বাঁশগ্রাম ইউনিয়ন

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন

বাঁশগ্রাম ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৭৬ খ্রিঃ স্থাপিত হয়।

বাঁশগ্রাম
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন

সম্পাদনা

বাঁশগ্রাম ইউনিয়ন নড়াইল জেলা শহর থেকে ৮.০০ কিঃ মিঃ পূর্বে অবস্থিত।। বাঁশগ্রাম ইউনিয়নের উত্তরে আউড়িয়ালোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন, পূর্বে লোহাগড়া উপজেলার লক্ষীপাশাদিঘলিয়া ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন, পশ্চিমে ভদ্রবিলা ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৮.৮০ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বাঁশগ্রাম ইউনিয়নটি ২২টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলঃ বল্লারটোপ, বেদভিটা, বাঁশগ্রাম, চাঁদপুর, বগুড়া, বালিয়াডাঙ্গা, দারিয়াপুর, দৌলতপুর, ডুমদি, গোপালপুর, আগ্রাহাটি, হোগলাডাঙ্গা, যদুনাথপুর, কুলাইগাছি, কামালপ্রতাপ, শালিখা, কর্মচন্দ্রপুর, কুমাডাঙ্গা, চরশালিখা, শুম্ভুডাঙ্গা, টাবরা, জন নন্দখোল।

ইতিহাস

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

বাঁশগ্রাম ইউনিয়নে রয়েছেঃ

  • কলেজঃ ১টি,
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি,
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি ও
  • মাদ্রাসাঃ ১টি।

অর্থনীতি

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা