নড়াইল সদর উপজেলা

নড়াইল জেলার একটি উপজেলা

নড়াইল সদর উপজেলা বাংলাদেশের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। এই থানাটি ১৮৬১ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে থানা থেকে উপজেলায় রূপান্তরিত করা হয়।[২]

নড়াইল সদর
উপজেলা
মানচিত্রে নড়াইল সদর উপজেলা
মানচিত্রে নড়াইল সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৯′০″ উত্তর ৮৯°৩০′০″ পূর্ব / ২৩.১৫০০০° উত্তর ৮৯.৫০০০০° পূর্ব / 23.15000; 89.50000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
আয়তন
 • মোট৩৮১.৭৬ বর্গকিমি (১৪৭.৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,৭২,৮৭২
 • জনঘনত্ব৭১০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৬৫ ৭৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

নড়াইল সদর উপজেলার অবস্থান ৮৯.৩১ দ্রাঘিমা এবং ২৩.১১ অক্ষাংশ। নড়াইল সদর উপজেলার সীমনা উত্তরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাশালিখা উপজেলা, দক্ষিণে কালিয়া উপজেলাযশোর জেলার অভয়নগর উপজেলা, পূর্বে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া উপজেলাযশোর সদর উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও তেরটি ইউনিয়ন সেগুলো হচ্ছে -

  1. মাইজপাড়া ইউনিয়ন
  2. হবখালি ইউনিয়ন
  3. চন্ডিবরপুর ইউনিয়ন
  4. আউড়িয়া ইউনিয়ন
  5. শাহাবাদ ইউনিয়ন
  6. তুলারামপুর ইউনিয়ন
  7. শেখহাটী ইউনিয়ন
  8. কলোড়া ইউনিয়ন
  9. সিঙ্গাশোলপুর ইউনিয়ন
  10. ভদ্রবিলা ইউনিয়ন
  11. বাঁশগ্রাম ইউনিয়ন
  12. বিছালী ইউনিয়ন
  13. মুলিয়া ইউনিয়ন

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

সদর উপজেলায় শিক্ষার হার ৬৫.৫%। এই উপজেলায় ২ টি সরকারী কলেজ, ১ টি সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ, ২ টি সরকারী স্কুল এবং ৯৮ টি প্রাইমারী স্কুলসহ অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে।

অর্থনীতি সম্পাদনা

নদ-নদী সম্পাদনা

নড়াইল সদর উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী, চিত্রা নদীভৈরব নদ[৩][৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

বিবিধ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নড়াইল সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Banglapedia নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  4. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ সম্পাদনা