১ ফেব্রুয়ারি
তারিখ
(ফেব্রুয়ারি ১ থেকে পুনর্নির্দেশিত)
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
১ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৩ (অধিবর্ষে ৩৩৪) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৭২৬ - হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে "মেয়র'স কোর্ট" স্থাপিত হয়।
- ১৮২৭ - কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩১ - বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
- ১৮৩৬ - চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।
- ১৮৫৫ - কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ১৮৬২ - বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৮৬৫ - মার্কিন যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।
- ১৮৭১ - ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
- ১৮৮৪ - অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।
- ১৮৯৩ - টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া'র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন
- ১৮৯৭ - দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।
- ১৯০৫ - বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯০৮ - পর্তুগালের রাজা প্রথম কার্লোস এবং তার পুত্র যুবরাজ লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।
- ১৯১৮ - রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
- ১৯২০ - রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।
- ১৯২৪ - যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
- ১৯৪২ - ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ - নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।
- ১৯৫৩ - কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯৬৫ - স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।
- ১৯৬৮ - কানাডার তিনটি সামরিক সংস্থা - দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।
- ১৯৭০ - ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়কে এই দিনে সরকারিকরণ করে তৎকালীন সরকার।
- ১৯৭২ - প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল।
- ১৯৭৯ - ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ্ খামেনেই'র প্রত্যাবর্তন।
- ১৯৯৯ - ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।
- ২০০৪ - পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।
- ২০২১ - মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
জন্ম
সম্পাদনা- ১৫৬১ – হেনরি ব্রিগস, ব্রিটিশ গণিতজ্ঞ। (মৃ. ১৬৩০)
- ১৮৯৪ – জন ফোর্ড, মার্কিন পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৭৩)
- ১৯০২ - অনিলকুমার দাস,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। (মৃ.১৯৬১)
- ১৯০৫ – এমিলিও জিনো সেগরে, নোবেল বিজয়ী ইতালীয়-মার্কিন পদার্থবিদ ও অধিবিদ্যাবিৎ। (মৃত্যু: ১৯৮৯)
- ১৯০৭ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশি বুদ্ধিজীবী।
- ১৯০৯ - ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য,ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ও কল্পবিজ্ঞানের লেখক। (মৃ.১৯৯০)
- ১৯১৮ - শামসুল হক, আওয়ামী মুসলিম লিগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
- ১৯২২ - শক্তিপদ রাজগুরু, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।(মৃ.২০১৪)
- ১৯২৮ - কৃষ্ণ ধর বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯৩০
- অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। (মৃ.২২/০৬/২০২০)
- শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ও ষষ্ঠ প্রধান বিচারপতি।
- হুসেইন মুহাম্মদ এরশাদ, সামরিক শাসক ও বাংলাদেশের দশম ও দ্বাদশ রাষ্ট্রপতি।
- ১৯৩১ - ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি।
- ১৯৩৩ -
- আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি শিক্ষাবিদ।
- খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ।
- পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.২০১৮)
- ১৯৫৫ - আহমেদ জহুর, কবি, সাংবাদিক, গবেষক ও প্রাবন্ধিক।
- ১৯৬৯ - গাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।
- ১৯৬৯ - ফ্রাঙ্কলিন রোজ, জ্যামাইকান ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৭২ - ক্রিস্টিয়ান জিগে, জার্মান ফুটবল খেলোয়াড়।
- ১৯৮১ - গ্রেইম স্মিথ, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮২ - শোয়েব মালিক, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮৪ - ড্যারেন ফ্লেচার, স্কটিশ ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৭ - মইসেস হেনরিকুইস, পর্তুগিজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮৭ - রোণ্ডা রাউজি, মার্কিন মিশ্র মার্শাল শিল্পী, পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী।
- ১৯৯৪ - হ্যারি স্টাইলস, ইংরেজ গায়ক ও গীতিকার।
মৃত্যু
সম্পাদনা- ১৯৪৮ - যতীন্দ্রমোহন বাগচী, ভারতীয় বাঙালি কবি।(জ.২৭/১১/১৮৭৮)
- ১৯৫৮ - ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- ১৯৭৬ - ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী।
- ১৯৮২ - ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মু র প্রয়াণ দিবস।(জ.০৫/০৫/১৯০৫)
- ১৯৮৩ - পদ্মা দেবী, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।(জ.১৯১৭)
- ২০০৩ - প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ও প্রকৌশলী কল্পনা চাওলা প্রয়াত হন।(জ.০১/০৭/১৯৬১)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বিশ্ব হিজাব দিবস ৷
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |