১৬ ডিসেম্বর
তারিখ
(ডিসেম্বর ১৬ থেকে পুনর্নির্দেশিত)
<< | ডিসেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২৪ |
১৬ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫০তম (অধিবর্ষে ৩৫১তম) দিন। বছর শেষ হতে আরো ১৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৯০৪ - কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।
- ১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা 'লাঙ্গল' কলকাতা থেকে প্রকাশিত হয়।
- ১৯৩৯ - ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।
- ১৯৫০ - সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্যের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।
- ১৯৫১ - ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ১৯৭১
- পাকিস্তান সেনাবাহিনী বিকালে ৪-২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ - বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯৯১ - কাজাখস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৯৮ - প্যারিসের একটি আপীল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হোলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনী অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।
- ২০২১ - স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শপথ পড়ান তৎকালীন প্রধানমন্ত্রী - শেখ হাসিনা।
জন্ম
সম্পাদনা- ১৭৭৫ - জেন অস্টেন একজন ইংরেজ ঔপন্যাসিক।[১]
- ১৮৪০ -উমেশচন্দ্র দত্ত,সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।(মৃ.১৯/০৬/১৯০৭)
- ১৮৮২ - বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর। (মৃ.২১/০৭/১৯৩৫)
- ১৯১৭ - আর্থার সি ক্লার্ক, একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক।[১](জ.১৯/০৩/২০০৮)
- ১৯০৬ - মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।[১]
- ১৯৩৬ - বাঙালি কবি ও লেখক সামসুল হক।(মৃ.১৯৯৭)
- ১৯৪০ - মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।[১]
- ১৯৪০ - শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ।
- ১৯৪২ - কবি হায়াৎ সাইফ। (মৃ.১৩/০৫/২০১৯)
- ১৯৪৭ - বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল।
মৃত্যু
সম্পাদনা- ১২৭৩ - কবি জালাল উদ্দিন রুমী।
- ১৮৫৯ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।
- ১৯০১ - নবাব খাজা আহসানউলস্নাহর।
- ১৯৭৫ - প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ অনাথনাথ বসু। (জ.১৮৯৬)
- ১৯৬৫ -ইংরেজ কথাসাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম্।(জ.২৫/০১/১৮৭৪)
- ১৯৮৭ - অখিলচন্দ্র নন্দী - ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।(জ.০৭/০৩/১৯০৭)
- ১৯৯৫ - কণ্ঠশিল্পী ফিরোজ সাই।
ছুটি ও অন্যান্য
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়"। বাংলানিউজ২৪.কম।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৬ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |