্লাব লিগ
সম্পাদনাপিরামিড
সম্পাদনাস্তর | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
লিগ | |||||||||||||||||||||||
জাতীয় লিগসমূহ | |||||||||||||||||||||||
১ | ইন্ডিয়ান সুপার লিগ
১২টি ক্লাব ↓ অবনমন (২০২৪/২৫ থেকে) | ||||||||||||||||||||||
২ | আই-লিগ
১৩টি ক্লাব ↑ উত্তরণ (১) ↓ অবনমন (২) | ||||||||||||||||||||||
৩ | আই-লিগ ২
↑ উত্তরণ (২) ↓ অবনমন (০) | ||||||||||||||||||||||
৪ | আই-লিগ ৩
↑ উত্তরণ (৩) ↓ অবনমন | ||||||||||||||||||||||
স্তর ও রাজ্য | রাজ্য লিগ | ||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গ
(১৬০+ ক্লাব) |
মহারাষ্ট্র
(৩০০+ ক্লাব) |
কর্ণাটক
(১৩০+ ক্লাব) |
গোয়া
(৩৩টি ক্লাব) |
ওড়িশা
(২৪টি ক্লাব) |
মিজোরাম
(৮+ ক্লাব) |
দিল্লি
(১৮+ ক্লাব) |
আসাম | কেরালা | মণিপুর | ত্রিপুরা | উত্তরাখন্ড | মেঘালয়
(৭টি ক্লাব) |
নাগাল্যান্ড
(১০টি ক্লাব) |
অরুণাচল প্রদেশ | সিকিম
(৮টি ক্লাব) |
তামিলনাড়ু | পাঞ্জাব
(১১টি ক্লাব) |
রাজস্থান (৮টি ক্লাব) | জম্মু ও কাশ্মীর | মধ্যপ্রদেশ | হিমাচল প্রদেশ | ||
৫ | ১ | সিএফএল প্রিমিয়ার ডিভিশন
↓ অবনমন |
এমডিএফএ এলিট ডিভিশন
↓ অবনমন |
ব্যাঙ্গালোর সুপার ডিভিশন
↓ অবনমন |
গোয়া প্রফেশনাল লিগ
↓ অবনমন |
এফএও লিগ
↓ অবনমন |
মিজোরাম প্রিমিয়ার লিগ
↓ অবনমন |
ডিএসএ সিনিয়র ডিভিশন
↓ অবনমন |
আসাম স্টেট প্রিমিয়ার লিগ | কেরালা প্রিমিয়ার লিগ | মণিপুর স্টেট লিগ | আগরতলা লিগ | উত্তরাখন্ড সুপার লিগ | শিলং প্রিমিয়ার লিগ | নাগাল্যান্ড প্রিমিয়ার লিগ | ইন্দ্রজিৎ নামচুম অরুণাচল লিগ | সিকিম প্রিমিয়ার ডিভিশন লিগ | চেন্নাই ফুটবল সিনিয়র ডিভিশন | পাঞ্জাব স্টেট সুপার ফুটবল লিগ | রাজস্থান স্টেট লিগ (পুরুষ) | জম্মু ও কাশ্মীর প্রিমিয়ার ফুটবল লিগ | মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ | হিমাচল ফুটবল লিগ |
৬ | ২ | সিএফএল ১ম ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
এমডিএফএ সুপার ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
ব্যাঙ্গালোর এ ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন ২ |
জিএফএ ১ম ডিভিশন লিগ
↑ উত্তরণ ↓ অবনমন ১ |
এফএও গোল্ড লিগ
↑ উত্তরণ ↓ অবনমন ১ |
মিজোরাম ১ম ডিভিশন লিগ
↑ উত্তরণ |
ডিএসএ এ ডিভিশন
↑ উত্তরণ |
১টি ডিভিশন | ||||||||||||||
৭ | ৩ | সিএফএল ২য় ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
এমডিএফএ ডিভিশন ওয়ান
↑ উত্তরণ ↓ অবনমন |
ব্যাঙ্গালোর বি ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
জিএফএ ২য় ডিভিশন লিগ
↑ উত্তরণ ↓ অবনমন |
এফএও সিলভার লিগ
↑ উত্তরণ ↓ অবনমন |
২টি ডিভিশন | ||||||||||||||||
৮ | ৪ | সিএফএল ৩য় ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
এমডিএফএ ডিভিশন টু
↑ উত্তরণ ↓ অবনমন |
ব্যাঙ্গালোর সি ডিভিশন লিগ
↑ উত্তরণ |
৩টি ডিভিশন | ||||||||||||||||||
৯ | ৫ | সিএফএল ৪র্থ ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
এমডিএফএ ডিভিশন থ্রি
↑ উত্তরণ |
৪টি ডিভিশন | |||||||||||||||||||
১০ | ৬ | সিএফএল ৫ম ডিভিশন
↑ উত্তরণ ↓ অবনমন |
৫টি ডিভিশন |
পিরামিডে বিবর্তন
সম্পাদনালিগ/বছর | ১৮৮৮ | ১৮৯১–১৮৯৮ | ১৮৯৮–১৯৪১ | ১৯৪১–১৯৭৭ | ১৯৭৭–১৯৯৬ | ১৯৯৬–১৯৯৭ | ১৯৯৭–২০০১ | ২০০১–২০০৬ | ২০০৬–২০০৭ | ২০০৭–২০১১ | ২০১১–২০১৪ | ২০১৪–২০১৭ | ২০১৭–২০২২ | ২০২২–২০২৩ | ২০২৩– | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয় লিগসমূহ | স্তর | ||||||||||||||||||
১ | নেই | ১৮৯৩ | কলকাতা ফুটবল লিগ | ১৯৩৭ | |||||||||||||||
আইএফএর সৃষ্টি | এআইএফএফ এর সৃষ্টি | সন্তোষ ট্রফি | জাতীয় ফুটবল লিগ | আই-লিগ | ইন্ডিয়ান সুপার লিগ | ইন্ডিয়ান সুপার লিগ | |||||||||||||
আই-লিগ | |||||||||||||||||||
২ | নেই | নেই | জাতীয় ফুটবল লিগ ২য় বিভাগ | আই-লিগ ২ | আই-লিগ | ||||||||||||||
৩ | নেই | ৩য় ডিভিশন | বাতিল | আই-লিগ ২ | |||||||||||||||
৪ | নেই | আই-লিগ ৩ | |||||||||||||||||
রাজ্য লিগ | কলকাতা ফুটবল লিগ ও অন্যান্য | ||||||||||||||||||
প্রতিযোগিতা | ডুরান্ড কাপ | ডুরান্ড কাপ | |||||||||||||||||
আইএফএ শিল্ড | আইএফএ শিল্ড | ||||||||||||||||||
ফেডারেশন কাপ | সুপার কাপ | ||||||||||||||||||
ভারতীয় সুপার কাপ | বাতিল | ||||||||||||||||||
সন্তোষ ট্রফি |
মহিলাদের ক্লাব লিগ
সম্পাদনাপিরামিড
সম্পাদনা
স্তর |
লিগ / ডিভিশন | |||
---|---|---|---|---|
১ |
ভারতীয় মহিলা লিগ | |||
↓↑ | ||||
২ |
ভারতীয় মহিলা লিগ ২য় ডিভিশন | |||
↑ নির্দিষ্ট নয় (লিগ ও বাছাইপর্ব বিজয়ী, লাইসেন্সের ওপর নির্ভরশীল) | ||||
৩ |
রাজ্য লিগ |
ভারতীয় মহিলা লিগ
সম্পাদনাএটি ভারতে মহিলা ক্লাব ফুটবলের প্রথম সারির লিগ। ২০১৬ সালে কটক এ শুরু হয় ও প্রধান পরিচালক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই প্রতিযোগিতা থেকে জয়ী দল এশিয়ার মহিলা ফুটবল ক্লাব প্রতিযোগিতাগুলির মধ্যে সর্বোচ্চ প্রতিযোগিতা এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ এ উত্তীর্ণ হয়।
রাজ্য লিগ
সম্পাদনাএছাড়া বিভিন্ন রাজ্য লিগ গুলি থেকে বহু মহিলা ক্লাব ভারতীয় মহিলা লিগে উত্তীর্ণ হয়।
যুব ক্লাব লিগ
সম্পাদনাছেলে
সম্পাদনাস্তর | প্রতিযোগিতা | বয়স বিভাগ |
---|---|---|
জাতীয় | রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ | অনূর্ধ্ব-২১ |
এলিট লিগ | অনূর্ধ্ব-১৮ | |
জুনিয়র লিগ | অনূর্ধ্ব-১৫ | |
সাব-জুনিয়র লিগ | অনূর্ধ্ব-১৩ | |
রাজ্য | বিভিন্ন |
জাতীয় চ্যাম্পিয়নশিপসমূহ
সম্পাদনাবিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশনগুলির মধ্যে জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতাগুলি আয়োজিত হয়ে থাকে। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত হয় ও হিরো মোটোকর্প দ্বারা স্পনসর করা হয়।
সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ
সম্পাদনাএটি ভারতে রাজ্য অ্যাসোসিয়েশনের পুরুষ দলগুলির সর্ববৃহৎ প্রতিযোগিতা। ক্লাব ফুটবল ভারতে শুরু হওয়ার পূর্বে এটিই ছিল সর্বোচ্চ লিগ।
সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ
সম্পাদনাপুরুষদের সন্তোষ ট্রফির মত এটি মহিলাদের প্রতিযোগিতা।[৩] ১৯৯১ তে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সব মিলিয়ে ৩৩টি দল অংশগ্রহণ নেয়।
জুনিয়র ও সাব-জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ
সম্পাদনাফুটসাল চ্যাম্পিয়নশিপ
সম্পাদনাবর্তমানে ভারতের কয়েকটি ফুটবল ক্লাব নিজেদের ফুটসাল দল তৈরি করে উপরোক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AIFF League committee announce I-League direct entry bidders and revamped league structure for IWL"। Khel Now (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১৩।
- ↑ "Football: Five bids received for direct entry into I-League 2023-24 season"। www.business-standard.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১৩।
- ↑ "Hero Senior Women's NFC"। www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫।
- ↑ "Hero Junior NFC"। www.the-aiff.com। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫।
- ↑ "Hero Sub Junior NFC"। www.the-aiff.com। ১৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫।