২০১৭ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট, একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক এবং পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০১৭ -এ অনুষ্ঠিত হয়।

২০১৭ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ১ আগস্ট – ২৯ সেপ্টেম্বর ২০১৭
অধিনায়ক জো রুট (টেস্ট)
ইয়ন মর্গ্যান (ওডিআই ও টি২০আই)
জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই)
কার্লোস ব্রাদওয়েট (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যালাস্টেয়ার কুক (৩০৪) শাই হোপ (৩৭৫)
সর্বাধিক উইকেট জেমস অ্যান্ডারসন (১৯) কেমার রোচ (১১)
সিরিজ সেরা খেলোয়াড় জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান জনি বেয়ারস্টো (৩০২) এভিন লুইস (২০০)
সর্বাধিক উইকেট লিয়াম প্লাঙ্কেট (৮) আলজারি জোসেফ (৫)
সিরিজ সেরা খেলোয়াড় মঈন আলী (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যালেক্স হেলস (৪৩) এভিন লুইস (৫১)
সর্বাধিক উইকেট লিয়াম প্লাঙ্কেট (৩)
আদিল রশিদ (৩)
কার্লোস ব্রাদওয়েট (৩)
কেস্রিক উইলিয়ামস (৩)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট ওডিআই টি২০আই
  ইংল্যান্ড[]   ওয়েস্ট ইন্ডিজ[]   ইংল্যান্ড[]   ওয়েস্ট ইন্ডিজ[]   ইংল্যান্ড[]   ওয়েস্ট ইন্ডিজ[]

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

প্রথম-শ্রেণী: এসেক্স ব ওয়েস্ট ইন্ডিজ

সম্পাদনা
১–৩ আগস্ট ২০১৭
Scorecard
৩৩৮/৮ (ডি) (১০০ ওভার)
রস্টন চেজ ৮১ (১৩৮)
ক্যালম টেলর ২/৪৪ (১২ ওভার)
১৮৫/৯d (৬১.৫ ওভার)
পল ওয়াল্টার ৬৮* (১৩৯)
কেমার রোচ ৫/৪৩ (১৮ ওভার)
১৩৫/৪d (৩১ ওভার)
রস্টন চেজ ৫০ (৮০)
পল ওয়াল্টার ২/১৪ (৩ ওভার)
  • এসেক্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের বিরতির পর আর খেলা সম্ভব হয়নি।

প্রথম-শ্রেণী: কেন্ট ব ওয়েস্ট ইন্ডিজ

সম্পাদনা
৬–৮ আগস্ট ২০১৭
Scorecard
২৬৫ (৮৩.৪ ওভার)
শাই হোপ ৫৭ (১২১)
চার্লি হার্টলি ৪/৮০ (১৭.৪ ওভার)
৩৩১/৯ঘো (৯৩.২ ওভার)
সীন ডিকসন ১৪২ (২১০)
আলজারি জোসেফ ৪/৭২ (২২ ওভার)
১৩২/৪ (৩৬.৪ ওভার)
শিমরন হেটমায়ার ৪৩* (৩৯)
চার্লি হার্টলি ২/৪৪ (১১.৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জ্যাক ক্রলি (কেন্ট) তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।

প্রথম-শ্রেণী: ডার্বিশায়ার ব ওয়েস্ট ইন্ডিজ

সম্পাদনা
১১–১৩ আগস্ট ২০১৭ (দিন/রাত)
Scorecard
৪২৭/৩ঘো (১০০ ওভার)
রস্টন চেজ ১১০* (১১৩)
ম্যাথু সনজাক ১/৬০ (১৬ ওভার)
১৮১ (৫১.৩ ওভার)
ক্যালম ব্রোডরিক ৫২ (৯১)
জেসন হোল্ডার ৩/৪৮ (১৩ ওভার)
৩২৭/৬ (ঘো) (৮৫ ওভার)
কাইরেন পাওয়েল ১০০ (১০৩)
ম্যাথু সনজাক ২/৫৬ (১৯ ওভার)
৫১/০ (১৪ ওভার)
বেন স্ল্যাটার ২৭* (৪৭)

দুই-দিন: লেচেস্টারশায়ার ব ওয়েস্ট ইন্ডিজ

সম্পাদনা
২–৩ সেপ্টেম্বর ২০১৭
Scorecard
৩৭৭/৭ঘো (৮৮ ওভার)
শিমরন হেটমায়ার ১২৮* (১২০)
ডায়েটার ক্লেইন ৩/৭৭ (১৯ ওভার)
৭০/১ (১২.১ ওভার)
হ্যারি ডেয়ারডেন ৪২* (৪৫)
আলজারি জোসেফ ১/১৪ (২.১ ওভার)
খেলা ড্র
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: পল বাল্ডউইন (ইংল্যান্ড) ও ক্রিস ওয়াটস (ইংল্যান্ড)

  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয় দিনে বিরতির পর আর খেলা সম্ভব হয়নি, বৃষ্টির কারণে।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৭–২১ আগস্ট ২০১৭ (দিন/রাত)
Scorecard
৫১৪/৮ঘো (১৩৫.৫ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ২৪৩ (৪০৭)
রস্টন চেজ ৪/১১৩ (২৬.২ ওভার)
১৬৮ (৪৭ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৭৯* (৭৬)
জেমস অ্যান্ডারসন ৩/৩৪ (১৫ ওভার)
১৩৭ (৪৫.৪ ওভার) (f/o)
ক্রেগ ব্রেদওয়েট ৪০ (৭৬)
স্টুয়ার্ট ব্রড ৩/৩৪ (১০ ওভার)
ইংল্যান্ড একটি ইনিংস এবং ২০৯ রান দ্বারা জয়ী
এজবাস্টন, বার্মিংহাম
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালাস্টেয়ার কুক (ইংল্যান্ড)

২য় টেস্ট

সম্পাদনা
২৫–২৯ আগস্ট ২০১৭
Scorecard
২৫৮ (৭০.৫ ওভার)
বেন স্টোকস ১০০ (১২৪)
শ্যানন গ্যাব্রিয়েল ৪/৫১ (১৭ ওভার)
৪২৭ (১২৭ ওভার)
শাই হোপ ১৪৭ (২৫৩)
জেমস অ্যান্ডারসন ৫/৭৬ (২৯ ওভার)
৪৯০/৮ঘো (১৪১ ওভার)
মঈন আলী ৮৪ (৯৩)
রস্টন চেজ ৩/৮৬ (৩২ ওভার)
৩২২/৫ (৯১.২ ওভার)
শাই হোপ ১১৮* (২১১)
ক্রিস উকস ১/৩৮ (১১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ডে) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জো রুট (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স-এর টেস্টে ১২টি ধারাবাহিক অর্ধ-শতকের রেকর্ডের পৌছে যান।[]
  • শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে তার প্রথম সেঞ্চুরি তুলেন।[১০]
  • শাই হোপের দুটি সেঞ্চুরি নিয়ে ক্যারিবিয়ানদের জয়, এই মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেট প্রথমবার।[১১]
  • ২০০০ সালের পর এটাই ছিল ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জয়।[১২]

৩য় টেস্ট

সম্পাদনা
৭–১১ সেপ্টেম্বর ২০১৭
Scorecard
১২৩ (৫৭.৩ ওভার)
কাইরেন পাওয়েল ৩৯ (৯৮)
বেন স্টোকস ৬/২২ (১৪.৩ ওভার)
১৯৪ (৫২.৫ ওভার)
বেন স্টোকস ৬০ (৭৪)
কেমার রোচ ৫/৭২ (২৪ ওভার)
১৭৭ (৬৫.১ ওভার)
শাই হোপ ৬২ (১৪৪)
জেমস অ্যান্ডারসন ৭/৪২ (২০.১ ওভার)
১০৭/১ (২৮ ওভার)
টম ওয়েস্টলি ৪৪* (৭২)
দেবেন্দ্র বিশু ১/৩৫ (১১ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ডে)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টোকস (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ১ম দিনে আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে ১১ ওভার এবং ২য় দিনে ভেজা আউটফিল্ডের কারণে ২৫ ওভার খেলা নষ্ট হয়।
  • জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) টেস্টে ৫০০ উইকেটের অধিকারী হন।[১৩]

টি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র টি২০আই

সম্পাদনা
১৬ সেপ্টেম্বর ২০১৭
১৮:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
১৭৬/৯ (২০ ওভার)
  ইংল্যান্ড
১৫৫ (১৯.৩ ওভার)
এভিন লুইস ৫১ (২৮)
আদিল রশিদ ৩/২৫ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও টিম রবিনসন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৯ সেপ্টেম্বর ২০১৭
১২:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
২০৪/৯ (৪২ ওভার)
  ইংল্যান্ড
২১০/৩ (৩০.৫ ওভার)
জেসন হোল্ডার ৪১* (৩৩)
বেন স্টোকস ৩/৪৩ (৯ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভেজা আউটফিল্ডের কারণে খেলাকে ৪২ ওভারে সীমিত করা হয়।
  • জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ওডিআইয়ে তার প্রথম সেঞ্চুরি করে।

২য় ওডিআই

সম্পাদনা
২১ সেপ্টেম্বর ২০১৭
১২:৩০ (দিন/রাত)
Scorecard
ইংল্যান্ড  
২১/০ (২.২ ওভার)
ফলাফল হয়নি
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: টিম রবিনসন (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি ইংল্যান্ডের ইনিংসে থামিয়ে দেয় এবং কোনও খেলা সম্ভব ছিল না।

৩য় ওডিআই

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০১৭
১১:০০
Scorecard
ইংল্যান্ড  
৩৬৯/৯ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২৪৫ (৩৯.১ ওভার)
মঈন আলী ১০২ (৫৭)
মিগুয়েল কামিন্স ৩/৮২ (৯ ওভার)
ক্রিস গেইল ৯৪ (৭৮)
লিয়াম প্লাঙ্কেট ৫/৫২ (৮.১ ওভার)
ইংল্যান্ড ১২৪ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলী (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মঈন আলী (ইংল্যান্ড) ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরীর রেকর্ড করেন, যা ওডিআই'র ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। (৫৩ বলে)।
  • লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড) তার ওডিআই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন।
  • ইংল্যান্ডে অনুষ্ঠিত কোন ওডিআইয়ে সর্বাধিক ছয়ের রেকর্ড তৈরী হয় (২৮টি)।

৪র্থ ওডিআই

সম্পাদনা
২৭ সেপ্টেম্বর ২০১৭
১২:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
৩৫৬/৫ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৫৮/৫ (৩৫.১ ওভার)
এভিন লুইস ১৭৬* (১৩০)
ক্রিস উকস ৩/৭১ (১০ ওভার)
জেসন রয় ৮৪ (৬৬)
আলজারি জোসেফ ৫/৫৬ (৮.১ ওভার)
ইংল্যান্ড ৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: রব বেইলি (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬/৬ স্কোরটি ছিল ওডিআইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর এবং ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সর্বোচ্চ স্কোর।

৫ম ওডিআই

সম্পাদনা
২৯ সেপ্টেম্বর ২০১৭
১২:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
২৮৮/৬ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৯৪/১ (৩৮ ওভার)
শাই হোপ ৭২ (৯৫)
লিয়াম প্লাঙ্কেট ২/৫৪ (১০ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
রোজ বোল, সাউদাম্পটন
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রে) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "England Test squad named for West Indies"England and Wales Cricket Board। ১০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭ 
  2. "Roach returns, Reifer picked for England tour"ESPN Cricinfo। ESPN Sports Media। ১৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭ 
  3. "England name squad for West Indies T20 and ODIs"। England and Wales Cricket Board। 
  4. "Gayle, Samuels return to ODI squad"ESPN Cricinfo। ESPN Sports Media। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  5. "West Indies pick Nurse for England T20"ESPN Cricinfo। ESPN Sports Media। ১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "England gears up for pink-ball bow"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭ 
  7. "West Indies' worst day"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭ 
  8. Shemilt, Stephan (২০ আগস্ট ২০১৭)। "England's stuard broad wants to play in 2019 Ashes after Test wicket milestone"। BBC Sport (British Broadcasting Corporation)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭ 
  9. Seervi, Bharath (২৫ আগস্ট ২০১৭)। "Root equals de Villiers and the Gabriel-Roach double-act"ESPN Cricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  10. Henry, Matthew (২৬ আগস্ট ২০১৭)। "England v West Indies: Kraigg Brathwaite"। BBC Sport (British Broadcasting Corporation)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  11. Skelton, Jack (২৯ আগস্ট ২০১৭)। "England v West Indies: Shai Hope guides tourists to thrilling Test victory"। BBC Sport (British Broadcasting Corporation)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭ 
  12. "West Indies pull-off historic Test win in England, first since 2000"The Indian Express। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭ 
  13. Gardner, Alan (৮ সেপ্টেম্বর ২০১৭)। "Anderson joins 500 club at scene of Test debut"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা