মায়োত জাতীয় ফুটবল দল

মায়োত জাতীয় ফুটবল দল (ইংরেজি: Mayotte national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মায়োতের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মায়োতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মায়োত ফুটবল লীগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। ২০০০ সালের ১লা এপ্রিল তারিখে, মায়োত প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মায়োতের মামুদজুতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মায়োত মাদাগাস্কারকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

মায়োত
দলের লোগো
ডাকনামসাগরের ঘোড়া
অ্যাসোসিয়েশনমায়োত ফুটবল লীগ
প্রধান কোচবাকার আলাউনি
অধিনায়কজার্জি নাদহোইমে
সর্বাধিক ম্যাচআব্দু লাহারিতি অঁতোসি (১৫)
শীর্ষ গোলদাতাচামসাদিন আতুমানি (৬)
মাঠকাওয়ানি কমপ্লেক্স
ফিফা কোডMYT
ওয়েবসাইটmayotte.fff.fr
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৬০ হ্রাস ৫ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ১৫০ (জুলাই ২০১৯)
সর্বনিম্ন১৭৪ (অক্টোবর ২০১০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মায়োত ১–০ মাদাগাস্কার 
(মামুদজু, মায়োত; ১ এপ্রিল ২০০০)
বৃহত্তম জয়
 মায়োত ১০–০ সাঁ পিয়ের ও মিক‌লোঁ 
(ফ্রঁকোঁভিল, ফ্রান্স; ২৮ সেপ্টেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 রেউনিওঁ ৬–১ মায়োত 
(ফ্রঁকোঁভিল, ফ্রান্স; ২৫ সেপ্টেম্বর ২০০৮)
কুপ দ্য ইয়ুত্রে-মের
অংশগ্রহণ৩ (২০০৮-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১০, ২০১২)

৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কাওয়ানি কমপ্লেক্সে সাগরের ঘোড়া নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মায়োতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বাকার আলাউনি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মার্সোঁর মধ্যমাঠের খেলোয়াড় জার্জি নাদহোইমে

ফিফা এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে মায়োত এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অফ নেশন্সে অংশগ্রহণ করতে পারেনি। এছাড়াও, কুপ দ্য ইয়ুত্রে-মেরে মায়োত এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ এবং ২০১২ কুপ দ্য ইয়ুত্রে-মেরে চতুর্থ স্থান অর্জন করা।

জার্জি নাদহোইমে, আব্দু লাহারিতি অঁতোসি, চামসাদিন আতুমানি, লরাঁ গার্সিয়া এবং আহমেদ ফাইসোয়ালের মতো খেলোয়াড়গণ মায়োতের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মায়োতের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মায়োতের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৫০তম (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৪। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৮     নতুন ক্যালিডোনিয়া ১২৩৪
১৫৯   ১১   তুর্কমেনিস্তান ১২২০
১৬০     মায়োত ১২১৮
১৬১     ডোমিনিকান প্রজাতন্ত্র ১২০৫
১৬২   ১৪   ফিজি ১২০৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা