২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ১০০০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[] ২৯:৫৪.৬৬সেকেন্ড সময়ে নতুন আলিম্পিক রেকর্ড করে ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা জয়ী হন।[]

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ১০,০০০মিটার
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট
প্রতিযোগী১৮টি দেশের ২৯ জন প্রতিযোগী
পদকবিজয়ী
১ তিরুনেশ দিবাবা  ইথিওপিয়া
২ এলভান আবেলিগিসে  তুরস্ক
৩ শালেন ফ্লানাগান  মার্কিন যুক্তরাষ্ট্র
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৩১:৪৫.০০সেকেন্ড (A মান) এবং ৩২:২০.০০সেকেন্ড (B মান)।[]

রেকর্ড

সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   ওয়াং জুক্সিয়া (CHN) ২৯:৩১.৭৮ বেইজিং, চীন ৮ই সেপ্টেম্বর ১৯৯৩
অলিম্পিক রেকর্ড   দেরার্তু তুলু (ETH) ৩০:১৭.৪৯ সিডনি, অস্ট্রেলিয়া ৩০শে সেপ্টেম্বর ২০০০

এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ড গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১৫ই আগস্ট ফাইনাল তিরুনেশ দিবাবা   ইথিওপিয়া ২৯:৫৪.৬৬ OR

তিরুনেশ দিবাবাএলভান আবেলিগিসে উভয়েই আগের অলিম্পিক রেকর্ডের থেকে কম সময় করেন, যা ১০০০০মিটারে সর্বকালের, যথাক্রমে, দ্বিতীয় ও তৃতীয় সেরা সময়।

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

ক্রম নাম রাষ্ট্র ফলাফল টিকা
  তিরুনেশ দিবাবা   ইথিওপিয়া ২৯:৫৪.৬৬ ওআর

, AR

  এলভান আবেলিগিসে   তুরস্ক ২৯:৫৬.৩৪ AR
  শালেন ফ্লানাগান   মার্কিন যুক্তরাষ্ট্র ৩০:২২.২২ AR
লিনেট চেপকোয়েমোই মাসাই   কেনিয়া ৩০:২৬.৫০ WJR, NR
মারিয়া কোনোভালোভা   রাশিয়া ৩০:৩৫.৮৪ PB
ইঙ্গে অ্যাবিটোভা   রাশিয়া ৩০:৩৭.৩৩ SB
লুসি কাবু ওয়েঙ্গেই   কেনিয়া ৩০:৩৯.৯৬ PB
লোর্না কিপলাগাত   নেদারল্যান্ডস ৩০:৪০.২৭ SB
কিংবার্লি স্মিথ   নিউজিল্যান্ড ৩০:৫১.০০
১০ কারা গোচর   মার্কিন যুক্তরাষ্ট্র ৩০:৫৫.১৬ PB
১১ কায়োকো ফুকুশি   জাপান ৩১:০১.১৪ SB
১২ জোয়ান পাভে   গ্রেট ব্রিটেন ৩১:১২.৩০ PB
১৩ সাব্রিনা মোচেনহপ্ট   জার্মানি ৩১:১৪.২১ PB
১৪ এজেগায়েহু দিবাবা   ইথিওপিয়া ৩১:২২.১৮
১৫ হিল্ডা কিবেট   নেদারল্যান্ডস ৩১:২৯.৬৯
১৬ ঝ্যাং ইংইং   চীন ৩১:৩১.১২ SB
১৭ য়োকো শিবুই   জাপান ৩১:৩১.১৩
১৮ পেন্নিনা আরুসেই   কেনিয়া ৩১:৩৯.৮৭
১৯ তাতিয়ানা খমেলেভা-আরিয়াসোভা   রাশিয়া ৩১:৪৫.৫৭
২০ য়ুকিকো আকাবা   জাপান ৩২:০০.৩৭
২১ বাই ঝু   চীন ৩২:২০.২৭
২২ আনিকো কালোভিক্স   হাঙ্গেরি ৩২:২৪.৮৩
২৩ কেট রিড   গ্রেট ব্রিটেন ৩২:২৬.৬৯
২৪ নাথালি ডে ভোস   বেলজিয়াম ৩২:৩৩.৪৫ SB
২৫ প্রিয়া শ্রীধরন   ভারত ৩২:৩৪.৬৪
২৬ অ্যামি য়োডের বিগলি   মার্কিন যুক্তরাষ্ট্র ৩২:৩৮.২৮
২৭ ডুলসে মারিয়া রডরিগেজ   মেক্সিকো ৩২:৫৮.০৪
২৮ ডং ঝিয়াওকিং   চীন ৩৩:০৩.১৪
২৯ ইসাবেল চেকা   স্পেন ৩৩:১৭.৮৮
মেস্তাওয়েত তুফা   ইথিওপিয়া DNF
আসমে লেগজাউই   মরক্কো DNF
নাতালিয়া বেরকুট   ইউক্রেন DNS

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Olympic Athletics Competition Schedule"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  2. "Olympic Games 2008 - Results 08-15-2008 - 10 000 Metres W Final"IAAF। ২০০৮-০৮-১৫। ১৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৫ 
  3. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪