ওয়েবকাস্ট
ওয়েবকাস্ট হল এক ধরনের মিডিয়া উপস্থাপনা যা স্ট্রিমিং মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। মূলত একই কনটেন্ট একই সাথে অসংখ্য শ্রোতা বা দর্শকের কাছে পৌঁছে দিতে ওয়েবকাস্ট ব্যবহার হয়। ওয়েবকাস্ট লাইভ বা অন ডিমান্ড হিসেবে ব্রডকাস্ট হয়ে থাকে।
মূলত রেডিও ও টিভি স্টেশনসমূহ ওয়েবকাস্ট এর ব্যবহার করে থাকে অনলাইন টিভি ও অনলাইন রেডিও স্ট্রিমিং এর মাধ্যমে। স্বত্ব ও লাইনেসিং সংস্থাগুলো কপিরাইটযুক্ত উপদাদান ব্যবহার করতে "ওয়েবকাস্টিং লাইসেন্স" প্রদান করে থাকে।