২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ৪০০ মিটার বাধাদৌড়
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ৪০০ মিটার বাধাদৌড় থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৪০০মিটার বাধাদৌড় প্রতিযোগিতা আগস্টের ১৭ থেকে ২০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
অলিম্পিয়াড খেলায় মহিলাদের ৪০০মিটার বাধাদৌড় | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৭-২০ই আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ২১টি দেশের ২৭ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৫৫.৬০ সেকেন্ড (A মান) এবং ৫৬.৫০সেকেন্ড (B মান)।[২]
সূচি
সম্পাদনাসকল সময় চীনা সময়ে (UTC+8)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
রবিবার, ১৭ই আগস্ট, ২০০৮ | ২০:১০-২০:৪২ |
রাউন্ড ১ |
সোমবার, ১৮ই আগস্ট, ২০০৮ | ২০:৪৫-২০:০০ |
সেমিফাইনাল |
বুধবার, ২০শে আগস্ট, ২০০৮ | ২২:৩৫-২২:৪০ | ফাইনাল |
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | য়ুলিয়া পেকোঙ্কিনা (RUS) | ৫২.৩৪ | তুলা, রাশিয়া | ৮ই আগস্ট ২০০৩ |
অলিম্পিক রেকর্ড | ফ্যানি হালকিয়া (GRE) | ৫২.৭৭ | অ্যাথেন্স, গ্রীস | ২২শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ডটি গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
২০শে আগস্ট | ফাইনাল | মেলাইন ওয়াকার | জ্যামাইকা | ৫২.৬৪ | OR |
ফলাফল
সম্পাদনাএখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
রাউন্ড ১
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম তিনজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা চারজনকে (q) নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম চারজন (Q) ফাইনালে অগ্রসর হন।
ক্রম | হিট | নাম | রাষ্ট্র | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|
১ | ১ | শীনা টোস্টা | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৪.০৭ | Q |
২ | ২ | মেলাইন ওয়াকার | জ্যামাইকা | ৫৪.২০ | Q |
৩ | ১ | তাশা ড্যানভার্স | গ্রেট ব্রিটেন | ৫৪.৩১ | Q, SB |
৪ | ১ | আনা জেসিয়েন | পোল্যান্ড | ৫৪.৩৬ | Q |
৫ | ১ | একাতেরিনা বিকার্ট | রাশিয়া | ৫৪.৩৮ | Q |
৬ | ২ | আনাস্তাসিয়া রাবচেনিউক | ইউক্রেন | ৫৪.৬০ | Q, PB |
৭ | ১ | নিকিশা উইলসন | জ্যামাইকা | ৫৪.৬৭ | |
৮ | ১ | আনাস্তাশিয়া ওট | রাশিয়া | ৫৪.৭৪ | PB |
৯ | ২ | টিফানি রস-উইলিয়ামস | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৪.৯৯ | Q |
১০ | ২ | সুসানা হেনোভা | চেক প্রজাতন্ত্র | ৫৫.১৭ | Q |
১১ | ২ | আইসাতা সুলামা | বুর্কিনা ফাসো | ৫৫.৬৯ | SB |
১২ | ২ | ইরিনা ওবেডিনা | রাশিয়া | ৫৫.৬৯ | |
১৩ | ২ | কুইন হ্যারিসন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৫.৮৮ | |
১৪ | ২ | শ্বেতেলিনা কিরিলোভা | বুলগেরিয়া | ৫৫.৯৭ | |
১৫ | ১ | সাতোমি কুবোকুরা | জাপান | ৫৬.৬৯ | |
১৬ | ১ | অ্যাঞ্জেলা মোরোসানু | রোমানিয়া | ৫৭.৬৭ |
ফাইনাল
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | প্রতিক্রিয়ার সময় | সময় | টিকা[৪] |
---|---|---|---|---|---|---|
৬ | মেলাইন ওয়াকার | জ্যামাইকা | ০.২৩৬ | ৫২.৬৪ | ওআর
, NR | |
৫ | শীনা টোস্টা | মার্কিন যুক্তরাষ্ট্র | ০.১৯১ | ৫৩.৪০ | ||
৭ | তাশা ড্যানভার্স | গ্রেট ব্রিটেন | ০.১৮৯ | ৫৩.৫৪ | PB | |
৪ | ৪ | আনাস্তাসিয়া রাবচেনিউক | ইউক্রেন | ০.২৪৮ | ৫৩.৬৬ | PB |
৫ | ৯ | আনা জেসিয়েন | পোল্যান্ড | ০.২০৬ | ৫৩.৯৯ | SB |
৬ | ২ | একাতেরিনা বিকার্ট | রাশিয়া | ০.১৯৩ | ৫৮.৬৬ | |
৭ | ৩ | সুসানা হেনোভা | চেক প্রজাতন্ত্র | ০.১৯৫ | ৫৪.৬৭ | |
৮ | ৮ | টিফানি রস-উইলিয়ামস | মার্কিন যুক্তরাষ্ট্র | ০.১৮৪ | ৫৭.২৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ {{cite web|url=http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/bydiscipline/disctype=4/sex=W/discCode=400H/combCode=hash/roundCode=h/results.html#det%7Ctitle=XXIX Olympic Games - Beijing, China:400 Metres Hurdles Women's Heats|date=August 17, 2008|publisher=IAAF|accessdate=১৭ই আগস্ট, ২০০৮}}
- ↑ http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-20-2008/sex=W/discCode=400H/combCode=hash/round[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Code=f/results.html#det Retrieved ২০০৮-০৮-২০।