তুলারামপুর ইউনিয়ন
নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
তুলারামপুর ইউনিয়ন নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৪৬ খ্রিঃ স্থাপিত হয়।
তুলারামপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাতুলারামপুর নড়াইল জেলা শহর থেকে ৮.০০ কি.মি. পশ্চিমে, নড়াইল-যশোর সড়কের দক্ষিণে এবং কাজলা নদীর পশ্চিম তীরে। এই ইউনিয়নের উত্তরে-মাইজপাড়া ইউনিয়ন পূর্বে- শাহাবাদ ইউনিয়ন দক্ষিণ-পূর্বে মুলিয়া ইউনিয়ন দক্ষিণে - শেখহাটী ইউনিয়ন নড়াইল সদর নড়াইল জেলা এবং পশ্চিমে- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন ও জামদিয়া ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৬.৭২ বর্গ কিঃ মিঃ।
প্রশাসনিক এলেকা
সম্পাদনাতুলারামপুর ইউনিয়নটি এগারোটি গ্রামের সমান্বয় গঠিত । এ গুলি হলওঃ বামনহাট, মিতনা, চাচড়া, তুলারামপুর, বেনাহাটী, চামরুল, বেতেঙ্গা, পেড়লী, মালিডাঙ্গা, বাকসাডাঙ্গা, দেবীপুর।
ইতিহাস
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাতুলারামপুর ইউনিয়নে মোট শিক্ষার হারঃ ৬৪% তুলারামপুর ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেঃ-
- কলেজঃ ০১টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৬টি
- প্রাথমিক বিদ্যালয়ঃ১২ টি
- মাদ্রাসাঃ০৪ টি
- সরকারী অন্ধ স্কুলঃ০১টি
অর্থনীতি
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১৬ তারিখে