কেস্রিক উইলিয়ামস
কেস্রিক ওমারি কেনাল উইলিয়ামস (ইংরেজি: Kesrick Williams; জন্ম: ১৭ জানুয়ারি, ১৯৯০) সেন্ট ভিনসেন্টের স্প্রিং ভিলেজে জন্মগ্রহণকারী বিশিষ্ট ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।[১] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি দলে খেলেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংও করে থাকেন কেস্রিক উইলিয়ামস।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | কেস্রিক ওমারি কেনাল উইলিয়ামস |
জন্ম | স্প্রিং ভিলেজ, সেন্ট ভিনসেন্ট | ১৭ জানুয়ারি ১৯৯০
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১১ | উইন্ডওয়ার্ড আইল্যান্ডস |
২০১৩-২০১৪ | কম্বাইন্ড ক্যাম্পাসেস |
২০১৬ | জ্যামাইকা তালাওয়াস |
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৭ সেপ্টেম্বর ২০১৬ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনামার্চ, ২০১১ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০১০-১১ আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতায় দলের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড লায়ন্স।[২] এরপর ২০১২-১৩ মৌসুমে কম্বাইন্ড ক্যাম্পাসেস দলের পক্ষে খেলেন। সীমিত ওভারের প্রতিযোগিতা হিসেবে ২০১২-১৩ রিজিওন্যাল সুপার৫০-এ দলকে ফাইনালে নিয়ে যান। কিন্তু, ২০১৩-১৪ মৌসুমে দলের পক্ষে অনিয়মিত অবস্থায় অংশগ্রহণ করেন।[৩] ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ স্তরে তাকে দেখা যায়নি। কিন্তু ২০১৬ সালে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে জ্যামাইকা তালাওয়াসের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট সকলের নজর কাড়েন। ঐ প্রতিযোগিতায় তেরো খেলার সবকটিতে অংশ নেন ও ১৭ উইকেট দখল করেন। ডোয়েন ব্র্যাভো ও সোহেল তানভিরের পর প্রতিযোগিতায় তার অবস্থান ছিল তৃতীয়।[৪][৫] গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নিজস্ব সেরা ৪/৩৭ লাভ করলেও চূড়ান্ত খেলায় তাল্লাওয়াজের শিরোপা বিজয়ে তার বোলিং ছিল ২/১২।[৬]
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসেপ্টেম্বর, ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলে তাকেও অন্তর্ভুক্ত করা হয়। শেষদিকে তিনি আন্দ্রে রাসেলের স্থলাভিষিক্ত হন।[৭] ২৭ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রতিপক্ষীয় পাকিস্তানের রুম্মন রইসের সাথে তারও টি২০আইয়ে অভিষেক ঘটে।[৮] খেলায় নির্ধারিত ৪ ওভারে ২/১৫ লাভ করলেও তার দল ৮ উইকেটে পরাভূত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kesrick Williams – CricketArchive. Retrieved 13 January 2016.
- ↑ First-class matches played by Kesrick Williams – CricketArchive. Retrieved 13 January 2016.
- ↑ List A matches played by Kesrick Williams – CricketArchive. Retrieved 13 January 2016.
- ↑ Records / Caribbean Premier League, 2016 - Jamaica Tallawahs / Batting and bowling averages, ESPNcricinfo. Retrieved 17 September 2016.
- ↑ Records / Caribbean Premier League, 2016 / Most wickets, ESPNcricinfo. Retrieved 17 September 2016.
- ↑ Twenty20 matches played by Kesrick Williams – CricketArchive. Retrieved 17 September 2016.
- ↑ "Williams replaces Russell in West Indies T20 squad", ESPNcricinfo, 16 September 2016. Retrieved 17 September 2016.
- ↑ "West Indies tour of United Arab Emirates, 3rd T20I: Pakistan v West Indies at Abu Dhabi, Sep 27, 2016"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।