বন্ধু কাজল ভ্রমরা
বন্ধু কাজল ভ্রমরা জসীম উদ্দীন রচিত এবং সুরারোপিত একটি জনপ্রিয় লোকসঙ্গীত। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র "রঙিন রাখাল বন্ধু"-তে গানটি ব্যবহার প্রথম ব্যবহার করা হয়।[১] এরপর গানটি ঋতুপর্না সেনগুপ্ত অভিনীত "রঙিন রাখাল বন্ধু" চলচ্চিত্রেরই ১৯৯৫ সালের ভারতীয় পুনঃনির্মাণ "রাখাল রাজা" তে ও ব্যবহার করা হয়।[২] এছাড়াও গানটি বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম অভিনীত ২০১৫ সালের ঈদ আয়োজনে মুক্তি প্রাপ্ত বাংলা নাটক "শিক্ষাসফর" এ ব্যবহার করা হয়।[৩]
"ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে" | |
---|---|
নোলক অ্যালবাম থেকে | |
ফেরদৌসী রহমান কর্তৃক সঙ্গীত | |
মুক্তিপ্রাপ্ত | ১৯৭৮ |
ধারা | ছায়াছবি |
লেখক | জসীম উদ্দীন |
সুরকার | জসীম উদ্দীন |
প্রযোজক | জসীম উদ্দীন |
গানের কথা
সম্পাদনাও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।
যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।