আউড়িয়া ইউনিয়ন

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন

আউড়িয়া ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯২৯ খ্রিঃ স্থাপিত হয়।

আউড়িয়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভৌগোলিক অবস্থান ও আয়তন

সম্পাদনা

আউড়িয়া ইউনিয়নটি জেলা সদর থেকে ৪.০০ কিঃ মিঃ পূর্বে, নাকসী বাজারে অবস্থিত। আউড়িয়া ইউনিয়নের উত্তরে চন্ডিবরপুর ইউনিয়ন, পূর্বে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন, দক্ষিণে ভদ্রবিলাবাঁশগ্রাম ইউনিয়ন এবং পশ্চিমে নড়াইল পৌরসভা। এই ইউনিয়নটির আয়তন ২০.০৩ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

আউড়িয়া ইউনিয়ন ছাব্বিশটি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ আউড়িয়া, বোড়াবাদুড়ীয়া, চিলগাছা রঘুনাথপুর, চৌগাছা, বাজেয়াপ্ত, ডৌয়াতলা, দত্তপাড়া, ঘোষপুর, খলিশাখালী, কমলাপুর, নাকসী, লস্করপুর, মূলদাইড়কুহোডাঙ্গা, মূলদাইড়, পশ্চিমবালিয়াডাঙ্গা, রামচন্দ্রপুর, শড়াতলা, সিমাখালী, বামনসিমাখালী, পূর্বসিমাখালী, পশ্চিমসিমাখালী, তালতলা, উত্তরবালিয়াডাঙ্গা, উত্তরবুড়িখালী, উত্তরপংকবিলা, দক্ষিণপংকবিলা।

শিক্ষা

সম্পাদনা

আউড়িয়া ইউনিয়নে মোট শিক্ষার হার: ৮০%। আউড়িয়া ইউনিয়নে রয়েছে:

  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ৪টি,
  • প্রাথমিক বিদ্যালয়: ১০টি,
  • মাদ্রাসা: ১টি।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা