২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের শট পাট
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের শট পাট থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের শট পাট প্রতিযোগিতা আগস্টের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের শট পাট | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৫ই আগস্ট ২০০৮ | ||||||||||||
প্রতিযোগী | ৩৪টি দেশের ৪০ জন প্রতিযোগী | ||||||||||||
জয়ের দূরত্ব | ২০.৫১ | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২০.৩০ মিটার (৬৬.৬ ফু)(A মান) এবং ১৯.৮০ মিটার (৬৫.০ ফু) (B মান)।[২]
সময়তালিকা
সম্পাদনাসমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
শুক্রবার, ১৫ই আগস্ট ২০০৮ | ০৯:০০ ২১:০০ |
যোগ্যতানির্ণায়ক পর্ব ফাইনাল |
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | র্যান্ডি বার্নেস (USA) | ২৩.১২ মিটার | ওয়েস্টউড, যুক্তরাষ্ট্র | ২০শে মে ১৯৯০ |
অলিম্পিক রেকর্ড | উল্ফ টিমারম্যান (GDR) | ২২.৪৭ মিটার | সিওল, দক্ষিণ কোরিয়া | ২৩শে সেপ্টেম্বর ১৯৮৮ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
সম্পাদনাযোগ্যতানির্ণায়ক পর্ব
সম্পাদনান্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ২০.৪০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
ক্রম | গ্রুপ | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|
১ | A | টমাজ মাজেউস্কি | পোল্যান্ড | ২১.০৪ | ২১.০৪ | Q, PB | ||
২ | B | অ্যাডাম নেলসন | মার্কিন যুক্তরাষ্ট্র | ২০.৫৬ | ২০.৫৬ | Q | ||
৩ | B | আন্দ্রেই মিখনেভিচ | বেলারুশ | ২০.৩৮ | ২০.৪৮ | ২০.৪৮ | Q | |
৪ | A | ক্রিশ্চিয়ান ক্যান্টওয়েল | মার্কিন যুক্তরাষ্ট্র | ২০.১১ | ২০.৪৮ | ২০.৪৮ | Q | |
৫ | A | ডিলান আর্মস্ট্রং | কানাডা | ২০.৪৩ | ২০.৪৩ | Q | ||
৬ | A | রীজ হফা | মার্কিন যুক্তরাষ্ট্র | ২০.৪১ | ২০.৪১ | Q | ||
৭ | B | পাভেল লিঝিন | বেলারুশ | ২০.৩৬ | x | x | ২০.৩৬ | q |
৮ | A | পাভেল সফিন | রাশিয়া | ২০.২৯ | x | x | ২০.২৯ | q |
৯ | B | য়ুরি বিলোনগ | ইউক্রেন | ১৯.৯৩ | ২০.১৬ | ১৯.৫৭ | ২০.১৬ | q |
১০ | B | রুটগার স্মিথ | নেদারল্যান্ডস | ২০.১৩ | x | ১৯.৯৭ | ২০.১৩ | q |
১১ | A | য়ুরি বিয়ালৌ | বেলারুশ | x | ২০.১২ | ১৯.৮৭ | ২০.১২ | q |
১২ | B | ইভান ইয়ুশ্কভ | রাশিয়া | ২০.০২ | ১৯.৮৩ | ২০.০০ | ২০.০২ | q |
১৩ | B | পিটার স্যাক | জার্মানি | ১৯.৭৬ | x | ২০.০১ | ২০.০১ | |
১৪ | A | আন্দ্রেই সেমিনভ | ইউক্রেন | ১৮.৯৫ | ১৯.৫৯ | ২০.০১ | ২০.০১ | |
১৫ | B | ডোরিয়ান স্কট | জ্যামাইকা | ১৯.৫৪ | ১৯.৯৪ | ১৯.৭১ | ১৯.৯৪ | |
১৬ | B | জাস্টিন অ্যাংলেজার্ক | অস্ট্রেলিয়া | ১৯.৯১ | ১৯.৭৫ | x | ১৯.৯১ | |
১৭ | A | হামজা আলিক | বসনিয়া ও হার্জেগোভিনা | ১৯.৩৩ | ১৯.৪৮ | ১৯.৮৭ | ১৯.৮৭ | |
১৮ | A | আন্তন লুবোস্লাভস্কি | রাশিয়া | ১৯.১৪ | x | ১৯.৮৭ | ১৯.৮৭ | |
১৯ | B | ম্যানুয়েল মার্টিনেজ | স্পেন | ১৯.৬২ | ১৯.৪৫ | ১৯.৮১ | ১৯.৮১ | |
২০ | B | মিরান ভোডোভনিক | স্লোভেনিয়া | ১৮.৭২ | x | ১৯.৮১ | ১৯.৮১ | |
২১ | A | স্কট মার্টিন | অস্ট্রেলিয়া | ১৯.৭৫ | x | x | ১৯.৭৫ | |
২২ | A | জোয়াকিম ওলসেন | ডেনমার্ক | ১৯.৬২ | ১৯.৬৯ | ১৯.৭৪ | ১৯.৭৪ | SB |
২৩ | B | ইভস নিয়ারে | ফ্রান্স | x | x | ১৯.৭৩ | ১৯.৭৩ | |
২৪ | A | কার্লোস ভেলিজ | কিউবা | ১৯.৫৮ | ১৯.২৫ | ১৯.১৬ | ১৯.৫৮ | |
২৫ | A | মারিস উর্টান্স | লাতভিয়া | ১৮.৭৮ | ১৯.৫৭ | ১৯.৩৪ | ১৯.৫৭ | |
২৬ | B | তাভি পীত্রে | এস্তোনিয়া | x | x | ১৯.৫৭ | ১৯.৫৭ | |
২৭ | B | সুলতান আব্দুলমাজীদ আল-হাবশি | সৌদি আরব | x | ১৮.৬৭ | ১৯.৫১ | ১৯.৫১ | |
২৮ | B | পিটার স্টেলিক | চেক প্রজাতন্ত্র | x | ১৯.৪১ | x | ১৯.৪১ | |
২৯ | B | নেদজাদ মুলাবেগোভিচ | ক্রোয়েশিয়া | ১৯.১১ | ১৯.৩৫ | ১৮.৮৮ | ১৯.৩৫ | |
৩০ | A | মিলান হাবোরাক | স্লোভাকিয়া | x | ১৯.৩২ | x | ১৯.৩২ | |
৩১ | B | রেইনাল্ডো প্রোয়েঞ্জা | কিউবা | ১৯.১৫ | ১৯.০৬ | ১৯.২০ | ১৯.২০ | |
৩২ | A | জার্মান লাউরো | আর্জেন্টিনা | ১৯.০৭ | x | ১৮.৯৬ | ১৯.০৭ | |
৩৩ | A | আসমির কোলাসিনাক | সার্বিয়া | ১৮.৩২ | x | ১৯.০১ | ১৯.০১ | |
৩৪ | A | লাজোস কুর্থি | হাঙ্গেরি | ১৮.৩৮ | x | ১৮.৭৪ | ১৮.৭৪ | |
৩৫ | B | ইভান এমিলিয়ানভ | মলদোভা | ১৮.৬৪ | ১৮.২৭ | x | ১৮.৬৪ | |
৩৬ | A | মিহাইল স্টামাটোয়ানিস | গ্রিস | x | ১৮.৪৫ | ১৮.৩০ | ১৮.৪৫ | |
৩৭ | B | ইয়াসের ফারাগ | মিশর | ১৮.৩৭ | x | ১৮.৪২ | ১৮.৪২ | |
৩৮ | B | মার্কো ফোর্টেস | পর্তুগাল | x | x | ১৮.০৫ | ১৮.০৫ | |
৩৯ | A | মার্কো আন্তোনিও ভার্নি | চিলি | x | ১৭.৯৬ | x | ১৭.৯৬ | |
৪০ | B | চ্যাং মিং-হুয়াং | চীনা তাইপেই | ১৬.১৩ | ১৬.৯৮ | ১৭.৪৩ | ১৭.৪৩ | |
A | রবার্ট হ্যাগব্লম | ফিনল্যান্ড | x | x | x | NM | ||
A | জর্জি ইভানভ | বুলগেরিয়া | x | x | x | NM | ||
B | আলেক্সিস পউমিয়ের | কিউবা | x | x | x | NM | ||
B | আমিন নিকফার | ইরান | x | x | x | NM | ||
A | র্যাল্ফ বার্টেল্স | জার্মানি | DNS |
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী |
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী
|
ফাইনাল
সম্পাদনাক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
টমাজ মাজেউস্কি | পোল্যান্ড | ২০.৮০ | ২০.৪৭ | ২১.২১ | ২১.৫১ | x | ২০.৪৪ | ২১.৫১ | PB | |
ক্রিশ্চিয়ান ক্যান্টওয়েল | মার্কিন যুক্তরাষ্ট্র | ২০.৩৯ | ২০.৯৮ | ২০.৮৮ | ২০.৮৬ | ২০.৬৯ | ২১.০৯ | ২১.০৯ | ||
আন্দ্রেই মিখনেভিচ | বেলারুশ | ২০.৭৩ | ২১.০৫ | x | ২০.৭৮ | ২০.৫৭ | ২০.৯৩ | ২১.০৫ | ||
৪ | ডিলান আর্মস্ট্রং | কানাডা | ২০.৬২ | ২১.০৪ | x | x | ২০.৪৭ | x | ২১.০৪ | NR |
৫ | পাভেল লিঝিন | বেলারুশ | ২০.৩৩ | ২০.১৫ | ২০.৯৮ | ২০.৯৮ | ২০.৪০ | x | ২০.৯৮ | PB |
৬ | য়ুরি বিলোনগ | ইউক্রেন | ২০.৬৩ | x | ২০.৫৩ | ২০.৪৬ | ২০.৩১ | x | ২০.৬৩ | SB |
৭ | রীজ হফা | মার্কিন যুক্তরাষ্ট্র | x | ১৯.৮১ | ২০.৫৩ | ২০.৩৮ | x | x | ২০.৫৩ | |
৮ | পাভেল সফিন | রাশিয়া | ২০.৪২ | x | x | x | x | x | ২০.৪২ | |
৯ | রুটগার স্মিথ | নেদারল্যান্ডস | ২০.৪১ | x | ২০.৩০ | ২০.৪১ | ||||
১০ | য়ুরি বিয়ালৌ | বেলারুশ | ২০.০৬ | x | x | ২০.০৬ | ||||
১১ | ইভান ইয়ুশ্কভ | রাশিয়া | ১৯.৬৭ | ১৯.৫৫ | x | ১৯.৬৭ | ||||
অ্যাডাম নেলসন | মার্কিন যুক্তরাষ্ট্র | x | x | x | NM |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।