২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ম্যারাথন
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ২৪ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১] কেনিয়ার স্যামুয়েল ওয়াঞ্জিরু ২:০৬:৩২ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করে বিজয়ী হন।[২]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ম্যারাথন | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং | ||||||||||||
তারিখ | ২৪শে আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ৫৭টি দেশের ৯৮ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:১৫:০০ (A মান) এবং ২:১৮:০০ (B মান)।[৩]
দৌড়
প্রথাগত গভীর রাতের পরিবর্তে প্রতিযোগিতা শুরু হয় ভোরবেলা। প্রথম ১০কিমি মোট আটজনের একটি দল এগিয়ে ছিল। সেটা ২০কিমির মাথায় ৫জনে এসে ঠেকে। এঁরা হলেন এরিথ্রীয় ইয়োনাস কিফল, ইথিয়পীয় দেরিবা মার্গা, কেনীয় মার্টিন লেল ও স্যামি ওয়াঞ্জিরু, এবং মরোক্কোর জাওয়াদ ঘারিব। পরের ১০কিমি দেরিবা মার্গা গতি বাড়িয়ে দেন, ফলে লেল ও কিফল পিছিয়ে পড়েন। ৩০কিমির মাথায়, স্যামি ওয়াঞ্জিরু দেরিবা মার্গাকে আক্রমণ করেন। আস্তে আস্তে মার্গা পিছিয়ে পড়তে থাকেন ও পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান। স্যামি ওয়াঞ্জিরু ঘারিবের থেকেও তাঁর প্রাধান্য ও দূরত্ব বজায় রেখে যান। যদিও ঘারিব আস্তে আস্তে ব্যবধান কমিয়ে আনেন কিন্তু শেষ পর্যন্ত ২:০৬:৩২ সময়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন ওয়াঞ্জিরু। ঘারিব পান রূপো আর শেগে কেবেডে অনেক লড়ে তৃতীয় স্থান অধিকার করেন।
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | হাইল গেবরসেল্যাসি (ETH) | ২:০৪:২৬ | বার্লিন, জার্মানি | ২৮শে সেপ্টেম্বর ২০০৭ |
অলিম্পিক রেকর্ড | কার্লোস লোপেজ (POR) | ২:০৯:২১ | লস অ্যাঞ্জেলিস, যুক্তরাষ্ট্র | ১২ই আগস্ট ১৯৮৪ |
এই অলিম্পিকে যে নতুন অলিম্পিক রেকর্ডটি সৃষ্টি হয় সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | দৌড়বীর | সময় | OR | WR |
---|---|---|---|---|---|
২৪শে আগস্ট | স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | কেনিয়া | ২:০৬:৩২ | OR |
ফলাফল
সম্পাদনা- সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
অন্তর্বর্তী পর্যায়
সম্পাদনাপর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
১০কিমি | ১. হোসে ম্যানুয়েল মার্টিনেজ | স্পেন | ২৯:২৫ |
২. দেরিবা মার্গা | ইথিওপিয়া | একই সময় | |
৩. মার্টিন লেল | কেনিয়া | একই সময় | |
৪. ইয়ারেদ আসমেরম | ইরিত্রিয়া | একই সময় | |
৫. ইয়োনাস কিফল | ইরিত্রিয়া | +০:০১ | |
২০কিমি | ১. দেরিবা মার্গা | ইথিওপিয়া | ৫৯:১০ |
২. ইয়োনাস কিফল | ইরিত্রিয়া | একই সময় | |
৩. মার্টিন লেল | কেনিয়া | একই সময় | |
৪. জাওয়াদ ঘারিব | মরক্কো | একই সময় | |
৫. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | কেনিয়া | একই সময় | |
৩০কিমি | ১. দেরিবা মার্গা | ইথিওপিয়া | ১:২৯:১৪ |
২. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | কেনিয়া | একই সময় | |
৩. জাওয়াদ ঘারিব | মরক্কো | +০:০৪ | |
৪. মার্টিন লেল | কেনিয়া | +০:০৯ | |
৫. ইয়োনাস কিফল | ইরিত্রিয়া | +০:১৫ | |
৪০কিমি | ১. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | কেনিয়া | ১:৫৯:৫৪ |
২. জাওয়াদ ঘারিব | মরক্কো | +০:১৮ | |
৩. দেরিবা মার্গা | ইথিওপিয়া | +১:৫৭ | |
৪. শেগে কেবেডে | ইথিওপিয়া | +২:৪৩ | |
৫. মার্টিন লেল | কেনিয়া | +৩:০৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Kenyan wins marathon gold"। Associated Press via Sportsnet.ca। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- Detailed Results of the Men's Marathon - The Official Website of the Beijing 2008 Olympic Games
- sports-reference