বাঁশগ্রাম ইউনিয়ন
নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন
বাঁশগ্রাম ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৭৬ খ্রিঃ স্থাপিত হয়।
বাঁশগ্রাম | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
সম্পাদনাবাঁশগ্রাম ইউনিয়ন নড়াইল জেলা শহর থেকে ৮.০০ কিঃ মিঃ পূর্বে অবস্থিত।। বাঁশগ্রাম ইউনিয়নের উত্তরে আউড়িয়া ও লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন, পূর্বে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ও দিঘলিয়া ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন, পশ্চিমে ভদ্রবিলা ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৮.৮০ বর্গ কি.মি.।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবাঁশগ্রাম ইউনিয়নটি ২২টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলঃ বল্লারটোপ, বেদভিটা, বাঁশগ্রাম, চাঁদপুর, বগুড়া, বালিয়াডাঙ্গা, দারিয়াপুর, দৌলতপুর, ডুমদি, গোপালপুর, আগ্রাহাটি, হোগলাডাঙ্গা, যদুনাথপুর, কুলাইগাছি, কামালপ্রতাপ, শালিখা, কর্মচন্দ্রপুর, কুমাডাঙ্গা, চরশালিখা, শুম্ভুডাঙ্গা, টাবরা, জন নন্দখোল।
ইতিহাস
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাবাঁশগ্রাম ইউনিয়নে রয়েছেঃ
- কলেজঃ ১টি,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি,
- প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি ও
- মাদ্রাসাঃ ১টি।
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাবিবিধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- বাঁশগ্রাম ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০১৭ তারিখে - জাতীয় তথ্য বাতায়ন।