বুদ্ধি প্রধান
বুদ্ধি বাহাদুর প্রধান (নেপালি: बुद्धि प्रधान; জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৭৮) বিরাটনগর এলাকায় জন্মগ্রহণকারী নেপালের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।[১] এ পর্যন্ত ২৪টি একদিনের আন্তর্জাতিক[২] ও ১৫টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা পরিচালনায় অংশগ্রহণ করেছেন তিনি। তবে সবগুলো খেলাই পরিচালনা করেছেন আইসিসি'র সহযোগী সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে।[৩] নেপালের প্রথম ব্যক্তি হিসেবে একদিনের আন্তর্জাতিকে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করার গৌরব লাভ করেন বুদ্ধি প্রধান।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | বুদ্ধি বাহাদুর প্রধান |
জন্ম | বিরাটনগর, নেপাল | ১৫ ডিসেম্বর ১৯৭৫
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ২৪ (২০০৬–২০১৬) |
উৎস: ক্রিকইনফো, ২১ ফেব্রুয়ারি ২০১৬ |
বিদ্যালয় জীবনে ক্রিকেট খেলতে শুরু করেন। পরবর্তীতে ক্লাব পর্যায়ে অংশ নেন। দলে তিনি মূলতঃ উদ্বোধনী বোলার হিসেবে ভূমিকা রাখতেন ও মাঝারি-সারির ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল তার। আঞ্চলিক লীগে খেলার আগ্রহ থাকলেও রাজনৈতিক কারণে খেলার সুযোগ ঘটেনি তার। এরপর থেকেই আম্পায়ারিত্বের দিকে ঝুঁকে পড়েন ও নেপাল ক্রিকেট সংস্থার আমন্ত্রণে প্রতিযোগিতা পরিচালনার জন্য তাকে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৯ সালে ঢাকায় এসিসি'র উদ্যোগে আম্পায়ারিং কোর্সে অংশ নেন।[৪] ২০০০ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে আম্পায়ারিত্ব করতে শুরু করেন।
পরিসংখ্যান
সম্পাদনাবিবরণ | প্রথম | সর্বশেষ | সর্বমোট |
---|---|---|---|
একদিনের আন্তর্জাতিক | কেনিয়া বনাম বারমুডা, মোম্বাসা, ১১ নভেম্বর, ২০০৬ | হংকং বনাম স্কটল্যান্ড, মং কক, ২৬ জানুয়ারি, ২০১৬ | ২৪ |
টি২০আই | আয়ারল্যান্ড বনাম কেনিয়া, দুবাই (ডিএসসি), ১৪ মার্চ, ২০১২ | হংকং বনাম ওমান, ফতুল্লা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ | ১৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Buddhi Pradhan"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
- ↑ "Buddhi Pradhan as Umpire in One-Day International Matches"। CricketArchive। ২৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১।
- ↑ "Buddhi Pradhan as Umpire in First-Class Matches"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১।
- ↑ "BUDDHI PRADHAN: UPRIGHT AND FORTHRIGHT"। Cricinfo। সংগ্রহের তারিখ 2016-2-21। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)