মাই টিভি
মাই টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ১৫ এপ্রিল ২০১০ থেকে প্রচারিত হচ্ছে। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এটি বিভিন্ন অনুষ্ঠান যেমন সংবাদ, নাটক, সিনেমা, ধর্মীয়, শিক্ষণীয়, রাজনৈতিক কাথা-বার্তা সহ আরো অনেক অনুষ্ঠান প্রচার করে থাকে। এটি ১৫৩ দেশ সহ ইউএস, ইউএসএ, কানাডা, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচারিত হয়।
মাই টিভি | |
---|---|
উদ্বোধন | ১৫ এপ্রিল ২০১০ |
মালিকানা | ভি.এম. ইন্টারন্যাশনাল লিমিটেড |
চিত্রের বিন্যাস | 1080i HDTV (downscaled to 16:9 576i for SDTV sets) |
স্লোগান | সৃষ্টিতে বিস্ময় |
দেশ | বাংলাদেশ |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | মাইটিভি ভবন, ১৫৫, ১৫০/৩ পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা - ১২১৯ |
ওয়েবসাইট | Mytvbd.tv |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিটিএইচ | চ্যানেল ১২৪ |
ফ্রিকুয়েন্সি | ৪১৩৫ MHz |
উপগ্রহ | আপস্টের ৭, বঙ্গবন্ধু-১ |
ডাউন-লিঙ্ক | কক্ষীয় অবস্থান: ৭৬.৫ º পূর্ব |
স্ট্রিমিং মিডিয়া | |
https://mytvbd.tv/live/ | |
জাগোবিডি | jagobd |
ইতিহাস
সম্পাদনাপ্রয়াত ওমেদা বেগম বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য মাইটিভি প্রতিষ্ঠা করেছিলেন।[১] এটি ১৫ এপ্রিল, ২০১০ সালে সম্প্রচার শুরু করে। স্টেশনটি ভি.এম. ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকানাধীন। ২০১৬ সালের অনুযায়ী, বেগমের পুত্র নাসির উদ্দিন সাথি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।[২] স্টেশনের মূল ভবন হাতিরঝিলে অবস্থিত।
অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- আমার সকাল
- হক্ক কথা
- সহজে নামাজ শিক্ষা তালিমুল কোরআন
- ফিফটি মিনিটস (সরাসরি টকশো)
- মাইটিভি সংলাপ (সরাসরি টকশো)
- মাইটিভি রাউন্ডটেবিল (সরাসরি টকশো)
- আমার গান (সরাসরি)
- মাই হেলথ (সরাসরি)
- মুখোশ
- টার্ণিং পয়েণ্ট
- মিউজিক টাইম
- মিউজিক ভিউ
- ডান্স ফর ইউ
- রঙ
- মিউজিক টাইম
- পাকের ঘর
- রুপালী পর্দার গান
- তোমাকে পাওয়ার জন্য
- গানের সুরে মাতো
- সিনেমার সেকাল একাল
- ডান্স ফর ইউ
- তৌহিদ আফ্রিদি শো
এছাড়া চ্যানেলটি নাটক, ছায়াছবি, সংবাদ প্রচার করে থাকে।
ধারাবাহিক নাটক
সম্পাদনা- ছবির হাট
- নুরজাহান
- রুপ কুমারীর গাও
- অশান্ত প্রেম
- নগর জীবন
এছাড়া চ্যানেলটি আরো অনেক সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক প্রচার করে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাইটিভি সম্পর্কে | mytv Channel Bangladesh" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯।
- ↑ "সভাপতির বানী | mytv Channel Bangladesh" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯।