রেডিও ফুর্তি বাংলাদেশের একটি এফ এম রেডিও চ্যানেল। ২০০৭ এর ২২ জুলাই থেকে চট্টগ্রামে রেডিও ফুর্তি তার সম্প্রচার শুরু করে। ঢাকার স্টেশনের ১৫০ কিমি পর্যন্ত ট্রান্সমিশন ক্ষমতার আওতায় ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ভৈরব, হবিগঞ্জ এবং আশেপাশের এলাকাসমূহে রেডিও ফুর্তি শোনা যায়। সম্প্রতি ফুর্তি অ্যাপ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বের করা হয়েছে, যার মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে রেডিও ফুর্তি শোনা যায়।[১][২]

রেডিও ফুর্তি
Radio Foorti
রেডিও ফুর্তি লোগো.jpg
প্রচারের স্থানঢাকা
চট্টগ্রাম
সিলেট
রাজশাহী
খুলনা
বরিশাল
ময়মনসিংহ
কক্সবাজার
কুষ্টিয়া
সম্প্রচার এলাকা বাংলাদেশ
স্লোগানডোন্ট স্টপ দা ফুর্তি
ফ্রিকোয়েন্সি৮৮.০০ এফএম
প্রথম সম্প্রচার২২ সেপ্টেম্বর ২০০৬ (2006-09-22)
ফরম্যাটসঙ্গীত চ্যানেল
ভাষাবাংলা
মালিকানাস্বত্ত্বএমজিএইচ গ্রুপ
ওয়েবকাস্টlive.radiofoorti.fm
ওয়েবসাইটwww.radiofoorti.fm

ইতিহাসসম্পাদনা

২০০৬ সালের ১৭ আগস্ট রেডিও ফুর্তি ঢাকার স্টেশনের মধ্য দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। তারপর সেই বছরেরই ২১ সেপ্টেম্বর রেডিও ফুর্তি ২৪ ঘণ্টার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। ২০০৭ এর ১৪ সেপ্টেম্বর রেডিও ফুর্তি ফ্রিকোয়েন্সী পরিবর্তন করে ৮৮.০ এফএম করা হয়। এই ফ্রিকোয়েন্সী পরিবর্তন করা হয় শুধুমাত্র ঢাকা স্টেশনের জন্য। বৃহত্তর চট্টগ্রামের শ্রোতারা আগের মতোই ৯৮.৪ এফএম এ অনুষ্ঠান শুনতে পান।

জনপ্রিয় অনুষ্ঠানসম্পাদনা

ভূত এফএমসম্পাদনা

রেডিও ফুর্তির অন্যতম অনুষ্ঠান ছিল ভূত এফএম। ভূত এফএম ২০১০ সালের ১৩ আগস্ট প্রথম শুরু হয়। আরজে রাসেল এবং আরজে আলী আরমান এই অনুষ্ঠানটি পরিচালনা করতেন। শব্দ পরিচালনায় থাকতেন মাসুম। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১.৫৯ মিনিটে ভূত এফএম শুরু হতো আর শেষ হতো রাত ২ টায়। এটির শেষ পর্ব প্রচারিত হয় ২০১৯ সালের ১৩ ডিসেম্বর।

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Radio Foorti celebrates a decade in the industry"Dhaka Tribune। ২০১৬-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৮ 
  2. "রেডিও ফূর্তি নিয়ে এলো 'ফূর্তি অ্যাপ'"Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৮ 

বহিঃসংযোগসম্পাদনা