বন্ধু কাজল ভ্রমরা

বাংলা লোকসংগীত

বন্ধু কাজল ভ্রমরা জসীম উদ্‌দীন রচিত এবং সুরারোপিত একটি জনপ্রিয় লোকসঙ্গীত। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র "রঙিন রাখাল বন্ধু"-তে গানটি ব্যবহার প্রথম ব্যবহার করা হয়।[১] এরপর গানটি ঋতুপর্না সেনগুপ্ত অভিনীত "রঙিন রাখাল বন্ধু" চলচ্চিত্রেরই ১৯৯৫ সালের ভারতীয় পুনঃনির্মাণ "রাখাল রাজা" তে ও ব্যবহার করা হয়।[২] এছাড়াও গানটি বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম অভিনীত ২০১৫ সালের ঈদ আয়োজনে মুক্তি প্রাপ্ত বাংলা নাটক "শিক্ষাসফর" এ ব্যবহার করা হয়।[৩]

"ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে"
নোলক অ্যালবাম থেকে
ফেরদৌসী রহমান কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত১৯৭৮
ধারাছায়াছবি
গান লেখকজসীম উদ্‌দীন
সুরকারজসীম উদ্‌দীন
প্রযোজকজসীম উদ্‌দীন
বাংলাদেশ-এর সঙ্গীত
বাউল, বাংলার আধ্যাত্মিক গান
ধরন
নির্দিষ্ট ধরন
ধর্মীয় সঙ্গীত
জাতিগত সঙ্গীত
ঐতিহ্যবাহি সঙ্গীত
মিডিয়া এবং কর্মক্ষমতা
সঙ্গীত পুরস্কার
সঙ্গীত উৎসব
সঙ্গীত মিডিয়াবেতার

টেলিভিশন

ইন্টারনেট
জাতীয় এবং দেশাত্মবোধক গান
জাতীয় সঙ্গীতআমার সোনার বাংলা
অন্যান্যনতুনের গান (রণসঙ্গীত)
একুশের গান (ভাষা আন্দোলন গাথা)
আঞ্চলিক সঙ্গীত
সম্পর্কিত এলাকা
অন্যান্য এলাকা

গানের কথা সম্পাদনা

কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা