২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ৫০ কিমি হাঁটা
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ৫০ কিমি হাঁটা থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৫০ কিমি হাঁটা প্রতিযোগিতা আগস্টের ২২ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ৫০ কিমি হাঁটা | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ২২শে আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ৩২টি দেশের ৬১ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৪:০০:০০ (A মান) এবং ৪:০৭:০০ (B মান)।[২]
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ডেনিস নিঝেগোরোডভ (RUS) | ৩:৩৪:১৪ | চেবোকসারি, রাশিয়া | ১১ই মে ২০০৮ |
অলিম্পিক রেকর্ড | ভাচিস্লাভ ইভানেঙ্কো (URS) | ৩:৩৮:২৯ | সিওল, দক্ষিণ কোরিয়া | ৩০শে সেপ্টেম্বর ১৯৮৮ |
এই অলিম্পিকে যে নতুন অলিম্পিক রেকর্ডটি সৃষ্টি হয়েছে সেটি নিচে দেওয়া হল।
তারিখ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|
২২শে আগস্ট | অ্যালেক্স শ্বোয়াজার | ইতালি | ৩:৩৭:০৯ | OR |
ফলাফল
সম্পাদনা- সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
অন্তর্বর্তী পর্যায়
সম্পাদনাপর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
১০ কিমি | ১। ডেনিস নিঝেগোরোডভ | রাশিয়া | ৪৪:৩৯ |
২। অ্যাডাম রাটার | অস্ট্রেলিয়া | একই সময় | |
৩। লি জিয়ানবো | গণচীন | একই সময় | |
৪। জারেড টলেন্ট | অস্ট্রেলিয়া | +০:০১ | |
৫। অ্যালেক্স শ্বোয়াজার | ইতালি | একই সময় | |
২০ কিমি | ১। ডেনিস নিঝেগোরোডভ | রাশিয়া | ১:২৭:৩৮ |
২। লি জিয়ানবো | গণচীন | +০:০১ | |
৩। জারেড টলেন্ট | অস্ট্রেলিয়া | একই সময় | |
৪। অ্যালেক্স শ্বোয়াজার | ইতালি | একই সময় | |
৫। য়োহান ডিনিজ | ফ্রান্স | +০:০৮ | |
৩০ কিমি | ১। জারেড টলেন্ট | অস্ট্রেলিয়া | ২:১০:৩৮ |
২। অ্যালেক্স শ্বোয়াজার | ইতালি | +০:০১ | |
৩। ডেনিস নিঝেগোরোডভ | রাশিয়া | একই সময় | |
৪। লি জিয়ানবো | গণচীন | একই সময় | |
৫। য়োহান ডিনিজ | ফ্রান্স | +১:৪৮ | |
৪০ কিমি | ১। জারেড টলেন্ট | অস্ট্রেলিয়া | ২:৫৪:৩৬ |
২। অ্যালেক্স শ্বোয়াজার | ইতালি | একই সময় | |
৩। ডেনিস নিঝেগোরোডভ | রাশিয়া | একই সময় | |
৪। লি জিয়ানবো | গণচীন | +১:৫৮ | |
৫। গ্রেগর্জ সুডল | পোল্যান্ড | +৩:৫৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।