নতুন ক্যালিডোনিয়া জাতীয় ফুটবল দল

নতুন ক্যালিডোনিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: New Caledonia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নতুন ক্যালিডোনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নতুন ক্যালিডোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫১ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে, নতুন ক্যালিডোনিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নতুন ক্যালিডোনিয়ার নুমেয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে নতুন ক্যালিডোনিয়া নিউজিল্যান্ডকে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

নতুন ক্যালিডোনিয়া
দলের লোগো
ডাকনামলে কাগোস
অ্যাসোসিয়েশন নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
প্রধান কোচথিয়েরি সার্দো
অধিনায়কজোয়েল ওয়াকানুমুনে
সর্বাধিক ম্যাচবেরত্রঁদ কাই (৪১)
শীর্ষ গোলদাতাবেরত্রঁদ কাই (২৩)
মাঠনুমা-দালি মাগেন্তা স্টেডিয়াম
ফিফা কোডNCL
ওয়েবসাইটwww.fedcalfoot.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৬১ অপরিবর্তিত (২০ জুলাই ২০২৩)[১]
সর্বোচ্চ৯৩ (আগস্ট ২০১৩)
সর্বনিম্ন১৯১ (এপ্রিল–মে ২০১৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫৫ হ্রাস ১৫ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ৫৬ (সেপ্টেম্বর ১৯৭১)
সর্বনিম্ন১৭৫ (জুলাই ২০০২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 নতুন ক্যালিডোনিয়া ২–০ নিউজিল্যান্ড 
(নুমেয়া, নতুন ক্যালিডোনিয়া; ১৯ সেপ্টেম্বর ১৯৫১)
বৃহত্তম জয়
 নতুন ক্যালিডোনিয়া ১৮–০ গুয়াম 
(পাপুয়া নিউগিনি; ৩ সেপ্টেম্বর ১৯৯১)
 নতুন ক্যালিডোনিয়া ১৮–০ মাইক্রোনেশিয়া 
(ফিজি; ১ জুলাই ২০০৩)
বৃহত্তম পরাজয়
 অস্ট্রেলিয়া ১১–০ নতুন ক্যালিডোনিয়া 
(অকল্যান্ড, নিউজিল্যান্ড; ২০০২)
ওএফসি নেশন্স কাপ
অংশগ্রহণ৬ (১৯৭৩-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০০৮, ২০১২)

১০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নুমা-দালি মাগেন্তা স্টেডিয়ামে লে কাগোস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নতুন ক্যালিডোনিয়ার রাজধানী নুমেয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি সার্দো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন টিগা স্পোর্টসের মধ্যমাঠের খেলোয়াড় জোয়েল ওয়াকানুমুনে

নতুন ক্যালিডোনিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপে নতুন ক্যালিডোনিয়া এপর্যন্ত ৬ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৮ এবং ২০১২ ওএফসি নেশন্স কাপের ফাইনালে পৌঁছানো।

জোয়েল ওয়াকানুমুনে, বেরত্রঁদ কাই, পিয়ের ওয়ায়োকা, মিখেল হমায় এবং ইয়ামেল কাবুর মতো খেলোয়াড়গণ নতুন ক্যালিডোনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নতুন ক্যালিডোনিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯৩তম) অর্জন করে এবং ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নতুন ক্যালিডোনিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫৬তম (যা তারা ১৯৭১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২০ জুলাই ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৯     পাপুয়া নিউগিনি ১০০৩.২৮
১৬০     মিয়ানমার ১০০০.২৬
১৬১     নতুন ক্যালিডোনিয়া ৯৯৫.৫৮
১৬২     তাহিতি ৯৯৫.১১
১৬৩     পুয়ের্তো রিকো ৯৯৩.৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৩     মায়োত ১২২৫
১৫৪   ২৪   ইন্দোনেশিয়া ১২১৭
১৫৫   ১৫   নতুন ক্যালিডোনিয়া ১২১১
১৫৬   ১৩   সলোমন দ্বীপপুঞ্জ ১২০৮
১৫৭     মলদোভা ১২০৪

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

ফিফা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪
  ১৯৯৮
    ২০০২
  ২০০৬ উত্তীর্ণ হয়নি ১৬
  ২০১০ ১২ ২২ ১৩
  ২০১৪ ১৯
  ২০১৮
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ২৭ ১৩ ৬৬ ২৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা