ভদ্রবিলা ইউনিয়ন

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন

ভদ্রবিলা ইউনিয়ন বাংলাদেশের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। এই ইউনিয়নটি ২০০১ সালে স্থাপিত হয়।

ভদ্রবিলা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন সম্পাদনা

ভদ্রবিলা ইউনিয়নটি জেলা সদর থেকে ৭.১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ভদ্রবিলা ইউনিয়নের উত্তরে আউড়িয়া ইউনিয়ন, পূর্বে বাঁশগ্রাম ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন। এই ইউনিয়নটির আয়তন ১৩ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ভদ্রবিলা ইউনিয়নটি ২০টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ ভদ্রবিলা, পলাইডাঙ্গা, মহানাগ, মিরাপাড়া, আটেরহাট, ডহররামসিদ্ধি, পাইকড়া, চন্ডিতলা, পাচুড়িয়া, শ্রীফলতলা, ছাগলছিড়া, বাগডাঙ্গা, রামসিদ্ধি, সরকেলডাঙ্গা, রায়খালী, দিঘলিয়া, মাথাভাঙ্গা, ফুলশ্বর, ভবানীপুর, ঝিকরা।

শিক্ষা সম্পাদনা

ইউনিয়রনে শিক্ষার হারঃ ৬৪%। এখানে রয়েছেঃ

  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি,
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ১২টি,
  • মাদ্রাসাঃ ২টি।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা