২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ
২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপ নব-প্রবর্তিত আইসিসি আন্তর্মহাদেশীয় কাপের সীমিত ওভারের প্রতিযোগিতাবিশেষ। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটি একদিনের আন্তঃমহাদেশীয় কাপ নামে পরিচিত। জুন, ২০১১ থেকে অক্টোবর, ২০১৩ পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। এর পাশাপাশি ২০১১-১৩ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপ প্রতিযোগিতা চলবে। আইসিসি’র সহযোগী ও অনুমোদিত সদস্যভূক্ত ৮টি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | লিস্ট এ ও একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
বিজয়ী | আয়ারল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
এ প্রতিযোগিতায় ২০১০ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ প্রথম বিভাগ থেকে ৬টি দল খেলায় যোগ্যতা লাভ করে।
এছাড়াও, ২০১১ সালের দ্বিতীয় বিভাগ থেকে নিম্নের দুই দল অংশ নেয়।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম বিভাগের আওতাধীন দলগুলোর খেলাগুলো একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। দ্বিতীয় বিভাগের খেলাগুলো লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পায়।
শীর্ষস্থানীয় দুই দল ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাদ-বাকী ছয়টি দলকে ২০১৩ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষস্থানীয় দুই দল বিশ্বকাপে অংশ নিবে।[১]
সময়সূচী
সম্পাদনাপ্রত্যেক দল প্রতিপক্ষের বিরুদ্ধে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলার সময়সূচী নিম্নরূপ:[২]
পয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | পয়েন্ট | নেট রান রেট | অগ্রসরমান |
---|---|---|---|---|---|---|---|---|
আয়ারল্যান্ড | ১৪ | ১১ | ১ | ১ | ১ | ২৪ | +০.৯৮৫ | ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ |
আফগানিস্তান | ১৪ | ৯ | ৪ | ০ | ১ | ১৯ | +০.৭৬৫ | |
সংযুক্ত আরব আমিরাত | ১৪ | ৯ | ৫ | ০ | ০ | ১৮ | +০.৩৫৯ | ২০১৪ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব |
নেদারল্যান্ডস | ১৪ | ৮ | ৪ | ১ | ১ | ১৮ | +০.৬২১ | |
স্কটল্যান্ড | ১৪ | ৭ | ৬ | ০ | ১ | ১৫ | –০.১১৭ | |
কেনিয়া | ১৪ | ৫ | ৯ | ০ | ০ | ১০ | -০.৪৬১ | |
নামিবিয়া | ১৪ | ২ | ১২ | ০ | ০ | ৪ | –১.১৬২ | |
কানাডা | ১৪ | ১ | ১১ | ০ | ২ | ৪ | –০.৯৩১ |
খেলা
সম্পাদনা১ম রাউন্ড
সম্পাদনা ২৮ জুন, ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: স্কটল্যান্ড ২, নেদারল্যান্ডস ০
২৯ জুন, ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ডের ইনিংসে ১৭ ওভার চলাকালে বৃষ্টি নামে ও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪১ ওভারে ১৬২ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।
- পয়েন্ট: স্কটল্যান্ড ২, নেদারল্যান্ডস ০
৪ জুলাই ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নামিবিয়া ০
৫ জুলাই ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নামিবিয়া ০
২৫ জুলাই ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সংযুক্ত আরব আমিরাতের ইনিংস চলাকালে ৩৫ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ৩৫ ওভারে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।*পয়েন্ট: কেনিয়া ২, সংযুক্ত আরব আমিরাত ০
২৬ জুলাই ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: কেনিয়া ০, সংযুক্ত আরব আমিরাত ২
৭ আগস্ট ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের ইনিংস চলাকালে ২২ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ৪৩ ওভারে ২১৩ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।
- পয়েন্ট: কানাডা ০, আফগানিস্তান ২
৯ আগস্ট ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ২০ ওভারে নির্ধারণ করা হয়।
- পয়েন্ট: কানাডা ০, আফগানিস্তান ২
দ্বিতীয় রাউন্ড
সম্পাদনা ১২ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কেনিয়ার ইনিংস চলাকালে বৃষ্টিজনিত কারণে ডি/এল পদ্ধতিতে ৪৩ ওভারে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
- পয়েন্ট: নেদারল্যান্ডস ২, কেনিয়া ০
১৩ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: নেদারল্যান্ড ২, কেনিয়া ০
১৯ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, কানাডা ০
২০ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, কানাডা ০
২৮ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ২৬ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ২৬ ওভারে ১০৪ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
- পয়েন্ট: নামিবিয়া ০, স্কটল্যান্ড ২
২৯ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ২৪ ওভারের সময় বৃষ্টি নামে ও ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৫ ওভারে ২৪৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
- পয়েন্ট: নামিবিয়া ০, স্কটল্যান্ড ২
১০ অক্টোবর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ০, সংযুক্ত আরব আমিরাত ২
১২ অক্টোবর ২০১১
স্কোরকার্ড |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ০, সংযুক্ত আরব আমিরাত ২
তৃতীয় রাউন্ড
সম্পাদনা ১৮ ফেব্রুয়ারি ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: কেনিয়া ২, আয়ারল্যান্ড ০
২০ ফেব্রুয়ারি ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: কেনিয়া ০, আয়ারল্যান্ড ২
৭ মার্চ ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, স্কটল্যান্ড ০
৯ মার্চ ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, স্কটল্যান্ড ০
২৯ মার্চ ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ০, নেদারল্যান্ডস ২
৩১ মার্চ ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, নেদারল্যান্ডস ০
১০ এপ্রিল ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: নামিবিয়া ০, কানাডা ২
১২ এপ্রিল ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: নামিবিয়া ২, কানাডা ০
চতুর্থ রাউন্ড
সম্পাদনা ৩ জুলাই, ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- বৃষ্টির কারণে ৩ ও ৪ জুলাই খেলা হয়নি।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ১, আফগানিস্তান ১
৫ জুলাই ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, আফগানিস্তান ০
৯ জুলাই ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- বৃষ্টির কারণে ম্যানোফিল্ড পার্কে স্থানান্তরিত করা হয়।
- ৯ ও ১০ জুলাই বৃষ্টির কারণে খেলা হয়নি।
- পয়েন্ট: স্কটল্যান্ড ১, কানাডা ১
১২ জুলাই ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যানোফিল্ড পার্কে স্থানান্তরিত করা হয়।
- ১১ জুলাই বৃষ্টির কারণে খেলা হয়নি।
- পয়েন্ট: স্কটল্যান্ড ২, কানাডা ০
২১ জুলাই ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: নেদারল্যান্ডস ২, সংযুক্ত আরব আমিরাত ০
২৩ জুলাই ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে হাজেলারওয়েগে স্থানান্তর করা হয়।
- পয়েন্ট: নেদারল্যান্ডস ২, সংযুক্ত আরব আমিরাত ০
৪ অক্টোবর ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মূলতঃ ১১ জুন খেলাটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে নেয়া হয়।
- নিরাপত্তাজনিত কারণে জিমখানা ক্লাব মাঠে স্থানান্তর করা হয়।
- পয়েন্ট: কেনিয়া ২, নামিবিয়া ০
৬ অক্টোবর ২০১২
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মূলতঃ ১৩ জুন খেলাটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে নেয়া হয়।
- নিরাপত্তাজনিত কারণে জিমখানা ক্লাব মাঠে স্থানান্তর করা হয়।
- পয়েন্ট: নামিবিয়া ২, কেনিয়া ০
পঞ্চম রাউন্ড
সম্পাদনা ৬ মার্চ ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, স্কটল্যান্ড ০
৮ মার্চ ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, স্কটল্যান্ড ০
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: কেনিয়া ২, কানাডা ০
১৩ মার্চ ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কানাডা ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়।
১৮ মার্চ ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, সংযুক্ত আরব আমিরাত ০
২০ মার্চ ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, সংযুক্ত আরব আমিরাত ০
১৬ এপ্রিল ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: নেদারল্যান্ডস ২, নামিবিয়া ০
১৮ এপ্রিল ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নামিবিয়া ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়।
ষষ্ঠ রাউন্ড
সম্পাদনা ৩০ জুন ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: স্কটল্যান্ড ২, কেনিয়া ০
- স্কটল্যান্ডের পক্ষে ফ্রেদি কোলম্যানের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
২-৩ জুলাই ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রথম দিন স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ৬.৩ ওভারের পর বৃষ্টি নামে ও দ্বিতীয় দিন স্কটল্যান্ডের ইনিংস ৩৫ ওভারে নির্ধারণ করা হয়।
- ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা থেকে কেনিয়ার বিদায়।
৭ জুলাই ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নেদারল্যান্ডস ০
- নেদারল্যান্ডসের পক্ষে মাইকেল রিপনের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
৯ জুলাই ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ড ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।
৬ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, কানাডা ০
- লিস্ট এ ক্রিকেটে সিসিল পারভেজের অভিষেক ঘটে।
৮ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, কানাডা ০
৯ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, নামিবিয়া ০
১১ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, নামিবিয়া ০
সপ্তম রাউন্ড
সম্পাদনা ২৭-২৮ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
বেন কুপার ৭৪ (৫৯)
কেনেথ কামুকা ৪/৩৮ (৫.৫ ওভার) |
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কানাডার পক্ষে কেনেথ কামুকা এবং নেদারল্যান্ডসের পক্ষে বেন কুপারের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
২৯ আগস্ট ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নেদারল্যান্ডস ২, কানাডা ০
৬ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ড ২, স্কটল্যান্ড ০
• স্কটল্যান্ড ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়।
৮ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ড ২, স্কটল্যান্ড ০
২৭ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, নামিবিয়া ০
২৯ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, নামিবিয়া ০
• নেদারল্যান্ডস ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়।
২ অক্টোবর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, কেনিয়া ০
৪ অক্টোবর ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: আফগানিস্তান ২, কেনিয়া ০
• সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলা থেকে বঞ্চিত হয়।
• আফগানিস্তান ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।
পরিসংখ্যান
সম্পাদনাসর্বাধিক রান
সম্পাদনাশীর্ষ পাঁচ রান সংগ্রহকারীর তালিকা নিচের ছকে দেয়া হলো:[৩]
খেলোয়াড় | দল | রান | ইনিংস | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|---|---|
শাইমন আনোয়ার | সংযুক্ত আরব আমিরাত | ৬২৫ | ১৪ | ৫২.০৮ | ৬৯.৫৯ | ১০২* | ১ | ৫ |
কাইল কোয়েতজার | স্কটল্যান্ড | ৫৯৫ | ১১ | ৫৯.৫০ | ৮১.৮৪ | ১৩৩ | ১ | ৫ |
উইলিয়াম পোর্টারফিল্ড | আয়ারল্যান্ড | ৪৭৫ | ১৩ | ৩৬.৫৩ | ৭৪.৬৮ | ৭৯ | ০ | ৫ |
এড জয়েস | আয়ারল্যান্ড | ৪৬২ | ১১ | ৫১.৩৩ | ৭৩.১০ | ৯৬* | ০ | ৪ |
মোহাম্মাদ নবী | আফগানিস্তান | ৪২৩ | ১১ | ৫২.৮৭ | ১০১.৯২ | ৮১* | ০ | ৩ |
সর্বাধিক উইকেট
সম্পাদনাশীর্ষ পাঁচ উইকেট সংগ্রহকারীর তালিকা নিম্নের ছকে দেখানো হলো:[৪]
খেলোয়াড় | দল | উইকেট | খেলা | গড় | স্ট্রাইক রেট | ইকোনোমি | সেরা বোলিং |
---|---|---|---|---|---|---|---|
ক্রিস্টে ভিলজোয়েন | নামিবিয়া | ২৩ | ১৪ | ২১.৭৮ | ৩০.৭০ | ৪.২৫ | ৪/৪০ |
জর্জ ডকরেল | আয়ারল্যান্ড | ২১ | ১৩ | ১৭.০০ | ৩০.২০ | ৩.২৮ | ৪/২৪ |
মুদাচ্ছার বুখারী | নেদারল্যান্ডস | ২১ | ১৪ | ২৩.৮০ | ৩১.৮০ | ৪.৪৯ | ৪/৩২ |
মোহাম্মাদ নবী | আফগানিস্তান | ২০ | ১৩ | ১৮.৩৫ | ৩০.৯০ | ৩.৫৬ | ৫/১২ |
খুররম খান | সংযুক্ত আরব আমিরাত | ১৯ | ১৪ | ১৪.৩৬ | ২৪.৮০ | ৩.৪৭ | ৪/২৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ICC spells out 2015 WC qualification plan"। ESPNcricinfo। ১১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ "ICC Intercontinental Cup 2011–13 fixtures and participating teams announced"। ICC। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১১।
- ↑ "Most runs"। EPSNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১।