হাটবাড়িয়া জমিদার বাড়ি
হাটবাড়িয়া জমিদার বাড়ি বাংলাদেশ এর নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া এলাকায় চিত্রা নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১]
হাটবাড়িয়া জমিদার বাড়ি | |
---|---|
![]() | |
বিকল্প নাম | জিতেন্দ্রনাথ রায়ের বাড়ি |
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | নড়াইল সদর উপজেলা |
ঠিকানা | হাটবাড়িয়া |
শহর | নড়াইল সদর উপজেলা, নড়াইল জেলা |
দেশ | বাংলাদেশ |
খোলা হয়েছে | আনুমানিক ১৯০০ শতকেরর প্রথমদিকে |
স্বত্বাধিকারী | জয় নারায়ণ রায় |
কারিগরী বিবরণ | |
পদার্থ | ইট, সুরকি ও রড |
ইতিহাসসম্পাদনা
আনুমানিক ১৯০০ শতকের প্রথমদিকে জমিদার জয় নারায়ণ রায়ের হাত ধরে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। জয় নারায়ণ রায় নড়াইল জমিদার বংশের বংশধর ছিলেন। নড়াইল জমিদার বংশের গোড়াপত্তনকারী জমিদার কালী শঙ্কর রায়ের দুই পুত্রকে দুইভাগে জমিদারী ভাগ করে দেন। বড় ছেলে রাম নারায়ণ রায়কে নড়াইল জমিদার বাড়ি এবং ছোট ছেলে জয় নারায়ণ রায়কে হাটবাড়িয়া জমিদার বাড়ি দেন। হাটবাড়িয়া জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জমিদার জিতেন্দ্রনাথ রায়। অনেকের কাছে এই জমিদার বাড়ি তার নামেই বেশ পরিচিত। ভারতবর্ষ ভাগ হওয়ার আগেই এই জমিদার বংশধররা ভারতে পাড়ি জমান।
অবকাঠামোসম্পাদনা
বর্তমান অবস্থাসম্পাদনা
হাটবাড়িয়া জমিদার বাড়ির সকল স্থাপনা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। স্মৃতিচিহ্ন হিসেবে জমিদারদের তৈরি করা একটি মন্দির ও সাঁন বাঁধানো পুকুর ঘাট রয়েছে। তবে জমিদারদের রেখে যাওয়া পুরো জায়গাজুড়ে এখন সরকারি উদ্যোগে একটি পার্ক তৈরির কাজ চলতেছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ির জমিরক্ষায় রবিবার বিক্ষোভ মিছিল-মানববন্ধন"। amarjessore.com। ২২ মে ২০১৭। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |