২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ১০০০০ মিটার
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ১০০০০ মিটার থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৭ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ১০,০০০মিটার | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৭ই আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ২১টি দেশের ৩৯ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২৭:৫০.০০সেকেন্ড (A মান) এবং ২৮:১০.০০সেকেন্ড (B মান)।[২]
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | কেনেনিসা বেকেল (ETH) | ২৬:১৭.৫৩ | ব্রাসেলস, বেলজিয়াম | ২৬শে আগস্ট ২০০৫ |
অলিম্পিক রেকর্ড | কেনেনিসা বেকেল (ETH) | ২৭:০৫.১০ | অ্যাথেন্স, গ্রীস | ২০শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ড গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৭ই আগস্ট | ফাইনাল | কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ২৭:০১.১৭ | OR |
ফলাফল
সম্পাদনাএখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-17-2008/sex=M/discCode=10K/combCode=hash/roundCode=f/results.html#det ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুলাই ২০১২ তারিখে Retrieved ২০০৮-০৮-১৭।