মাইজপাড়া ইউনিয়ন
নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন
মাইজপাড়া ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন।
মাইজপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
সম্পাদনামাইজপাড়া ইউনিয়ন জেলা সদর থেকে ১০ কিঃ মিঃ উত্তর পশ্চিমে অবস্থিত। মাইজপাড়া ইউনিয়নের উত্তরে মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন ও নড়াইলের হবখালি ইউনিয়ন, পূর্বে হবখালি ও শাহাবাদ ইউনিয়ন, দক্ষিণে তুলারামপুর ইউনিয়ন এবং পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন অবস্থিত। এর আয়তন ১৮ বর্গ কি.মি.।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামগুলো হলোঃ ধাড়িয়াঘাটা, মাগুরা, কালুখালী, কাঠালবাড়িয়া, লোকনাথপুর, দৌলতপুর, মাইজপাড়া, পোড়াডাঙ্গা, তালেশ্বর, দুর্গাপুর, হোসেনপুর, রামপুর, উড়ানী, চারিখাদা, বলরামপুর, আদমপুর, বোড়ামারা, কোদলা, তারাশী, রামেশ্বরপুর, ডহর তারাশী, কল্যাণখালী, সলুয়া, পারবলরামপুর, আতোষপাড়া।
ইতিহাস
সম্পাদনাশিক্ষা
সম্পাদনামাইজপাড়া ইউনিয়নে রয়েছেঃ
- কলেজঃ ১টি,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৬টি,
- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩টি,
- মাদ্রাসাঃ ৪টি।
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- মাইজপাড়া ইউনিয়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - জাতীয় তথ্য বাতায়ন।