জব্বলপুর
জব্বলপুর (ইংরেজি: Jabalpur) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর জেলার একটি নগর ও ভারতের মধ্যপ্রদেশের পৌরসভা শাসনব্যবস্থা "নগর পালিকা নিগম" এর অন্তর্ভুক্ত। বলা হয় যে জাবালি ঋষির নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে জব্বলপুর।
জবলপুর | |
---|---|
শহর | |
মধ্যপ্রদেশ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৭৯°৫৭′ পূর্ব / ২৩.১৭° উত্তর ৭৯.৯৫° পূর্বস্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৭৯°৫৭′ পূর্ব / ২৩.১৭° উত্তর ৭৯.৯৫° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | মধ্য প্রদেশ |
জেলা | জবলপুর জেলা |
উচ্চতা | ৪১১ মিটার (১,৩৪৮ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৯,৫১,৪৬৯ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১০′ উত্তর ৭৯°৫৭′ পূর্ব / ২৩.১৭° উত্তর ৭৯.৯৫° পূর্ব।[১] সমূদ্র সমতল থেকে এর গড় উচ্চতা হল ৪১১ মিটার (১৩৪৮ ফুট)।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে জব্বলপুরের জনসংখ্যা হল ৯৫১,৪৬৯ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৭৫%।[তথ্যসূত্র প্রয়োজন] পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৭০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চেয়ে জব্বলপুরের সাক্ষরতার হার অধিক।
এর জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার চেয়ে অল্পবয়সী।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থানসম্পাদনা
এই নগরীটিতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত ভারত সরকারের মানব সম্পদ বিভাগের অন্তর্গত রাজ্যের দ্বিতীয় ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান, জব্বলপুর অবস্থিত।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Jabalpur"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
ভারতের মধ্য প্রদেশ রাজ্য বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |