কলকাতা জেলা
পশ্চিমবঙ্গের একটি জেলা
কলকাতা জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলা রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসংস্থার এক্তিয়ার এলাকার অংশবিশেষ এই জেলার জেলা সমাহর্তার এক্তিয়ার এলাকাভুক্ত। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই। এই জেলার উত্তরে ও পূর্বে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমে হাওড়া এবং দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত। জেলা সমাহর্তার প্রধান কার্যালয় বিবাদীবাগ অঞ্চলে জেনারেল পোস্ট অফিসের উত্তরে অবস্থিত।
কলকাতা জেলা | |
---|---|
জেলা | |
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেন্ট পল’স ক্যাথিড্রাল, চৌরঙ্গী, রবীন্দ্র সেতু, কলকাতা ট্রাম, বিদ্যাসাগর সেতু | |
পশ্চিমবঙ্গে কলকাতা জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′২২″ উত্তর ৮৮°২১′৫০″ পূর্ব / ২২.৫৭২৬৭২৩° উত্তর ৮৮.৩৬৩৮৮১৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিভাগ | প্রেসিডেন্সি |
বিশেষণ | কলকাতাবাসী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৭০০ ০০১ থেকে ৭০০ ১৬২ |
এলাকা কোড | +৯১-৩৩ |
কলকাতা জেলার গণপরিষেবা (জল সরবরাহ, নিকাশী ইত্যাদি) দেয় কলকাতা পৌরসংস্থা। তবে শহরতলি এলাকা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলার অন্তর্ভুক্ত।
ভাষা
সম্পাদনানির্বাচন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা