সুপার কাপ (ভারত)

ভারতীয় ফুটবলে বার্ষিক নকআউট ফুটবল টুর্নামেন্ট।
(সুপার কাপ থেকে পুনর্নির্দেশিত)

সুপার কাপ (এছাড়াও স্পনসরেশনের কারণের জন্য কলিঙ্গ সুপার কাপ নামেও পরিচিত) ভারতের একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটিতে আই-লিগে এবং ইন্ডিয়ান সুপার লিগে খেলা ২৫টি দল অংশগ্রহণ করে। এই লিগগুলিকে ভারতের পেশাদার ক্লাব ফুটবলের জন্য জাতীয় স্তরে ২য় ও ১ম ডিভিশন বলা হয়। টুর্নামেন্টটি আয়োজিত হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর তত্ত্বাবধানে।

সুপার কাপ
Super Cup
আয়োজকসর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন
প্রতিষ্ঠিত১৯ ফেব্রুয়ারি ২০১৮; ৭ বছর আগে (2018-02-19)
(ফেডারেশন কাপের উত্তরাধিকারী হিসেবে)
অঞ্চল ভারত
দলের সংখ্যা২৪ (সর্বমোট)
আন্তর্জাতিক কাপএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২
বর্তমান চ্যাম্পিয়নইস্টবেঙ্গল (১ম শিরোপা)
সবচেয়ে সফল দলবেঙ্গালুরু এফসি
এফসি গোয়া
ওড়িশা
ইস্টবেঙ্গল
(১টি করে)
টেলিভিশন সম্প্রচারকস্টার স্পোর্টস
ওয়েবসাইটসুপার কাপ
২০২৫ সুপার কাপ

ইতিহাস

সম্পাদনা

১৯ ফেব্রুয়ারি ২০১৮ তে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফেডারেশন কাপের পরিবর্তে ভারতের প্রধান নকআউট ফুটবল প্রতিযোগিতা হিসেবে ভারতীয় সুপার কাপ তৈরির ঘোষণা করে।[] ২০২০ ও ২০২১ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।

বিন্যাস

সম্পাদনা

ইন্ডিয়ান সুপার লিগ এর ১২টি দল সরাসরি গ্রুপ পর্বে অংশগ্রহণের যোগ্যতার্জন করে। আই-লিগ এর ১৩টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে শ্রেষ্ঠ চারটি দল গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পারে।

দল গঠন নিয়ম

সম্পাদনা

প্রতিটি দল তাদের প্রথম একাদশে পাঁচটি করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পাবে। দলীয় সদস্য তালিকায় ছয়টি বিদেশি খেলোয়াড় রাখা যাবে।[]

মৌসুম ভিত্তিক

সম্পাদনা
ফাইনালের ফলাফলসমূহ
মৌসুম বিজয়ী ফলাফল রানার্স-আপ মাঠ দর্শক সংখ্যা
২০১৮ বেঙ্গালুরু ৪–১ ইস্টবেঙ্গল কলিঙ্গ স্টেডিয়াম ৯,৫০০
২০১৯ গোয়া ২–১ চেন্নাইয়িন ১,৫০০
২০২০ কোভিড-১৯এর জন্য বাতিল
২০২১–২২ ভারতীয় দলের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকার জন্য বাতিল
২০২৩ ওড়িশা ২–১ বেঙ্গালুরু ইএমএস স্টেডিয়াম ৬,৯৫২
২০২৪ ইস্টবেঙ্গল ৩–২ (অ.স.প.) ওড়িশা কলিঙ্গ স্টেডিয়াম ১০,১২১

ফাইনালে ক্লাবের প্রদর্শন

সম্পাদনা

প্রতিবারের প্রতিযোগিতার ফাইনাল গুলি একটি নিরপেক্ষ মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।[]

দলসমূহের পারফরম্যান্স
ক্লাব বিজয়ী রানার্স-আপ সর্বশেষ ফাইনাল জয় সর্বশেষ ফাইনাল হার ফাইনালে আত্মপ্রকাশ
বেঙ্গালুরু ২০১৮ ২০২৩
ওড়িশা ২০২৩ ২০২৪
ইস্টবেঙ্গল ২০২৪ ২০১৮
গোয়া ২০১৯
চেন্নাইয়িন ২০১৯

ফাইনালে অংশগ্রহণকারী দলসমূহের হেড কোচ

সম্পাদনা
মৌসুম জয়ী দলের প্রধান কোচ জয়ী দল রানার্স-আপ দলের প্রধান কোচ রানার্স-আপ দল
২০১৮   অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু   খালিদ জামিল ইস্টবেঙ্গল
২০১৯   সার্জিও লোবেরা এফসি গোয়া   জন গ্রেগোরি চেন্নাইয়িন
২০২৩   ক্লিফোর্ড মিরান্ডা ওড়িশা   সাইমন গ্রেসন বেঙ্গালুরু
২০২৪   কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল   সার্জিও লোবেরা ওড়িশা

গোল্ডেন বুট

সম্পাদনা
মৌসুম সর্বোচ্চ গোলদাতা ক্লাব গোল নোট
২০১৮   সুনীল ছেত্ৰী বেঙ্গালুরু এফসি
২০১৯   কোরো এফসি গোয়া
২০২৩   উইলমার জর্ডান নর্থইস্ট ইউনাইটেড
২০২৪   ক্লিইটন সিলভা ইস্টবেঙ্গল

স্পনসর

সম্পাদনা
 
পূর্বের লোগো ২০১৮–২০২৩
সময় স্পন্সর টুর্নামেন্ট
২০১৮–২০২৩   হিরো হিরো সুপার কাপ
২০২৪–বর্তমান   ওড়িশা সরকার কলিঙ্গ সুপার কাপ

সম্প্রচারক

সম্পাদনা
টিভি
সময় সম্প্রচারক অঞ্চল
২০১৮–বর্তমান স্টার স্পোর্টস ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা
ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম
এটিএন চ্যানেল কানাডা
ইএসপিএন+ মার্কিন যুক্তরাষ্ট্র
ওএসএন স্পোর্টস আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন
স্টার গোল্ড ইউকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, (এছাড়া ইউরোপের অনেকাংশে)
সুপারস্পোর্ট দক্ষিণ আফ্রিকা, সাহারা-নিম্ন আফ্রিকা
ইউরোস্পোর্ট ইউরোপ
ইএসপিএন আফ্রিকা আফ্রিকার বিভিন্ন অংশ
অনলাইন সম্প্রচার
সময় সম্প্রচারক অঞ্চল
২০১৮–বর্তমান ডিজনি হটস্টার বিশ্বব্যাপী

সমালোচনা

সম্পাদনা

২০১৯ সালে দ্বিতীয় মৌসুমে আই-লিগের ৭টি ক্লাব, যথাক্রমে ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোকুলাম কেরালা ফুটবল ক্লাব, মিনার্ভা পাঞ্জাব এফসি, আইজল ফুটবল ক্লাব, চেন্নাই সিটি ফুটবল ক্লাব, নেরোকা ফুটবল ক্লাব সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন আই-লিগ ক্লাবগুলির প্রতি খারাপ ব্যবহারের জন্য টুর্নামেন্ট প্রত্যাহার করে নেয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Saharoy, Shilarze (১২ মার্চ ২০১৮)। "Chennaiyin to face Aizawl in Super Cup on March 31"The Times of India। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  2. "ঠিক হয়ে গেল বিদেশির সংখ্যা" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Super Cup 2018 final: 'East Bengal need to play their own game vs Bengaluru FC'"হিন্দুস্তান টাইমস। ২০ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮