শেখহাটী ইউনিয়ন

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন

শেখহাটী ইউনিয়ন নড়াইল সদর উপজেলার ইউনিয়ন। ইউনিয়নটি ১৯২১খ্রি স্থাপিত হয়।

শেখহাটী
ইউনিয়ন
০৭ নং শেখহাটী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

শেখহাটী ইউনিয়ন নড়াইল জেলা শহর থেকে ২০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণে এবং বসুন্দিয়া সড়কের পূর্ব পাশে অবস্থিত। এর পশ্চিমে- বসুন্দিয়া ইউনিয়ন যশোর সদর ও উত্তরে- জামদিয়া ইউনিয়ন বাঘারপাড়া,যশোর । এবং উত্তরে - তুলারামপুর ইউনিয়ন পূর্বে - মুলিয়া ইউনিয়নকলোড়া ইউনিয়ন নড়াইল সদর নড়াইল ।এছাড়া দক্ষিণে- শ্রীধরপুর ইউনিয়ন অভয়নগর যশোর। এর আয়তন ৯.০৫৬ বর্গ কি:মি:।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

শেখহাটী ইউনিয়নটি ১৪টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলি হলো:

শেখহাটি, শেখপাড়া, আফরা, বাশিয়ারডাঙ্গা, গুয়াখোলা, হাতিয়াড়া, বাকলী, মালিয়াট, দেবভোগ, তপনভাগ, মহিষখোলা, পচিশা, কাইজদাহ, ডহরসেখহাটি।

ইতিহাস সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

শেখহাটী ইউনিয়নে মোট শিক্ষার হারঃ ৮০% শেখহাটী ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে-

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৫টি

প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি

মাদ্রাসাঃ ১৫টি

প্রতিবন্ধি স্কুলঃ ১টি

প্রধান এবং কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়: ৩৯ নং শেখহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্রধান মাধ্যমিক বিদ্যালয়: শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়

অর্থনীতি সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সম্পাদনা

ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ সম্পাদনা

পুরাতন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ:
ক্রমিক নং নাম মেয়াদ মন্তব্য
শাহ মো: আশেক মুন্সি ১৯৬১-১৯৬৫ মৃত
আ: হাকিম বোড়া ১৯৬৫-১৯৭০ মৃত
শাহ মো: আশেক মুন্সি ১৯৭২-১৯৭৪ মৃত
বাবু গুরুপদ দাস ১৯৭৪-১৯৮১ -
বাবু রতন কুমার পাল ১৯৮১-১৯৮৬ মৃত
মো: ইজাহার আলী ১৯৮৬-১৯৯১ -
মো: ইকবাল হোসেন ১৯৯১-১৯৯৮ মৃত
মো: বুলবুল আহমেদ ১৯৯৮-২০০৩ -
মো: ওলিয়ার রহমান ২০০৩-২০১১ -
১০ গাজী সেলিম রেজা মাসুম ২০১১-২০১৬ -

বহিঃসংযোগ সম্পাদনা